
16/06/2025
🔴 *১৭ বছরে কখনও দেখিনি মাঠে, আর এখন নেতার পাশে ছবি তুলে নেতা সাজার চেষ্টা!*
📸 ঈদ পুনর্মিলনীতে হাস্যোজ্জ্বল মুখে ছবি, যেন আন্দোলনের সময় অনেক নির্যাতিত ছিলেন!
🤔 অথচ আমরা জানি,
👉 আন্দোলনের সময় আপনি ছিলেন না,
👉 বিএনপির একটি কর্মসূচিতেও ছিলেন না,
👉 রাজপথের গরম চুলকানি লাগেনি,
তবুও এখন *নেতা-নেতা ভাব* ধরে সামনের সারিতে জায়গা নেওয়ার চেষ্টা করছেন!
🔥 মনে রাখুন,
*১৭ বছরের আন্দোলনের মাস্টারমাইন্ডদের ছায়াও আপনি হতে পারবেন না!*
🎯 আন্দোলন রক্ত, ঘাম আর ত্যাগের নাম।
📢 ছবিতে নয়, মাঠে ছিল যারা — তারাই প্রকৃত সৈনিক।
✊ নেতা সাজা যায় ছবি তুলে,
কিন্তু নেতা হওয়া যায় ত্যাগে, শ্রমে, সাহসে।
📍তাই সবাইকে বলবো,
**চেনা লোক চেনা থাকুক,
আসল আর নকল যেন গুলিয়ে না যায়!**
📌 আন্দোলনের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।
❤️ ধানের শীষের সৈনিকরা ইতিহাস গড়েছে, ছবি নয়!
#আন্দোলনেরসৈনিক #ছবিনেতা_না #বিএনপি #১৭বছরেরত্যাগ #রাজপথেরযোদ্ধা #সত্যবলাই_সাহসেরকাজ 💥✊📢🇧🇩