Md Alamin A02

  • Home
  • Md Alamin A02

Md Alamin A02 Hello i am Md Alamin A02 everyone will follow my page i will upload new videos every day thank you
(19)

বেনুয়ারচর নদী।অনেক সুন্দর একটা দৃশ্য
03/09/2025

বেনুয়ারচর নদী।অনেক সুন্দর একটা দৃশ্য

28/08/2025

নিজের সবটুকু দিয়েও আমরা

মানুষের মনে জায়গা করতে পাড়ি না।💔

25/08/2025

মাটির তৈরি মানুষ..

মাটির উপর দাঁড়িয়ে মাটিকে ময়লা বলে.!😥💔

17/08/2025

ভেঙে পড়ার কিছু নেই, একা বাঁচতে শিখো, চিরদিন কেউ পাশে থাকে না।

"বাবা, আপনি চলে গেছেন ঠিকই, কিন্তু আপনার অভাব প্রতিটি নিঃশ্বাসে টের পাই। এই জীবন আর আগের মতো স্বাভাবিক লাগে না।""যেদিন থ...
08/08/2025

"বাবা, আপনি চলে গেছেন ঠিকই, কিন্তু আপনার অভাব প্রতিটি নিঃশ্বাসে টের পাই। এই জীবন আর আগের মতো স্বাভাবিক লাগে না।"

"যেদিন থেকে আপনাকে হারিয়েছি, সেদিন থেকে নিজের ছায়াটাও কেমন যেন অপরিচিত মনে হয়। আপনার অভাব আজও বুকের গভীরে বাজে।"

"সবাই বলে সময় কষ্ট কমিয়ে দেয়, কিন্তু বাবার না থাকা কোনোদিনও স্বাভাবিক হয়নি আমার কাছে।"

"বাবা ছাড়া জীবন মানে শূন্য একটা খোলা আকাশ- আছে শুধু নিঃসঙ্গতা, না আছে দৃষ্টি, না আছে আশ্রয়।"

"যে কাঁধে ভর করে হেঁটে শিখেছিলাম, সেই কাঁধ আজ মাটির নিচে- চোখ ভিজে যায় প্রতিবার মনে পড়ে।"

“বাবা, আপনার স্নেহ, পরিশ্রম আর নিঃস্বার্থ
ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। আজ সেই উপহারটাই নেই আমার পাশে।"

"এই শহরের হাজারো আলো আমার মনকে কখনো আলোকিত করতে পারে না, কারণ বাবা আপনি নেই বলে সব অন্ধকার লাগে।"

"আজও ভুলে যাই আপনি নেই, ফোনটা হাতে নিই... ভাবি কথা বলব, তারপর আবার সেই অন্ধকার বাস্তবতা কাঁদিয়ে দেয়।”

"জীবনের প্রতিটা সমস্যায় আজও বাবার উপদেশ খুঁজি। কিন্তু যাকে সবচেয়ে বেশি দরকার, তিনিই আজ পৃথিবীতে নেই।"

"আপনার চলে যাওয়াটা শুধু মৃত্যু নয়, এটা আমার ভেঙে পড়া পৃথিবীর গল্প। আজও মনের গভীরে আপনার জন্য অশ্রু জমে থাকে।"

"সবাই বলে পিতা আকাশের মতো। এখন বুঝি, সেই আকাশটাই আজ আমার জীবনে নেই-
শুধু শূন্যতা, কষ্ট আর দীর্ঘশ্বাস।"

"বাবার ভালোবাসা ছিল ছায়ার মতো, সবসময় রক্ষা করত। আজ সেই ছায়া নেই, তাই জীবনের রোদটা খুবই তীব্র লাগে।"

"জীবনের প্রতিটি পদক্ষেপে বাবার সাহস লাগত, আজ সেই সাহসটাও যেন চলে গেছে তাঁর সাথেই।"

"আপনার অনুপস্থিতি আমার জীবনে একটা অস্পষ্ট দাগ হয়ে আছে- যা কোনোদিন মোছা যাবে না, শুধু অনুভব করেই কাটে দিন।”

"বাবা, আপনার মুখটা চোখে ভাসে, আপনার ডাকটা কানে বাজে, কিন্তু আপনি আসেন না। এই না আসাটাই সবচেয়ে কষ্টের।"

"বাবা, তোমার না থাকার অভাবটা প্রতিদিন আরও গভীর হয়। এই পৃথিবীতে হাজারো মানুষের ভিড়েও আমি যেন অসহায় একা হয়ে যাই-কারণ আমার ছায়াটা আজ নেই।"
"তুমি চলে গেছো, কিন্তু রেখে গেছো হাজারো স্মৃতি। যখনই কষ্ট পাই, চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে ওঠে। জানি না, কেমন আছো, কিন্তু আমি এখানে প্রতিদিন ভেঙে পড়ি তোমাকে ছাড়া।”

"বাবা, সবাই বলে সময় সব কষ্ট ভুলিয়ে দেয়। কিন্তু আমি তো প্রতিদিন তোমার অভাবেই কাঁদি। তুমি ছিলে আমার জীবনের সাহস, আজ সেই সাহসটাই যেন হারিয়ে গেছে।" #

29/07/2025

যে আজ মিথ্যা বলে সুখ পায়,

সে একদিন সত্য বলতে গিয়ে কাদবে..!!

28/07/2025

মাটির তৈরি মানুষ মাটির উপরে দাড়িয়ে মাটি'কেই ময়লা বলে.!😥

24/07/2025

মানুষ হলো বহুরূপী;

স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়.💔🥲.

20/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

12/07/2025

সুন্দর মানুষের থেকে,

বিশ্বস্ত মানুষ অনেক দামি..!🥲💔

• Today's the best Photo 🕋💝Please follow me🙏🤲🙏•🔴 Beautiful🕋                                                             ...
09/07/2025

• Today's the best Photo 🕋💝
Please follow me🙏🤲🙏
•🔴 Beautiful🕋














































 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️প্লিজ পেইজটি ফলো করে দিন🙏দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্...
09/07/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️
প্লিজ পেইজটি ফলো করে দিন🙏
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি

Address


Telephone

+8801994594087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamin A02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Alamin A02:

  • Want your business to be the top-listed Media Company?

Share