Trendy News World

  • Home
  • Trendy News World

Trendy News World নিত্য নতুন সকল ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

22/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত Trendy News World #বিমানবিধ্বস্ত #উত্তরামাইলস্টোনস্কুলএন্ডকলেজ #উত্তরায়

18/07/2025
14/07/2025

অ্যামাজন জঙ্গল নিয়ে চঞ্চল্যকর তথ্য #অ্যামাজন

ভিডিওটি ইউটিউবে গিয়ে দেখে আসুন
12/07/2025

ভিডিওটি ইউটিউবে গিয়ে দেখে আসুন

বাংলাদেশের ইতিহাসে এক চরম পর্যায়ের মুখোমুখি লালচাঁদ সোহাগ তার মৃত্যুতে আমরা শোকাহত এটার যথাযথ বিচার না হওয়ার ....

আল্লাহ ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
12/07/2025

আল্লাহ ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

01/11/2024

#আজকের_খুতবা
#উস্তাদ_আব্দুল_মালেক_দামাত_বারাকাতুহু

জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের আজকের জুমার বয়ানের সারাংশ৷
খতীব: মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ।
১লা নভেম্বর ২০২৪

হামদ ও সানার পর বয়ানের শুরুতে তিনি জুমার দিনের ফজিলত আলোচনা করেন। এরপর বলেন, রাসুলুল্লাহ সাঃ তার অধিকাংশ খুতবার শুরুতে তাকওয়া বিষয়ক কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন। এরমধ্যে সুরা আলে ইমরান, নিসা, আহযাব ও হাশর অন্যতম। আজকে সুরা হাশরের আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আয়াতের শুরু করেছেন 'হে মুমিনগণ' বলে। এটি অত্যন্ত মোহাব্বত ও আবেদনপূর্ণ আহবান। এই আহ্বানের মাধ্যমে তিনি মুমিনদেরকে ঈমানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। ঈমানের অন্যতম দিকনির্দেশনা হলো, তাকওয়া অর্জন করা।

তাকওয়া মানে কি, তাকওয়া হচ্ছে আল্লাহর নেয়ামতকে স্মরণ করে, তার সামনে উপস্থিত হওয়ার বিষয়কে মনে ধারণ করে, আল্লাহর নির্দেশিত সকল বিধান পালন করা এবং নিষেধকৃত সকল কাজ থেকে বিরত থাকা।

তাকওয়া মানে শুধু ভয় নয়, কারণ যে ভয়ের পরে করণীয় না থাকে তাকে তাকওয়া বলে না। আরবি
শব্দ ওয়াও, কাফ, ইয়া এই মূল ধাতুর অর্থই হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহর নিষেধকৃত সকল কাজ থেকে বেঁচে থাকা।

পাশাপাশি আল্লাহ এই আয়াতে মুমিনদেরকে কিয়ামত দিবসের জন্য কী প্রেরণ করেছে, তা চিন্তা করার আদেশ দিয়েছেন। মুমিনের আসল জীবন হচ্ছে আখেরাতে জীবন। এই আয়াতে আগামীকাল বলা হয়েছে, কারণ আখেরাতের দীর্ঘ জীবনের তুলনায় পুরো দুনিয়ার সময় একদিনের মতোই বা তার চেয়েও কম।

এজন্য প্রতিটি মুমিনের কর্তব্য হল, কবরে যাওয়ার আগে কবরের প্রশ্নের উত্তর তৈরি করে নিয়ে যাওয়া।
কবরে যে তিন প্রশ্ন করা হবে তার উত্তর শুধু মুখস্ত করে গেলেই হবে না, বরং যদি সত্যিকার অর্থে নিজের জীবনে তা বাস্তবায়ন করা যায় তাহলে আরবি না জানলেও কবরে গিয়ে আরবিতে উত্তর দেওয়া সম্ভব হবে।

কবরের প্রশ্ন সমূহের সারমর্ম হচ্ছে, আল্লাহর উপর বিশুদ্ধভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষনবী শ্রেষ্ঠনবী বিশ্বনবী মেনে তার জীবন বিধানকে বাস্তবায়িত করা। বেদাত এবং জাহিলিয়াতমুক্ত জীবন গঠন করা।

