Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh

  • Home
  • Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh

Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলিম অন্বেষণ করা ফরজ।

08/05/2025

আলহামদুলিল্লাহ আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ। শিক্ষা বোর্ডে সানী নজরে সানাবিয়া উলয়াতে একটি, ইবতেদায়ী পঞ্চম বর্ষে একটি মোট দুটি মমতাজ পেয়েছে।
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
আল্লাহ তাআলা সকলের মেহনত কে কবুল করুন।

Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট এর  ইফতিতাহী দারস সম্পন্ন। -------খলীফায়ে মাদানী...
16/04/2025

Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট এর ইফতিতাহী দারস সম্পন্ন।
-------
খলীফায়ে মাদানী আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর নির্দেশ ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত সিলেটের নন্দিত প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম একাডেমিক ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে। ধীরে ধীরে আপন লক্ষ পানে এগিয়ে চলেছে। শিক্ষা দীক্ষার মানোন্নয়নে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে।
আল্লাহ পাকের অশেষ কৃপায় এবং আসাতিযায়ে কেরামের দিবানিশি ঘামঝরা মেহনতের বদৌলতে বিভিন্ন বোর্ডের মারকাযী ইমতিহানে বরাবরের ন্যায় এবারো জামিয়া ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ৭ টি সিরিয়াল ও ৩৮ টি মুমতায অর্জন করে জামিয়া তার চিরায়ত সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। ফালিল্লাহিল হামদু ওয়াস সানা। আল্লাহ পাক জামিয়ার এই অর্জনকে অব্যাহত রাখুন। আমীন!
আজ জামিয়ার ত্রয়োদশ শিক্ষাবর্ষের ইফতিতাহী দারস অনুষ্ঠিত হলো। জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শায়েখ মুফতী মুতীউর রহমান চৌধুরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতিতাহী অনুষ্ঠানে দারস প্রদান করেন জামিয়ার অভিভাবকমণ্ডলির সদস্য ও অতিথি উস্তায, দারুল উলূম দেওবন্দ ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের সূর্যসন্তান, জামিয়া দারুল কুরআন সিলেট এর স্বনামধন্য শায়খুল হাদীস মুফতী এহতেশামুল হক ক্বাসিমী হাফিযাহুল্লাহ। ইফতিতাহী দারসের আগে ও পরে সকল ছাত্রদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। (হযরতের এই স্বারগর্ভ আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী পোস্টে পেশ করা হবে)। আজকের অনুষ্ঠানে জামিয়ার আসাতিযায়ে কেরামও অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরেন। আল্লাহপাক জামিয়ার সকল তালিবুল ইলমকে দীনের যোগ্য কাণ্ডারী ও প্রকৃত দায়ী হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন, আমীন!

ইফতেতাহী দরসJamia Hidayatul Islam Sylhet, Bangladesh জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট। হিজরী: ১৪৪৬/৪৭ | রোজ: বুধবারআলোর নত...
15/04/2025

ইফতেতাহী দরস
Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
হিজরী: ১৪৪৬/৪৭ | রোজ: বুধবার
আলোর নতুন ভোরে,
একটি বছর আবার শুরু হলো ইলমের পথে।
কোরআন-হাদীসের ছায়ায়, তাকওয়া ও তাযকিয়ার ছোঁয়ায়
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট আয়োজন করেছে
বরকতময় ইফতেতাহী দরস।

এই মজলিস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়,
এ এক আত্মশুদ্ধির আহ্বান,
যেখানে শব্দ নয়, আমলই মুখ্য—
আর নিয়্যাহই মূল পুঁজি।

যাত্রা শুরু হোক খালেস নিয়তের আলোয়,
ইলম, আমল ও আখলাকের সমন্বয়ে
নতুন বছর হোক রহমত ও নূরের সাক্ষাৎকার ইনশাআল্লাহ।

আমাদের সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু প্রিয় তালিবানে উলুমে নবুয়তের অপেক্ষায়,আগামীকাল খুলছে আপনার প্রিয়  প্রতিষ্ঠান জাম...
07/04/2025

আমাদের সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু প্রিয় তালিবানে উলুমে নবুয়তের অপেক্ষায়,আগামীকাল খুলছে আপনার প্রিয় প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
আল্লাহতালা সবকিছু সহজ করে দিন।

