Nijhum Dairy

Nijhum Dairy Alhamdulillah for everything
(13)

14/08/2025

মেয়েদের অনার্স লাইফ কেটে যায় ভালো ছেলে রিজেক্ট করতে করতে। আর মাস্টার্স লাইফ কেটে যায় ভালো ছেলে খুজতে খুজতে।

আর বিয়ে হয় টাকলা,পেটুক,ভুড়িওয়ালা আংকেলের সাথে 😒

©আসলাম খান

14/08/2025

লায়লা খালার করা মা*মলায় আবারো গ্রে"ফ"তার হলেন প্রিন্স মামুন৷ আমি বুঝলাম না বাংলাদেশের পুলিশ কি আসলে চোখে টিনে চশমা লাগায়া ঘুরে? নাকি লায়লা খালা টা"কা দিয়া সবাইকে কিনে নিছে৷ প্রিন্স মামুন ফেরেশতা না কিন্তু লায়লা মা"ম"লা দিলেই দেখি পুলিশ ভায়েরা নাচতে নাচতে ওরে ধরতে চলে আসে৷ অথচ লায়লার মতন একটা ৫০ বছরের ম* হিলা ফেসবুকে বাচ্চা বাচ্চা পোলা নিয়ে নাচানাচি করে এগুলো পুলিশ চোখে দেখে না৷ ল"জ্জা থাকা উচিত আসলে :)

- তুলন

14/08/2025

একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব ক"ষ্ট পায়।
একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পন্যের মতো মনে করে এভাবে

আনুষ্ঠানিকতা করে না দেখা উচিত।। প্রয়োজন হলে গোপনে দেখেনিন সহজ কোন মাধ্যমে বা মেয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে দেখা পরিচিত হোন।

এভাবে কাউকে ক"ষ্ট দিবেন না।
কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নিন।
যদি মনে করেন, আপনার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন।
ব্যাক্তিগত মতামত 🖤

14/08/2025

আমার হাসবেন্ড এর সাথে তার কাজিনের (ছেলে কাজিন) খুব ভালো সম্পর্ক...
সে আমাদের বাড়িতে আসলে আমার হাজবেন্ড সারাদিন তার সাথেই থাকে...! এক সাথে খাবে ঘুমাবে এমন কি গোসল টা পর্যন্ত এক সাথে করবে আমার কাছে আসার সময় তার হয়না এটা কি স্বাভাবিক...??

আমি এটা মানতেই পারতেছি না...🙂 আজকে বিকালে আসছে ১ ঘন্টার মতো এক রুমে দু'জন থাকলো তার পর বাহিরে গেলো কিছুক্ষণ আগে বাড়িতে আসলো..
এখন আবার তারা রুমে ঢুকে গেছে... এগুলো কি মে"নে নেওয়া যায়..?
তাই রা*গ করে আজকে আমিও বলে দিছি আজকে রাতে সে যেনো তার কাজিনের সাথেই ঘুমায়..!!
আমার বুকের ভিতর টা ক*ষ্টে ফে"টে যাচ্ছে..!! 😭

এগুলো কি কোনো স্বাভাবিক আচরণ...? সবাই একটু বলবেন প্লিজ 🙏
নাম প্রকাশে অনিচ্ছুক

13/08/2025

আমার ননাস আমাকে বেয়া'দব বলে😑
এই পর্যন্ত সে আমাকে ১০০০+ বার বেয়া'দব বলছে ১ বছরে।
এর কারন এটা না যে আমি তর্ক করি বা কথা শুনি না।

আমি ফোন ধরতে দেরি করলে বেয়া'দব
কাপড় ধুয়ে বালতিতে একদিন রেখে দিছি,ছাদে দেয়া হয় নি তাই বলছে বেয়া'দব।
মরিচ কে'%*টে হাত জ%*লছে তাই বরফ পানি তে হাত ভিজায় রাখছি, রান্না ঘরে বসে উনি কাজের খালা রে বলতেছে কি বেয়া'দব একটু হাত জ'লছে র বরফ নিয়ে রুমে চলে গেল😑তার অনুমতি নিয়েই আসছিলাম।

