Rubel Kawnine

  • Home
  • Rubel Kawnine

Rubel Kawnine I am a politician who believes in Bangladeshi nationalism and my aim is to do good for the common man

"আলমডাংগাবাসী হারালো আরেকজন উজ্জ্বল নক্ষত্র কে" আলমডাঙ্গা রথতলা নিবাসী বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে অন্যতম উত্তরা গ্রুপ ...
18/09/2025

"আলমডাংগাবাসী হারালো আরেকজন উজ্জ্বল নক্ষত্র কে"
আলমডাঙ্গা রথতলা নিবাসী বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে অন্যতম উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নধর জনাব গিরিধারী লাল মোদি কাকা (৭৮) আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইহকালের মায়া ত্যাগ করেছেন।

শিল্পপতির পাশাপাশি গিরিধারী লাল মোদি কাকা একজন দাতা ও সমাজসেবী হিসেবে সারাদেশে পরিচিত। এলাকার পাশাপাশি দেশের নানান স্থানে তিনি বহু জনহিতকর কাজ করেছেন। আলমডাঙ্গা কালীমন্দির নির্মাণ, আলমডাঙ্গার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পুননির্মাণ, আধুনিকায়নকরণ তাঁরই অবদান। আলমডাঙ্গার নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন তার হাত ধরেই শুরু হয়েছিলো তিনি এই নামযজ্ঞ অনুষ্ঠানে মোটা অংকের চাঁদা প্রদানের পাশাপাশি অনুষ্ঠান আয়োজন ও নিজে উপস্থিত থেকে তদারকিতে সার্বিকভাবে জড়িত থাকেন। অর্থ-বস্ত্র দান খয়রাতেও তাঁর উদার মনের পরিচয় মেলে।

ব্যক্তিজীবনে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

এলাকার বিশিষ্ট শিল্পপতি ও কিংবদন্তি গিরিধারী লাল মোদি কাকার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারবর্গের গভীর সমবেদনা জানাচ্ছি।

“২০০১ সালের পরে দেশে আর কোনো সুষ্ঠু ভোট হয়নি । অথচ এই দুই যুগে কমপক্ষে ৫ কোটি নতুন ভোটার এড হয়েছে।আমাদের প্রানপ্রিয় দল ...
11/09/2025

“২০০১ সালের পরে দেশে আর কোনো সুষ্ঠু ভোট হয়নি । অথচ এই দুই যুগে কমপক্ষে ৫ কোটি নতুন ভোটার এড হয়েছে।আমাদের প্রানপ্রিয় দল বিএনপি কি এই জেনারেশন গ‍্যাপ বুঝতে পেরেছে? এই তরুনদের সাথে কানেক্ট করতে পেরেছে কি? তাদের ডিমান্ড, চাওয়া এবং প্রাপ্তি, কিংবা অপছন্দ কি বুঝতে পেরেছে? তাঁদের সাথে পা মিলিয়ে চলতে পারছে কি? যেমন জুলাই আন্দোলনে আমি এদের সাথে কিছুটা হলেও কাজ করেছি, এখন আগামীতে এই নতুন প্রজন্মকে এড্রেস করতে আমাদের দল বিএনপি কে আপডেটেড হতে হবে, দরকারী সংস্কারগুলো দ্রুত করতে হবে।যারা ভাবেন মার্কা হলেই বাক্স ভরে যাবে সেই দিন বাঘে খাইছে।এখন শুধু মার্কা হলেই হবে না যিনি প্রার্থী হবেন তিনার স্বচ্ছ ভাবমূর্তি, শিক্ষাগত যোগ্যতা,উনার ক্লিন ইমেজ বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আমাদের দল যত দ্রুত জেনারেশন গ্যাপ ফিলাপ করতে পারবে তত কামিয়াবী হবে॥”

25/08/2025

“ক্ষমতা হলো আগুনের মতো—
যদি নিয়ন্ত্রণ হারাও, পু’ড়িয়ে ফেলবে;
যদি সঠিকভাবে ব্যবহার করো, আলো দেবে, অহংকারে ভরা ক্ষমতা মানুষকে একা করে দেয়।”

Address


Telephone

+8801712879214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Kawnine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Kawnine:

  • Want your business to be the top-listed Media Company?

Share