21/07/2025
ঢাকার উত্তরা এলাকায় আজ দুপুর ১টা ৬ মিনিটের দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট—চায়নামেড F‑7 BGI—উড্ডয়ন করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম সাগর নিহত হন । এছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১৮–২০ জন, যাদের মধ্যে অন্তত এক তৃতীয় শ্রেণির ছাত্র রয়েছে। আহত হয়েছেন প্রায় ১৬০–১৭১ জন, অনেকের মুখে ব্যাপক দগ্ধের চিকিৎসা চলছে ।
ঘটনার মূল পয়েন্টগুলো:
বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঘটনার সময় পাইলট জনবহুল এলাকা থেকে বিমানকে সরিয়ে তুলতে চেষ্টারত ছিলেন ।
যুদ্ধজেটটি স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হলে ভয়াবহ আগুন লাগার পাশাপাশি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, এতে স্কুলের ভবনও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় ।
উদ্ধারকাজে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ প্রায় ৫০ ইউনিট কাজ করেছে । আহতদের হেলিকপ্টার, রিকশা ও অন্যান্য যানবাহনে হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, সেখানে জরুরি হটলাইনও চালু করা হয়েছে ।
সরকারের নির্দেশে আগামীকাল (মঙ্গলবার) জাতীয় শোক দিবস পালন করা হবে; দেশের সরকারি ও আধাসরকারিক ভবনে পতাকা অর্ধনমিত থাকবে ।
প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত মহিউদ্দিন চৌধুরী (মুহাম্মদ ইউনূস) গভীর শোক প্রকাশ করেছেন ও পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ।
🕊️ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর
আজ দুপুরে উড্ডয়ের পর মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমানটির একমাত্র উদেহিত ছিলেন তিনি ।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়; তবে সেখানেই মৃত্যু হয় ।
বিমানবাহিনী জানিয়েছে, তিনি জনবহুল এলাকা থেকে বিমান সরিয়ে সংখ্যা কম জনবসতি এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন ।
এই দুর্ঘটনা বাংলাদেশের বিমান দূর্ঘটনায় বর্ষের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে। এখনো আহতদের মাঝে অনেকে সংকটাপন্ন, এবং বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান চালিয়ে আহতদের যত্ন ও নিহতদের পরিবারে সমবেদনা পাঠানো হচ্ছে।