যা হোক এরপর আমি ভাবলাম এবার ভদ্র হতে হবে এবং সব কিছুতে ননাস কে ফলো করতে থাকলাম।

তার কথা,তার কাজ, তার মুখ ঝা%*মটা দেয়ার অভ্যাস সব🥱

এখন আমার জামাই বলে আস্তে আস্তে বেয়াদব হচ্ছ আগে তো এমন ছিলে না🫤
[ -ইনবক্স থেকে ]

13/08/2025

আজ পাত্রপক্ষ দেখতে আসছিলো। সাথে পাত্রের পিচ্চি এক ভাগনিও এসেছে। পিচ্চিটা এ রুম ও রুম ঘুরতে ঘুরতে আমার রুমে এসে বল্লো তুমি কি পাত্রী? আমি আমার জি%*হ্বাটা বের করে,চোখ দুটো ট্যা%*ড়াট্যাড়া করে, ভয়েসটা চেইঞ্জ করে পিচ্চির দিকে তাকিয়ে বল্লাম হ্যাঁ আমিই পাত্রী, আমাকে দেখতে কেমন লাগছে?......

খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে এবার আমাকে নেওয়া হলো পাত্রপক্ষের সামনে। কিছুক্ষণ পরে কে জানি পিচ্চিটাকে জিজ্ঞেস করলো মামি পছন্দ হয়েছে তোমার? বিশ্বাস করেন পিচ্চিটার উওর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।

পিচ্চিঃ এ তো একটা শাঁ%*কচু%*ন্নি, এটা ওর আসল রু%*প নয়,আমি ওর আসল রু%*প দেখেছি তখন রুমে বসে। বড় বড় ট্যাড়াট্যাড়া চোখ কি বি%*চ্ছিরি ভয়েস ইত্যাদি। মামা জলদি বাসায় চলো,এটা মামি হতে পারে না।

12/08/2025

আমার বিয়ের আজ আট মাস পূর্ণ হলো ।

আমার স্ত্রীর মুখ থেকে আজও কিছু জানতে পারি নি , তার পছন্দ বা অপছন্দ ।
বই বা ফেইসবুক ঘেঁটে দেখেছি, মেয়েরা আইসক্রিম পছন্দ করে , ঘুরতে যেতে পছন্দ।

আমি যতোদিন তার কাছে থেকেছি,
প্রত্যেকদিন চেষ্টা করেছি,তাকে আইসক্রিম খাওয়ানোর ।
ফ্রিজের মধ্যে আইসক্রিমের বক্স রেখে দিতাম ‌‌।
আমি জানতাম,মেয়েরা আইসক্রিম পছন্দ করে ।
আমি আরো চেষ্টা করেছি, তার মনের চাহিদা পূরণ করার জন্য।
তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতো ,তার কিছু খেতে ইচ্ছে করে না ।

কিন্তু যাই এনে দিতাম, তাই খেতো ।
তার চাহিদা গুলো আজও জানতে পারি নি, সে কি খেতে পছন্দ করে বা কোথায় ঘুরতে ভালো লাগে।

কিন্তু আমি নিজে থেকে তাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যেতে না পারলে সপ্তাহে তিনদিন ঘুরিয়ে এনেছি তাও জোর করে ।
ঘুরতে গেলে আবার তার অনেক ভালো লাগে ।
কিন্তু এই একটাই কথা, তাকে জোর করে নিয়ে যেতে হবে ।
সে এখন‌ তিন মাসের গর্ভ%*বতী 🤰

তার কোন সমস্যা নেই, তারপরও চারবার ডক্টর দেখিয়েছি, ডক্টর আমার উপর বিরক্ত ।

দুইবার আল্ট্রা করেছি এই তিন মাসে ।
তারপরও দিন শেষে আমার কেমন যেন খারাপ লাগে,
ইচ্ছে হয় তাকে আরো কিছু দেই, তাকে আরো বেশি করে ভালবাসি ।

কিন্তু সে কখনো মুখ ফুটে আমার কাছে কিছু চায় না ।
তাই দিনশেষে একটা প্রশ্ন থেকে যায়, আমি কি তার চাহিদা পূরণ করতে পারছি ?
আমি কি তার কাছে আদর্শ স্বামী হতে পেরেছি?