খলীফায়ে মাদানী আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর নির্দেশ ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত সিলেটের নন্দিত...
04/04/2025

খলীফায়ে মাদানী আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর নির্দেশ ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত সিলেটের নন্দিত প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট ধীরে ধীরে আপন লক্ষ পানে এগিয়ে চলেছে। শিক্ষা দীক্ষার মানোন্নয়নে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে।
আল্লাহ পাকের অশেষ কৃপায় এবং আসাতিযায়ে কেরামের ঘামঝরা মেহনতে আজাদ দ্বীনি এদ্বারা সহ অন্যান্য বোর্ডের মারকাযী ইমতিহানে বরাবরের ন্যায় এবারো জামিয়া ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ৭ টি সিরিয়াল ও ৩৮ টি মুমতায অর্জন করে জামিয়া তার চিরায়ত সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। ফালিল্লাহিল হামদু ওয়াস সানা। আল্লাহ পাক জামিয়ার এই অর্জনকে অব্যাহত রাখুন। আমীন!

📢 জামিয়া হিদায়াতুল ইসলাম – দ্বীনি শিক্ষার আলো ছড়ায় 📢✨ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কোথায়?একটি সঠিক সিদ্ধান্ত পারে তার ...
04/04/2025

📢 জামিয়া হিদায়াতুল ইসলাম – দ্বীনি শিক্ষার আলো ছড়ায় 📢

✨ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কোথায়?
একটি সঠিক সিদ্ধান্ত পারে তার জীবন বদলে দিতে! ইসলামী জ্ঞানের সঠিক পাঠ, আখলাক ও তাকওয়ার আদর্শ পরিবেশ, যেখানে গড়ে ওঠে আগামী দিনের যোগ্য আলেম, মুত্তাকি ও দীপ্তিমান ব্যক্তিত্ব!

🕌 কেন জামিয়া হিদায়াতুল ইসলাম?
✅ কুরআন-হাদিসের গভীর জ্ঞান
✅ তাফসির, ফিকহ ও আদবের বিশুদ্ধ শিক্ষা
✅ অভিজ্ঞ ও পরহেজগার উস্তাদগণের তত্ত্বাবধান
✅ পরিপূর্ণ ইসলামী পরিবেশ ও নৈতিকতার প্রশিক্ষণ
✅ দেশ ও উম্মাহর খেদমতে নিয়োজিত করার প্রতিশ্রুতি

📢 নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু!
আপনার সন্তানকে সত্যিকারের দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে আজই ভর্তি করান।

📅 ভর্তি চলছে: শাওয়াল মাস থেকে
📍 ঠিকানা: জামিয়া হিদায়াতুল ইসলাম
☎️ যোগাযোগ: [০১৭১০৪৬১৮১৭]

🔹 সঠিক দ্বীনি শিক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ! 🔹লিখছেন আবনায়ে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট
মাওলানা মুফতি Km Jubayer Ahmod

ক্বওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ: সচেতন অভিভাবক এবং প্রকৃত শিক্ষার্থীর করণীয়... আপনি একজন তালিবুল ইলম। নতুন শিক্ষাবর...
02/04/2025

ক্বওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ: সচেতন অভিভাবক এবং প্রকৃত শিক্ষার্থীর করণীয়...

আপনি একজন তালিবুল ইলম। নতুন শিক্ষাবর্ষে আপনি কোথায় ভর্তি হবেন, সে ব্যাপারে আপনি চিন্তিত?
আপনি স্বপ্নের ঠিকানা খুঁজছেন?
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে আপনাকে স্বাগতম।

আপনি একজন সচেতন অভিভাবক!
আপনার সন্তান/ভাই কিংবা নিকটাত্মীয় কাউকে মাদরাসায় ভর্তি করাবেন, কিন্তু কোথায় করাবেন, এতে
আপনি টেনশন ফিল করছেন?
আপনার ইচ্ছা আপনার সন্তান/ ভাই বা নিকটের কোন শিক্ষার্থী ভালো আলেম-হাফেজ হোক!
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট আপনার আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর।

