06/07/2025
কেমন আছো, Dccian'রা। আশা করছি সবাই ভালো আছো, সবার পরীক্ষাও খুব ভালো হচ্ছে। আজকে তোমাদের মনটা একটু খারাপ করে দেয়ার জন্য পোস্ট টা করছি। রাফিতের কথা মনে আছে তোমাদের? আমাদের কলেজের ছেলেটা। কি নৃশংস ভাবেই না ওকে কুপিয়ে হ/ত্যা করা হয়েছিল ঠিক একটা বছর আগে। আজকে ৬ জুলাই, তখনও রাফিত জানতো না আগামীকাল ৭ই জুলাই হচ্ছে ওর জীবনেও শেষ দিন।
রফিতের হ/ত্যার খবরটা কলিজা নাড়িয়ে দিয়েছিল। বন্ধু সহপাঠি সকলের কাছেই সহযোগিতা চেয়েছিলাম, যেন প্রতিবাদ জানাতে পারি। কিন্তু পরীক্ষার কারণে হোক বা অন্য কারণেই হোক। কারো সহযোগিতা পাইনি। পাশে পেয়েছিলাম DCC SQUAD, Dhaka Commerce College Short Stories পেজ দুইটার এডমিন কে। সেই সাথে আমার খুব আদরের কিছু ছোটভাই পেয়েছিলাম, যারা না থাকলে হয়তো সেদিন আন্দোলন সফলই হতো না। কয়েকজনের নাম না বললে খুব অন্যায় হবে, লতা, ইভান, আলিফ, নাসিহা, আবিদ তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যখন কেউ পাশে ছিলোনা তোমাদের পাশে পেয়েছিলাম। এছাড়াও সেদিন যারা যারা আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন সফল করে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।
যারা বলেছিল আন্দোলন করে কি হবে, এই অংশটা তাদের জন্য। আমাদের আন্দোলন ৪ টা মেইন স্ট্রিম মিডিয়া তে প্রচার হওয়ার পর, পুলিশ বেশ চাপে পরে যায়। দুই দিনের মাথায় খুনীর পলাতক বাবাকেও পুলিশ ধরে। আমরা যে ভয় পাচ্ছিলাম টাকা দিয়ে সেটেলমেন্ট এর, আন্দোলনের পর যখন মিডিয়া তে প্রচার হয় তখন তা আর সম্ভব হয়নি। আমার জানা শেষ আপডেট ছিলো, রাফিত এর হ/ত্যাকারী জেলে। তখন মামলা চলছিলো। রায় কি হয়েছে তা আর জানতে পারিনি। এছাড়াও, অধ্যক্ষ স্যার আমাদের দাবি মেনে নিয়েছিল, এবং তা বাস্তবায়নের পক্ষেও সম্পত্তি জানিয়েছিল। রাফিত এর পরিবারের প্রতিও আমাদের কলেজ বেশ আন্তরিক ছিলো। হয়তো আন্দোলন করে রাফিত কে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু মৃত্যুর পর যেদিন ওর সাথে দেখা হবে, সেদিন বলতে পারবো, "তোর প্রতি যে অন্যায় হয়েছিল, তার প্রতিবাদ করেছিলাম।"
যাইহোক, যেই কারণে পোস্ট টা করা, সবাইকে একটু মনে করিয়ে দিতে চাইলাম রাফিত এর কথা। এক বছর আগে আমাদের সবার মনে রাফিত এর জন্য রক্তক্ষরণ হলেও আজ এক বছর পর আমরা তাকে ভুলেতে বসেছি, এটাই স্বাভাবিক নিয়ম, সময়ের সাথে সাথে আমরা ভুলে যাই। তবে আজকের দিনে হলেও সবাই একটু রাফিত এর জন্য দোয়া করি। আজকে পবিত্র একটা দিন, ছেলেটা খুব কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। কলেজে আমরা এত গুলো ছাত্র, এত গুলো শিক্ষক কেউ ওকে নিরাপত্তা দিতে পারি নাই। আমরা আমাদের একটা ভাই হারিয়েছি। চলুন সবাই আজকের দিনটা রাফিত ও জুলাইয়ের সকল শহীদের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাদের সকল পাপ ক্ষমা করে জান্নাত নসীব করে। আমিন।
-Asif Hasan