বিঃদ্রঃ ( তার চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি, যেদিন ছুটি শেষ হয়ে আমি ক্যান্টনমেন্টে চলে আসবো, সেদিন সে হাওমাও করে কেঁদেছে, ছাড়তে চায়নি আমাকে )
তারপরও আমি চেয়েছি সে যেন বলতে পারে, তার থেকে বেশি ভালো আমি তাকে বেসেছি ।

আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী একটা মানুষ ।

12/08/2025

আমার কাজের মহিলা হঠাৎ একদিন আমার সামনে ডিফ ফ্রিজ খুলে একটা প্যাকেট রাখলো।
ওনি বলল ন%*ষ্ট হয়ে যাবে তাই রেখে দিছি। যাওয়ার সময় নিয়ে যাবো।
এটা আমার একটু ও ভালো লাগে নাই।
ঐদিন আমি আর কিছু বলি নাই।এভাবে ওনি ২/৩ বার করেছে তারপরে আমি ওনাকে বলেছি এভাবে কখনো আমার ফ্রিজ খুলবেন না।আমি যেনো আর না দেখি।
কালকে আমি মাংস রাননা করছি পরে ওনাকে ও একটা বক্সে করে একটু দিলাম।ওনার ঘর মোছা শেষ শুধু কিচেন মোছা বাকি ছিলো তাই আমি বের হয়ে রুমে আসলাম।কিছুখন পর
আমি যখন কিচেনে যাই তখন আমি দেখি ওনি পাতিল থেকে মাংস নিয়ে ওনার বক্সে নিচ্ছে।
আমাকে দেখে থতোমতো হয়ে বলল আমি একটু ঝোল নিচছিলাম।
আমি আর একটা কথা ও বললাম না।
এখন এই মহিলাকে রাখা কি ঠিক হবে???

note:ওনাকে আজকে বিদায় করে দিয়েছি।তবে খুব মায়া লাগছে।আমার ছেলে মেয়েকে অনেক আদর করতো।
হাসিখুশি ছিলো।কাজ ও গুছানো ছিলো।

11/08/2025

গতকালকে আমার বাসায় ফিরতে দেরি হবে, বউকে ফোন করে বললাম, আমার আসতে দেরি হবে, একটু কাজ আছে।

বলল, কাজ আছে ঠিক আছে। কিন্তু দেখো, আবার গার্লফ্রেন্ড পা%*তিয়ে মি"থ্যে কাজের দোহাই দিও না।

মনে একটু ক"ষ্ট পেলাম, কিন্তু কিছু বললাম না। তক্কে তক্কে রইলাম, এরপর তার যখন অফিসে দেরি হবে আমিও একই রকম কথা বলবো।

একটা মধুর প্রতি%*শোধ হবে।

চলেও আসল সে মাহেন্দ্রক্ষণ। একটু আগে বউ বলল, এই শোনো, আমার আজকে অনেক কাজ, আসতে দেরি হবে। আটটায় বের হলে নয়টার মত বাজতে পারে।

আমার মন খুশিতে বাকবাকুম করে উঠলো। প্রতি%*শোধ নেয়ার মধুর সুযোগ। গলা খাঁকারি দিয়ে রেডি হলাম যে বলব, কাজ আছে ঠিক আছে, কিন্তু দেখো....

মনে মনেও স্ক্রিপ্ট রেডি করতে পারলাম না, তার আগেই বউ বলে উঠল,

আমার আসতে দেরি হবে, দেখো, এর মধ্যে আবার গার্লফ্রেন্ড পাতা%*য়ে বাসায় নিয়ে আইসো না।

আমি নির্বাক হয়ে গেলাম। মনে মনে শুধু সমগ্র নারীজা%*তিকে জিজ্ঞাসা করতে পারলাম, কেমনে পারো তোমরা?