দেওবন্দ ও দেওবন্দিয়তের চেতনা লালনকারী সাড়া জাগানো দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে আপনি আমন্ত্রিত।
যোগ্য আলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ তৈরীতে আপনার পছন্দের ঠিকানা হতে পারে আমাদের এ জামিয়া।
খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর নির্দেশে প্রতিষ্ঠিত এবং তাঁরই খলীফা ও শিষ্য, আদর্শ ছাত্র গড়ার সফল কারিগর, মুফতী শাহ মুতিউর রহমান চৌধুরী পরিচালিত সিলেটের বোর্ডসেরা নন্দিত প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিস সিলেট বিভাগসহ বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় বরাবরের মতো বোর্ড সেরা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জনকারী প্রতিষ্ঠান 'জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে'
কিতাব বিভাগে ইবতেদায়ী চতুর্থ - মুখতাসার ( সানাবিয়া উলয়া) জামাত।
এদাদী জামাত
আদর্শ নুরানি বিভাগ,
আদর্শ নাযারা বিভাগ
এবং আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ।মানসম্পন্ন হাফেজ দ্বারা পরিচালিত হিফয শাখা রয়েছে।
আগামী ৯ শাওয়াল, ১৪৪৬ হিজরী ২০২৫ঈ. মঙ্গলবার থেকে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
দক্ষ ও বিজ্ঞ, বোর্ড সেরা রেজাল্টধারী একঝাঁক মাহির আসাতিযার সার্বক্ষণিক তত্বাবধান আর মেহনতে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট দ্বাদশ বারের মতো সিলেটের অন্যতম সেরা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।
বিগত বছরগুলোতে ভালো ফলাফলের পাশাপাশি বোর্ডের সিরিয়াল প্রাপ্তিতেও জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট অনন্য এক এক নজির কায়েম করেছে।
এবছর কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় বোর্ডে সর্বমোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন মুমতাজ(A+) এবং ৭ জন ছাত্র সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছে।
বিভিন্ন বোর্ডের সম্মিলিত মেধাতালিকায় ২য়, ৩য় স্হানসহ অনেক মেধাবী শিক্ষার্থী বোর্ডের সিরিয়াল লাভ তথা বোর্ড স্ট্যান্ড করেছে।

অতএব একজন শিক্ষার্থীকে ভালো মানের হাফেজ, যোগ্য আলেম, শায়খুল ইসলাম মাদানী, শায়খুল হিন্দ, হাকিমুল উম্মত থানবী তথা উলামায়ে দেওবন্দের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে ভর্তি হওয়ার/ভর্তি করার আহ্বান জানাচ্ছি।

আহবানেঃ
মুফতী শাহ মুতিউর রহমান চৌধুরী
মুহতামিম, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
ক্যাম্পাস ঠিকানাঃ সিলেট নগরীর পূর্ব মিরাবাজার দাদাপীরের মাজার সংলগ্ন রায়নগর,সোনাপাড়া।

যোগাযোগঃ+8801710461817

Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh

#জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।

বরাবরের ন্যায় এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে সিলেটের নন্দিত প্রতিষ্ঠান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহি'র নির্দেশে প্...
29/03/2025

বরাবরের ন্যায় এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে সিলেটের নন্দিত প্রতিষ্ঠান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহি'র নির্দেশে প্রতিষ্ঠিত জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট। আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদশ সহ বোর্ডের ফাইনাল পরীক্ষায় জামিয়ার ৬২ জন ছাত্র অংশ গ্রহণ করে। ৭ টি সিরিয়াল, ৩৮ টি মুমতায এবং ১৯ টি প্রথম বিভাগ অর্জন করে জামিয়া তার চিরায়ত সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। ফালিল্লাহিল হামদ। আল্লাহ পাক জামিয়ার এই অর্জনকে অব্যাহত রাখুন। আমীন!

27/03/2025

আলহামদুলিল্লাহ
আজাদ দ্বীনী এদারা বোর্ড সম্মিলিত মেধা তালিকায় জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট
সা:উলয়ায় ৮ নাম্বার সিরিয়াল
সানা:আম্মাহ ৬ নাম্বার সিরিয়াল
ইব:পঞ্চম বর্ষে ৩ নাম্বার সিরিয়াল
বিস্তারিত পরে আসছে ইনশাআল্লাহ

24/03/2025

আলহামদুলিল্লাহ
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট হিফয ১৫ পাড়া গ্রুপে
৭,৮,৯,নাম্বার সিরিয়াল পেয়েছে।

Address


Telephone

+8801710461817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share