এসো সখি জ্যোতস্নায় করি স্নান ।

  • Home
  • এসো সখি জ্যোতস্নায় করি স্নান ।

এসো সখি জ্যোতস্নায় করি স্নান । Writings that express the voice of your heart .........................................................................

12/11/2023

তুমি তরুণ হও অথবা বৃদ্ধ হও। মৃত্যু হঠাত করেই আসবে। এ জীবন দুই দিনের। এই ক্ষণস্থায়ী জীবনে আত্মদাম্ভিকতা করোনা। মানুষের সাথে খারাপ ব্যবহার করোনা। আল্লাহ অহংকার ঘৃণা করেন আর তা আল্লাহ পবিত্র কোরানে স্পষ্ট ভাবে বলেছেন। তাই মনে অহংকার আর দাম্ভিকতা থাকলে আল্লাহর ভালোবাসা বা দয়া পাওয়ার আশা করোনা। বড়দের শ্রদ্ধা এবং সম্মান করো। ছোটদের স্নেহ করো ও ভালোবাসো। এটা আমাদের নবী বলেছেন। যারা অতীতে তোমাকে ভালোবসেছে তাদের কে ভালো প্রতিদান দাও, তাদের সাথে সুন্দর ব্যবহার করো।

যখন তুমি মরে যাবে তখন তোমার ভালো ব্যবহার'ই মানুষের চোখে পানি আনবে আর মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করবে। যেন কোন ইবাদাত থেকে সুন্দর ব্যবহার আল্লাহ এবং তার রাসুলের কাছে বেশি প্রিয়। আর তাই নবীজি বলেছেন, কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে মানুষের সুন্দর চরিত্রের।

শুনেছি আমারে ভালোই লাগেনা,নাই বা লাগিলো তোর।কঠিন বাঁধনে চরণ বেড়িয়াচিরকাল তোরে রবো আঁকড়াইয়ালোহার শিকল-ডোর। তুইতো আমার বন্...
07/10/2023

শুনেছি আমারে ভালোই লাগেনা,
নাই বা লাগিলো তোর।
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রবো আঁকড়াইয়া
লোহার শিকল-ডোর।

তুইতো আমার বন্ধী অভাগী,
বাঁধিয়াছি কারাগারে
প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে,
দেখি কে খুলিতে পারে।

__রবীন্দ্রনাথ ঠাকুর।

21/09/2023

আমি মানুষকে বদলে যেতে দেখেছি। লোভে পড়ে বন্ধুকে বন্ধুর বুকে ছুরি চালাতে দেখেছি। ক্ষমতা পেয়ে সরল সুন্দর মানুষটার হিংস্র হয়ে উঠা দেখেছি। অবশেষে জেনেছি, মানুষ উন্নত প্রজাতির পশু ছাড়া কিছু নয়।

আফজাল হোসেন আদিত্য।
২১-০৯-২০২৩.

02/09/2023

যদি সংকল্প দৃঢ় হয়, অনুপ্রেরণার হয়না প্রয়োজন
মর্ম মাঝে যদি থাকে অদম্য মনোবলের আয়োজন।
তবেই গন্তব্য বিজয়, কিছুই আটকাতে পারেনা
মানুষের নিন্দা, হাসাহাসি কোন কাজেই আসেনা।

আফজাল হোসেন আদিত্য।
০২-০৮-২৩.

27/08/2023

মানুষ হও, মানুষ হওয়াটাই চরম স্বার্থকতা। মানুষ না হলে, জীবন বিফলে গেলো। মানুষ না হয়ে, প্রচুর অর্থ প্রাচুর্যের মালিক হলেও এ জীবনে পুরো ব্যর্থ তুমি।

আফজাল হোসেন আদিত্য।
২৭-০৮-২০২৩.

25/08/2023

ভয়ানক তেতুল গাছ।
আফজাল হোসেন আদিত্য।

রাত দুইটা দুই বাজে, ঘড়ির দিকে থাকিয়ে সময় দেখলেন কুহীন মিয়া। সময় দেখে আজ আর তার ভুরু কুচকালো না। কারণ বেশ ক' রাত থেকে তার আকস্মিক ঘুম ভাঙ্গে আর সময় তখন ঠিক দুইটা দুই বাজে। ঠিক একই সময়ে কেন ঘুম ভাঙ্গে এ জন্যে তিনি প্রথমে খুব অবাক হলেও এখন আর হন না। রহস্যঘেরা এই পৃথিবীতে বৈজ্ঞানীক ব্যাখ্যা দেয়া যায়না এমন অনেক ঘটনাই ঘটে, তিনি মেনে নিয়েছেন তার একই সময়ে, মধ্য নিশিতে এই ঘুম ভাঙ্গাটাও প্রকৃতির এক অদ্ভুত রহস্য। আর তাই কখনো দুইটা বাজে তিন মিনিট হয়না, দুইটা দুই ই বাজে যখন তার অপ্রত্যাশিত ঘুম ভাঙ্গে গভীর রজনীতে। তিনি দু'তিন রাত ঘুমের বড়ি খেয়ে চেষ্টা করেছেন যাতে ঘুম না ভাঙ্গে, তবু সেই ঘুম ভেঙ্গে যায়। আজ খুব গরম পড়েছে আর ইলেক্ট্রিসিটিও নেই, সৌর বিদ্যুতের ফ্যানটার বাতাশ খুব একটা লাগছেনা, কুহীন মিয়ার ঘুম আসছেনা। তিনি ঘর থেকে বেরিয়ে এই গভীর নিশিতে তার বাড়ির পিছন দিকে যেতে লাগলেন, যেখানে অনেক গাছপালা আছে আর ভালো বাতাশও থাকে সব সময়, প্রায় দুইশ বছরের পুরোনো প্রকান্ড একটি তেতুল গাছও আছে সেখানে , দিনের বেলাও এই গাছের কাছে যেতে বাড়ির অন্যান্য সদস্যরা ভয় পান। অনেকে নাকি এই গাছে অনেক অদ্ভুত কিছু দেখেছে। কেউ কেউ দেখেছে লাল কাপড় পড়া এক তরুণী পা দুলিয়ে উচু এক ঢালে বসে আছে আর তেতুল খাচ্ছে। যখন গাছে তেতুল থাকেনা তখনও অনেকে নাকি দেখেছে লাল কাপড় পড়া মেয়েটি পা দুলিয়ে তেতুল খাচ্ছে। দিনের বেলায় কেউ কোনদিন দেখেনি, সবাই দেখেছে রাতের বেলা, গভীর রাতে। কুহীন মিয়া এগুলো কোনদিন বিশ্বাস করেন নি, আর তাই এই নির্জন নিশিতে তিনি প্রকৃতির বাতাশ উপভোগে যাচ্ছেন সেই দুইশত বছরের পুরোনো ভয়ানক প্রকান্ড তেতুল গাছের কাছে ........... to be continued.

২৫-০৮-২০২৩.

23/08/2023
22/08/2023

পাবোনা জেনেও তোমার পানে মুগ্ধ হয়ে তাকাই
তোমার অজান্তেই তোমায় গভীর ভালোবেসে যাই।
কস্মিন কালেও তোমার আমার মিল হবেনা জানি
তবু অহর্নিশি কিসের টানে হৃদয়ের এত টলমলানি।

অরণ্য আরমান।

Address


Telephone

+8801648736323

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো সখি জ্যোতস্নায় করি স্নান । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসো সখি জ্যোতস্নায় করি স্নান ।:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share