10/05/2025
Benfica বনাম Sporting – আজ রাতেই লিসবনে শিরোপার যুদ্ধ!
যারা পর্তুগিজ লিগ ফলো করেন, তাদের জন্য আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। Benfica আর Sporting – লিসবনের দুই দানব দল আজ মুখোমুখি হচ্ছে এমন একটা সময়ে, যখন দুই দলের পয়েন্টই সমান – ৭৮! মানে আজ যে জিতবে, তারাই এক ধাপ এগিয়ে যাবে শিরোপার দৌড়ে।
Sporting প্রথম লেগে ১-০ তে জিতেছিল, তাই তাদের জন্য আজ ড্র করলেই সুবিধা। আর Benfica যদি শিরোপা চায়, তাহলে আজ ২ গোলের ব্যবধানে জিততেই হবে!
এক গোলে জিতলেও হবে, তবে তখন সবকিছু নির্ভর করবে শেষ ম্যাচের উপর।
এই ম্যাচ শুধু একটা Derby না, এটা গর্বের ব্যাপার। Di Maria হয়তো আজই ইউরোপে তার শেষ Derby খেলবে। অন্যদিকে Sporting এর Viktor Gyokeres এখন এমন ফর্মে আছে যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।
ম্যাচ ইনফো:
⏰ সময়: রাত ১১টা (বাংলাদেশ সময়)
🏟️ ভেন্যু: Estádio da Luz (Benfica’র হোম)
Benfica’র জন্য এটা ‘জিতো অথবা বিদায়’ টাইপের ম্যাচ। অন্যদিকে Sporting যদি আজ একটু ঠাণ্ডা মাথায় খেলে, ওদের শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
আমি তো এক্সাইটেড! টিভির সামনে বসে পরবো রাত ১১টা থেকে।