19/08/2025
নারী তুমি করেছো খেলা,ভেঙেছো হাজারো পুরুষের অবুঝ হৃদয়।তুমি ছলনাময়ী,তুমি বেইমান-পতারক আর মিথ্যার এক বাহক।তোমার মিথ্যাচারে নষ্ট হয়েছে কত না সাজানো বাগান।কত প্রাণ করেছে বুক পাটা আর্তনাদ নিশি রাতের আঁধারে।কত ফুল ফুটতেই ঝরে গেছে অকালে।কত যৌবন ফুরিয়ে গেছে একাকি আঁধারে,শুধু তোমারই নিখুঁত অভিনয়ে।