02/04/2025
ক্বওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ: সচেতন অভিভাবক এবং প্রকৃত শিক্ষার্থীর করণীয়...
আপনি একজন তালিবুল ইলম। নতুন শিক্ষাবর্ষে আপনি কোথায় ভর্তি হবেন, সে ব্যাপারে আপনি চিন্তিত?
আপনি স্বপ্নের ঠিকানা খুঁজছেন?
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে আপনাকে স্বাগতম।
আপনি একজন সচেতন অভিভাবক!
আপনার সন্তান/ভাই কিংবা নিকটাত্মীয় কাউকে মাদরাসায় ভর্তি করাবেন, কিন্তু কোথায় করাবেন, এতে
আপনি টেনশন ফিল করছেন?
আপনার ইচ্ছা আপনার সন্তান/ ভাই বা নিকটের কোন শিক্ষার্থী ভালো আলেম-হাফেজ হোক!
জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট আপনার আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর।
দেওবন্দ ও দেওবন্দিয়তের চেতনা লালনকারী সাড়া জাগানো দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে আপনি আমন্ত্রিত।
যোগ্য আলেম ও আন্তর্জাতিক মানের হাফেজ তৈরীতে আপনার পছন্দের ঠিকানা হতে পারে আমাদের এ জামিয়া।
খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর নির্দেশে প্রতিষ্ঠিত এবং তাঁরই খলীফা ও শিষ্য, আদর্শ ছাত্র গড়ার সফল কারিগর, মুফতী শাহ মুতিউর রহমান চৌধুরী পরিচালিত সিলেটের বোর্ডসেরা নন্দিত প্রতিষ্ঠান জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিস সিলেট বিভাগসহ বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় বরাবরের মতো বোর্ড সেরা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জনকারী প্রতিষ্ঠান 'জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে'
কিতাব বিভাগে ইবতেদায়ী চতুর্থ - মুখতাসার ( সানাবিয়া উলয়া) জামাত।
এদাদী জামাত
আদর্শ নুরানি বিভাগ,
আদর্শ নাযারা বিভাগ
এবং আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ।মানসম্পন্ন হাফেজ দ্বারা পরিচালিত হিফয শাখা রয়েছে।
আগামী ৯ শাওয়াল, ১৪৪৬ হিজরী ২০২৫ঈ. মঙ্গলবার থেকে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
দক্ষ ও বিজ্ঞ, বোর্ড সেরা রেজাল্টধারী একঝাঁক মাহির আসাতিযার সার্বক্ষণিক তত্বাবধান আর মেহনতে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট দ্বাদশ বারের মতো সিলেটের অন্যতম সেরা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।
বিগত বছরগুলোতে ভালো ফলাফলের পাশাপাশি বোর্ডের সিরিয়াল প্রাপ্তিতেও জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট অনন্য এক এক নজির কায়েম করেছে।
এবছর কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় বোর্ডে সর্বমোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন মুমতাজ(A+) এবং ৭ জন ছাত্র সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছে।
বিভিন্ন বোর্ডের সম্মিলিত মেধাতালিকায় ২য়, ৩য় স্হানসহ অনেক মেধাবী শিক্ষার্থী বোর্ডের সিরিয়াল লাভ তথা বোর্ড স্ট্যান্ড করেছে।
অতএব একজন শিক্ষার্থীকে ভালো মানের হাফেজ, যোগ্য আলেম, শায়খুল ইসলাম মাদানী, শায়খুল হিন্দ, হাকিমুল উম্মত থানবী তথা উলামায়ে দেওবন্দের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটে ভর্তি হওয়ার/ভর্তি করার আহ্বান জানাচ্ছি।
আহবানেঃ
মুফতী শাহ মুতিউর রহমান চৌধুরী
মুহতামিম, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।
ক্যাম্পাস ঠিকানাঃ সিলেট নগরীর পূর্ব মিরাবাজার দাদাপীরের মাজার সংলগ্ন রায়নগর,সোনাপাড়া।
যোগাযোগঃ+8801710461817
Jamia Hidayatul Islam Sylhet, Bangladesh
#জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেট।