Leisure Spending Centre

  • Home
  • Leisure Spending Centre

Leisure Spending Centre Leisure Time spend & entertainment platform.

25/11/2024
খোলা যায়গায় হাগে কুকুর, মানুষ নয়, সচেতনতা বাড়াতে পোষ্টার ভারতে 😁
31/10/2024

খোলা যায়গায় হাগে কুকুর, মানুষ নয়, সচেতনতা বাড়াতে পোষ্টার ভারতে 😁

26/08/2024

রঙে, ভাংগা নৌকা বাইতে আইলাম গাঙে😐


Credit: Naheed Bro

26/08/2024

Credit: Naheed Bro

আর্জেন্টিনা ও বাংলাদেশ নিয়ে কিছু কথা☞আর্জেন্টিনা ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতলো। তখন যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, অভ্যুত...
09/08/2024

আর্জেন্টিনা ও বাংলাদেশ নিয়ে কিছু কথা☞

আর্জেন্টিনা ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতলো। তখন যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, অভ্যুত্থান থেকে ক্ষমতা হারাইলো।

আর্জেন্টিনা ১৯৮৬ সালে দ্বিতীয় বিশ্বকাপ জিতলো। তখন যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, অভ্যুত্থান থেকে তারাও ক্ষমতা হারাইলো।

আর্জেন্টিনা ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ জিতলো। এবারও যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারাইলো।

ভালো লাগলে কপি/শেয়ার করুন ☞২.০ স্বাধীন বাংলাদেশে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। স্নাতক ডিগ্রি ছাড়া কাউকে ক...
08/08/2024

ভালো লাগলে কপি/শেয়ার করুন ☞

২.০ স্বাধীন বাংলাদেশে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। স্নাতক ডিগ্রি ছাড়া কাউকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। হোক সেটা জাতীয় নির্বাচন কিংবা ওয়ার্ডের নির্বাচন। যাদের যে মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে তাদের সেই মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি এটা আইন করা যায় যে, দেশের বাইরে তো দূরে থাক নিজ উপজেলার বাইরে গিয়েও কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ও তার পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা নিতে পারবেন না তাহলে স্বাস্থ্যখাত অনেক উন্নত হবে। আইন করে প্রত্যেক এমপি ও মন্ত্রীদের সকল সন্তানদের বাধ্যতামূলক দেশের স্কুল ও কলেজেই পড়তে হবে, পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্যে বিদেশে পড়তে যেতে পারে এতে কোনো সমস্যা নেই। একাধিক সন্তান থাকলে কমপক্ষে ১ জন সন্তানকে তার নিজ উপজেলারই সরকারি/এমপিও ভুক্ত স্কুল ও কলেজে পড়াতেই হবে, বাকিরা এমপির নিজ উপজেলার সরকারি/আধা-সরকারী/প্রাইভেট যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে। আমাদের সন্তানকে ভুল শেখালে তার নিজের সন্তানও ভুলই শিখবে এই ভয়ে তারা আমাদের ভবিষ্যত প্রজন্মকে ভুল শিক্ষায় শিক্ষিত করতে পারবে না, দেশের শিক্ষার মানও উন্নত হবে। ক্ষমতায় ৫ বছর থাকলেও প্রতিবছর জনপ্রতিনিধি, তার পরিবারের সকল সদস্য, নিকটতম বন্ধু ও আত্নীয়দের আয়-ব্যয়, লাভ-ক্ষতির হিসাব জনসম্মুখে বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। সরকার প্রধানকে বছরে কমপক্ষে ১ বার লাইভ অনুষ্ঠানে নিরপেক্ষ এক/একাধিক উপস্থাপকের উপস্থিতিতে বিরোধীদল ও দেশবাসীর লাইভে করা প্রশ্ন এবং বিগত ১ বছরের বিভিন্ন বিষয়ে জবাবদিহি করতে হবে।

সাকিব আল হাসান এক আজব লোক!ক্রিকেটের বাইরে রেস্টুরেন্টের ব্যাবসায় নামসিলেন, লাভ করতে পারেন নাই। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেসে...
07/08/2024

সাকিব আল হাসান এক আজব লোক!

ক্রিকেটের বাইরে রেস্টুরেন্টের ব্যাবসায় নামসিলেন, লাভ করতে পারেন নাই। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেসে। চিংড়ির বিজনেস করতে গেসিলেন, হয়নাই। সোনার ব্যাবসাতেও লাভ হয়নাই, লাভ হয়নাই শেয়ার মার্কেটেও। ক্রিকেটে তো দেশকে ট্রফি আনতেই পারেন নাই, বরং যে কয়টা এশিয়া কাপ ফাইনাল খেলসে সবগুলি হারসে!

বহুজাতিক ট্রফি বলতে বাংলাদেশ জিতসে একটা ট্রাইনেশন সিরিজ, মজার কাহিনী হল সেইটার ফাইনাল আবার সাকিব খেলসিলো না।

শেষবার আওয়ামী লিগে যোগ দিসিল, ১৫ বছর ক্ষমতায় থাকার পর দলের নেত্রীর দেশ ছেড়ে পালানো লাগসে।

একটা মানুষ এমন হয় কি করে?

গণভবনের কমোড ও বাদ দিলো না...
06/08/2024

গণভবনের কমোড ও বাদ দিলো না...

আলহামদুলিল্লাহ্‌,দেশ পূণরায় আবার স্বাধীন হলো🇧🇩এখনো অনেক কাজ বাকি, এতদিনের ঘটা সকল অন্যায়ের সঠিক বিচার করতে হবে। দেশটাকে ...
05/08/2024

আলহামদুলিল্লাহ্‌,
দেশ পূণরায় আবার স্বাধীন হলো🇧🇩

এখনো অনেক কাজ বাকি, এতদিনের ঘটা সকল অন্যায়ের সঠিক বিচার করতে হবে। দেশটাকে নতুন করে আবার সাজাতে হবে।
সাথে এটাও মনে রাখতে হবে ☞
“স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন”।

04/08/2024

এসব আর সহ্য হচ্ছে না। ছাত্র, সাধারণ জনগণ, পুলিশ, সেনাবাহিনী, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির যেই হোক তারা তো আমাদের কারো না কারো আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী। ১ জন উন্মাদ স্বৌরাচারকে ক্ষমতায় রাখা না রাখা নিয়ে আমরা নিজেরদের মধ্যে মারামারি করে গৃহযুদ্ধ বাধিয়ে ফেলেছি। তার তো আত্নীয়-স্বজন কেউ নেই, দেশের মানুষ মরলে তার কিছুই যায় আসে না। সে আমাদের নিজেদের ভেতর গন্ডগোল পাকিয়ে নিজে মজা নিচ্ছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Leisure Spending Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Leisure Spending Centre:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share