12/11/2023
তুমি তরুণ হও অথবা বৃদ্ধ হও। মৃত্যু হঠাত করেই আসবে। এ জীবন দুই দিনের। এই ক্ষণস্থায়ী জীবনে আত্মদাম্ভিকতা করোনা। মানুষের সাথে খারাপ ব্যবহার করোনা। আল্লাহ অহংকার ঘৃণা করেন আর তা আল্লাহ পবিত্র কোরানে স্পষ্ট ভাবে বলেছেন। তাই মনে অহংকার আর দাম্ভিকতা থাকলে আল্লাহর ভালোবাসা বা দয়া পাওয়ার আশা করোনা। বড়দের শ্রদ্ধা এবং সম্মান করো। ছোটদের স্নেহ করো ও ভালোবাসো। এটা আমাদের নবী বলেছেন। যারা অতীতে তোমাকে ভালোবসেছে তাদের কে ভালো প্রতিদান দাও, তাদের সাথে সুন্দর ব্যবহার করো।
যখন তুমি মরে যাবে তখন তোমার ভালো ব্যবহার'ই মানুষের চোখে পানি আনবে আর মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করবে। যেন কোন ইবাদাত থেকে সুন্দর ব্যবহার আল্লাহ এবং তার রাসুলের কাছে বেশি প্রিয়। আর তাই নবীজি বলেছেন, কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে মানুষের সুন্দর চরিত্রের।