
05/06/2024
From : Tori
To : রসায়ন প্রাইভেটের সেই ছেলেটি
কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। তোমাকে যত দেখি তত মুগ্ধ হই কিন্তু আফসোস আমার দিকে একদিনও তাকাওনি। স্যার যখন পড়ায় আমার মনোযোগ থাকে তোমার দিকে। মনে আছে এর আগের সপ্তাহে তুমি প্রাইভেটে সামনের সিটে বসেছিলে আমি বসেছিলাম ঠিক তোমার পিছনে। গরমের জন্য কিছুক্ষণের জন্য তুমি মাস্ক খোলো তোমার দিকে তাকিয়েছিলাম ২০ মিনিট। একটা মানুষ কিকরে এতটা পারফেক্ট হয়। যখন তোমার বান্ধবীকে নোট দিতে পিছনে ফেরো, তোমার সেই চোঁখ, নাকের নিচে একটি তিল, নিচের ঠোঁটে একটি তিল। মায়াবী তুমি। তোমার দিকে তাকিয়ে নিজেই হারিয়ে গিয়েছিলাম। তোমার অনেক খোজ নিয়েছি রিলেশনে আছো কিনা। কিন্তু আজকে কনফার্ম হলাম তুমি সিংগেল। অপেক্ষা কর আমার জন্য খুব তাড়াতাড়ি সামনে আসবো। ভালোবাসি অনেক।🥰
তোমার প্রাইভেটমেট 😅