
16/07/2025
আচ্ছা একটা কথা বলুন তো, সম্পর্কের বয়স বাড়লে আপনারা ব্যস্ত হয়ে যান কেন? প্রিয় মানুষটিকে সস্তা ভাবেন কেন? এত বোরিং হয়ে যান কেন?
রোজ নিয়ম করে তার সাথে দুচারটা সাংসারিক কথা বললেন...ব্যাস, এতেই শেষ! কেন? মাঝেমাঝে হুটহাট কল দিয়ে বলতে পারেন না "আমি তোমাকে মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে।" কিংবা সহজ ভাষায় বলে দিতে পারেন, "ভীষণ ভালোবাসি তোমাকে।"
সম্পর্কের যত্ন নিতে শিখুন। শখের মানুষটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখুন। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হল অবহেলা। সময় থাকতে কদর করুন, হারিয়ে ফেলার পর আর কখনোই ফিরে পাবেন না তাকে।
সম্পর্ক সুন্দর রাখতে বেশি কিছুর প্রয়োজন হয় না, দরকার একটু গুরুত্বের। কারণ গুরুত্ব কমে গেলেই দূরত্ব বেড়ে যায়!🖤🥀