©Golam Fazlul

11/08/2025

আমি ৮ মাসের প্রে"গন্যান্ট খুবই ক্ষুধা লাগে... সবসময় খাইতে মন চায়...!🥹
এদিকে আমার জামাইয়ের তেমন ইনকাম নাই... বেশি খাওয়া নিয়ে খো"টা ও দেয় মাঝেমধ্যে... কারন অভা'ব দেখা দিচ্ছে খাওয়ার পিছনে খরচ বেশি তাই..! 😪
যদিও ভাত ছাড়া আর কিছু খেতে পারি না... আমাদের সামনে পিছনে কেউ নাই হেল্প করার মতো...!!😰

জানিনা নরমাল ডে"লি"ভা"রি হবে কি না...!! এজন্য হয়তো সে ও চি"ন্তি"ত... তো আমার অনেক দিন থেকেই মন চাচ্ছে "হাঁসের মাং"স, ইলিশ মাছ ,আর গ"রু"র মাং"স খাইতে...!! সবগুলো খাবার অনেক ব্যয়বহুল, তাই সে কিনে আনে না...!! 😌

অনেক দিন ধরে মন চাইতে চাইতে ইদানিং সবসময় এটাই মা"থা"য় ঘুরে... আগে এরকম কখনো ছিলাম না আমি কিন্তু ইদানিং কেনো এতো খেতে ইচ্ছে করে জানিনা..!! 😰
ওগুলো এনে দেয়না এজন্য আমার জামাইকে আমার এখন ভালো-ও লাগে না...!💔

তার সাথে কথা বলতেও ইচ্ছে করে না... তার পাশে বসতেও ইচ্ছা করে না....
তার কাপড় ধুইতেও ইচ্ছে করে না.... মনে হচ্ছে মা-ন"সি"ক ট্র"মা"র মধ্যে আছি...!!
যদিও সে অভাবে আছে এটা আমি বুঝি..!🥹

কিন্তু এই চি"ন্তা থেকে বের হতে পারছি না!
এর থেকে পরিত্রাণের উপায় কি..??

এটা আমার প্রথম বাচ্চা...!
কিভাবে আমার মনকে ঠিক করবো? পরামর্শ দিবেন প্লিজ..!!!🙏
নাম প্রকাশ করবেন না

11/08/2025

চার মাসের প্রেগন্যান্ট আমি... গার্মেন্টসে কোয়ালিটির জব করি... সারাদিন দাঁড়িয়ে থেকে আমার খুব ক"ষ্ট হয়..!! 😰
স্বামীকে বললে সে বলে....
"সবাই ক"ষ্ট করে তাহলে তুমি কেনো পারবেনা...? তোমার মতো তো আরো অনেক মেয়ে প্রেগন্যান্ট হয়েও সব কাজ করছে তোমার এতো ক"ষ্ট কেনো হয়" এসব বলে..!🥹

সে আমাকে আরো ৪মাস জব করতে জো"র করতেছে... কিন্তু আমার এই অবস্থায় জব+সংসারের কাজ একসাথে করতে খুবই ক"ষ্ট হচ্ছে...!!
এই অবস্থায় আমি কি করতে পারি প্লিজ হেল্প আপুরা..!🙏
নাম প্রকাশে অনিচ্ছুক

09/08/2025

আমরা অনেকেই শুভশ্রীর মতো ঠিক মুভ অন করে ঠিক ডিসিশন নিতে পারি না..শুভ যদি মুভ অন না করে দেব এর আশায় বসে থাকতো তাহলে আজকে সে এতো সুন্দর সংসার..ফুটফুটে বাচ্চার মা হতে পারতো না..রাজ এর past record হয়তো খা-রা-প..কিন্তু দেব এর কাছ থেকে ক-ষ্ট পেয়ে ভে-ঙ্গে-চু-রে যাওয়া মানুষটাকে রাজ সুখী করেছে এটাও বা কম কী..দেব শুভর program viral হওয়ার পর সবার মতো আমিও চাইছি দেব শুভশ্রীর মিল..বাট বাচ্চা দুটোকে দেখে মনে হলো আবেগে কীসব চাইছি আমরা..একটা ভালো মেয়েই সংসার চায়..বাচ্চা চায়..রুকমীনির মতো মেয়েরা দেব টাইপের..দেব হিরা ছেড়ে কয়লা ধরেছে..হয়তো এখন কিছুটা বোঝে..শুভ সংসার বাচ্চা সব নিয়ে দেব কে দেখিয়ে দিয়েছে..সাথে ক্যারিয়ারেও successful 🙂

Address


Telephone

+8801900000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijhum Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nijhum Dairy:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share