Md Sohag Vai

Md Sohag Vai Hello, I am Sohag. My address is Lalmonirhat. I like to travel. You can enjoy the beautiful places by looking at the mother.

I like to travel.I travel to different places and make blog videos for you to enjoy the beautiful places. I present to you the unknown facts of the rural area. I create various content on country news. I hope you enjoy watching this beautiful blog video of mine.

25/04/2025
আমরা তাদের বয়কট করবো যারা ইসলাম বিদ্বেষী।
25/04/2025

আমরা তাদের বয়কট করবো যারা ইসলাম বিদ্বেষী।

23/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।

2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।

4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

11. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

01/03/2025

বিদায় জানালাম
১ মাস।

সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এক নিরন্তন চেষ্টা।🤟🌸🤟
11/02/2025

সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার এক নিরন্তন চেষ্টা।
🤟🌸🤟

24/01/2025

১৫আগষ্ট সর্বপ্রথম গুলি চালায়
শেখ কামালের স্ত্রী সুলতানা
বাণীতে:রাশেদ চৌধুরী

বদ্দাআজকে আমার মন ভালো নেই।
17/01/2025

বদ্দা
আজকে আমার মন ভালো নেই।

আওয়ামী লীগের চরিত্র
11/01/2025

আওয়ামী লীগের চরিত্র

09/01/2025

এটা
কোন কথা
মনুরা

08/01/2025

দুই আপা ছাড়া প্রথম
রাত
০৮/০১/২০২৫
রোজ বুধবার।

07/01/2025

ইংরেজিতে কথা বলতে পারতেন না শেখ মুজিব
আর
জিয়াউর রহমান বাংলায় কথা বলতে পারতেন না
মেজর ডালিম

Address

Hatibandha

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohag Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sohag Vai:

Share