05/10/2025
“একজন ভালো শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যদের আলোকিত করেন।”
শিক্ষক— তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান জীবন গড়ার কলা। তিনি আমাদের স্বপ্ন দেখতে শেখান, সম্ভাবনার দরজা খুলে দেন, আর সমাজকে আলোকিত করেন তাঁর নীরব পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে।
বিশ্ব শিক্ষক দিবসে এই বিশেষ দিনে বাংলাদেশ স্কাউটস জানায় দেশের ও বিশ্বের সকল শিক্ষককে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আপনাদের শিক্ষা, প্রেরণা ও দিকনির্দেশনায় আজকের শিক্ষার্থী আগামী দিনের নেতা, উদ্ভাবক ও মানবিক সমাজের নির্মাতা হয়ে উঠছে।
শিক্ষকই জাতির পথপ্রদর্শক।তাঁর হাত ধরেই শুরু হয় আলোকিত আগামী।