
28/09/2024
শাহজাদপুর, সিরাজগঞ্জের স্থানীয় তাত, লুংগী, গামছা ও কাপড় উৎপাদন শিল্পকে উৎসাহিত করার জন্য দেশের অন্যতম বৃহৎ রঙ ও রাসায়নিক উৎপাদনকারী ও বিতরণকারী প্রতিষ্ঠান ডাইসিন গ্রুপ আজ শাহজাদপুরে একটি বিক্রয় কেন্দ্র উদ্ভোদন করেন। বিক্রয় কেন্দ্রে খুচরা পর্যায়ে কাপড় ও সুতা রঙ করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক কিনতে পাওয়া যাবে। গ্রামগঞ্জের ও মফস্বল শহরের শিল্প কারখান গড়ে উঠলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আরও টেকসই হবে বলে এই সংস্লিষ্ট মানুষরা মনে করছে।