এরপর তিনি তাকওয়ার বিভিন্ন প্রকাশক্ষেত্রের মধ্যে থেকে দুইটি প্রকাশ ক্ষেত্র আলোচনা করেছেন।
প্রথম হলো, জুলুম থেকে বেঁচে থাকা। হাদিসে আল্লাহ রাসুল বলেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কারণ জুলুম কেয়ামতের দিন গভীর এবং অনেক অন্ধকারের কারণ হবে। 'একটি জুলুম' বা 'একটু জুলুম' যেটাই হোক না কেন, একজনের উপর জুলুম বা একাধিক ব্যক্তির উপর জুলুম সর্বক্ষেত্রেই জালেমের জন্য হবে, তার জীবনে কোন আলো থাকবে না।

জুলুমের অন্যতম প্রকাশক্ষেত্র হলো, দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া। বর্তমানে অন্যায়ভাবে সিন্ডিকেট করে যেভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে পুরো দেশের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে পূর্বে কখনোই এমন ছিল না। তারপরও দ্রব্যমূল্য বাড়ানো এবং এভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি কোন বাজারে অন্যায় ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের বড় জায়গায় বসিয়ে শাস্তি দিবেন।

আজকে যারা সিন্ডিকেট করছে তাদের অপরাধ চোর ডাকাত বা অর্থ আত্মসাৎকারীদের মতই ভয়ংকর এবং তাদের এই অতিরিক্ত উপার্জন পরিষ্কার হারাম।

তাকওয়ার দ্বিতীয় প্রকাশক্ষেত্র হলো, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আদম এবং হাওয়া থেকে তিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন।

তাই পুরুষের পুরুষ থাকা এবং পুরুষের জন্য আল্লাহর প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। নারীর জন্য নারী থাকা এবং নারী হিসাবে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ।

কোন পুরুষ নারীতে রূপান্তর হওয়া অথবা নিজেকে নারী মনে করা, অনুরূপভাবে কোন নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করা অথবা নিজেকে পুরুষ ভাবা হারাম এবং কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য। এল জি বি টি বা সমকামিতা একটি রুচিবিরুদ্ধ ঘৃণ্য অপরাধ। এই অপরাধকে সমর্থন কোন মুসলমান দিতে পারে না।

আজকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার কথা গণমাধ্যমে এসেছে, যতটুকু জানি বাংলাদেশ সরকার এখনো এই সিদ্ধান্ত নেননি। আমরা আশা করব সরকার এই সিদ্ধান্ত নিবেন না এবং এই মুসলিম দেশে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন না।

যে জাতিসংঘ ইজরায়েলের জুলুম থেকে ফিলিস্তিনের শিশুদের রক্ষা করতে পারিনি, যুদ্ধ বন্ধ করতে পারেনি এমনকি ঔষধ ও খাবার পর্যন্ত অনুরোধ করেও ঢুকাতে পারেনি তারা কিভাবে মানবাধিকারের কথা বলে...!
মানবাধিকার শিখতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে। আমরা রাসূলের আদর্শ নিজেরা বাস্তবায়ন করব এবং এর দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিব।

মহান আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন। আমিন।

সংগৃহীত।

12/10/2024

Sorry স্বেচ্ছায় আবেগ শেয়ার করার মত Person আমি না Boss🫶

10/10/2024

দুনিয়ার কিছুই যেন ভালো লাগছে না 😥أسعد الله قلبك

30/09/2024

একেতো গরিব তার ভেতরে আবার কালা 🖤🐈‍⬛

25/09/2024

এত বড় ঘটনা...


