03/08/2025
পদ্মার ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে: শাহজাহান মিঞা।
আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকার মানুষের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
চরাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ উপজেলার দুর্লভপুর, উজিরপুর ও পাঁকা ইউনিয়নে নদী ভাঙন দীর্ঘদিনের বড় সমস্যা। প্রতিবছর এ অঞ্চলে হাজার হাজার আবাদি জমি, ভিটামাটি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-গোরস্থান নদী ভাঙনে বিলীন হয়ে যায়। কাজেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সর্বনাশা পদ্মা নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি জনকল্যাণমুখী দল। বিএনপি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। ফলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি মেধাবী ছাত্রদের বিনা পয়সায় চাকরি দেয়া হবে জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, পাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক দাহারুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ প্রমূখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ৩১ দফা পৌঁছানোর লক্ষ্যে উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া, কদমতলা, দশরশিয়া বাজার ও দক্ষিণ পাঁকা এলাকায় গণসংযোগ করেন তিনি।
ধন্যবাদ : আতিকুল ইসলাম সিকো।