আমরা কেউ জানি না তাই একটু হ্যাশট্যাগ এ ক্লিক করে জেনে আসুন।

লেখক উবায়দুর রহমান হযাইফীতারমানে ইতিপূর্বে অপসারণ করা হয়নি? তাহলে লিখিত অপসারণ না করে কর্তৃপক্ষ কেনো অন্য খতীবদের সিডিউ...
22/09/2024

লেখক উবায়দুর রহমান হযাইফী

তারমানে ইতিপূর্বে অপসারণ করা হয়নি? তাহলে লিখিত অপসারণ না করে কর্তৃপক্ষ কেনো অন্য খতীবদের সিডিউল সাজালো, এবং কেনো অরাজকতা পরিস্থিতি তৈরী করলো? কেনো ক্বওমী অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হলো? অপসারণ করা না হলে সেই খতীব তো আসবেই, আইন বলে সে আসতে পারবে। কিন্তু পরিস্থিতি বলে আসতে পারবে না, সুতরাং তার মত ব্যক্তি যদিও এই মুহূর্তে ওখানে যাওয়াটা মস্ত বড় ভুল ছিলো বটে; কিন্তু ইতিপূর্বে তাকে লিখিত অপসারণ না করেই অন্য খতীবদের সিডিউল সাজানো, সিডিউল সাজিয়ে আবার তাকে নামায পড়ানোর জন্য আসতে বলা, এই সবগুলোর মাঝেই ক্বওমী অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কর্তৃপক্ষের ষড়যন্ত্রের আভাস যায়।

বানীতে,, উবায়দুর রহমান হুযাইফি,,

মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ এর আহব্বানে  দেশ ও জাতির চলমান পরিস্থিতি নিয়ে চলছে ওলামায়ে কেরাম এ...
21/09/2024

মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ এর আহব্বানে দেশ ও জাতির চলমান পরিস্থিতি নিয়ে চলছে ওলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদদের ঐক্য সংহতি ও শীর্ষক ১২০ আসনীয় জাতীয় পরামর্শ সভা চলছে।
আল্লাহ তা'য়ালা উক্ত পরামর্শ সভায় ভরপুর কামিয়াবী দান করুন আমিন।

যারা যারা উপস্থিত আছেন :
🔷মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান সভাপতিত্বে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন
🔶আল্লামা সাজিদুর রহমান,
🔶মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব
চরমোনাই
🔶মুফতি মিজানুর রহমান সাঈদ,
🔶 মুফতী জাফর আহমাদ,
🔶মাওলানা মাহফুজুল হক,
🔶মুফতি সৈয়দ ফয়জুল করীম,
🔶অধ্যক্ষ ইউনুস আহমাদ,
🔶 আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী,
🔶 মুফতি মোহাম্মদ আলী,
🔶মাওলানা উবায়দুর রহমান খান নদভী,
🔶 মাওলানা গাজী আতাউর রহমান,
🔶মাওলানা মহিউদ্দিন ইকরাম,
🔶মাওলানা মুজিবুর রহমান হামিদী,
🔶মাওলানা মুস্তাকুন্নবী সাহেব
🔶মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী,
🔶মাওলানা আব্দুল আউয়াল (নারায়নগঞ্জ)
🔶মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী,
🔶মুফতি কেফায়াতুল্লাহ আযহারী,
🔶মাওলানা আবু জাফর কাসেমী,
🔶মাওলানা মুহিউল ইসলাম বুরহান,
🔶মাওলানা নুরুল ইসলাম (গাজীপুর),
🔶 মাওলানা আলী আহমাদ (পীর সাহেব চণ্ডিবর্দি), 🔶মাওলানা শওকত হোসেন সরকার,
🔶মাওলানা নুরুল হুদা ফয়েজী,
🔶মাওলানা মাসউদুল করীম,
🔶মাওলানা ওবায়দুল্লাহ হামযা,
🔶মাওলানা বোরহানুদ্দীন রাব্বানী,
🔶মাওলানা আনওয়ারুল হক,
🔶মুফতি মাওলানা গোলামুর রহমান,
🔶 শহীদুল আনওয়ার সাদী,
🔶মাওলানা আশরাফ আলী,
🔶 মাওলানা রশীদ আহমদ,
🔶মাওলানা আবু তাহের নদভী,
🔶মুফতি সোহাইল প্রমুখ।

Address


Telephone

+8801993051914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trendy News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trendy News World:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share