ঢাকা কমার্স কলেজ পরিবার

ঢাকা কমার্স কলেজ পরিবার আমরা একটি জাগ্রত পরিবার।

নিরাপদ, আধুনিক ও ফলপ্রসূ শিক্ষার এক নির্ভরযোগ্য ঠিকানা — ঢাকা কমার্স কলেজ।সুশৃঙ্খল, রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশে গড়ে উঠ...
25/07/2025

নিরাপদ, আধুনিক ও ফলপ্রসূ শিক্ষার এক নির্ভরযোগ্য ঠিকানা — ঢাকা কমার্স কলেজ।
সুশৃঙ্খল, রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশে গড়ে উঠুক তোমার ভবিষ্যৎ।

অভিনন্দন! অভিনন্দন! ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন..... প্রফেসর আবু নাঈম মো: মোজাম্মেল হোসেন   ও     ...
13/07/2025

অভিনন্দন! অভিনন্দন!

ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন.....
প্রফেসর আবু নাঈম মো: মোজাম্মেল হোসেন ও
প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ

ঢাকা কমার্স কলেজ পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

10/07/2025

🎓 এসএসসি পাস করেছো? এখন সামনে সঠিক কলেজ বেছে নেওয়ার সময়!
📚 ২০২৪ ও ২০২৫ সালে দেশের বহু কলেজে ক্লাসই হয়নি—রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতায় পড়াশোনার স্বপ্ন থেমে গিয়েছে অনেকের।
🔔 কিন্তু ঢাকা কমার্স কলেজ ছিল এক ব্যতিক্রম উদাহরণ!
✅ একদিনের জন্যও ক্লাস বন্ধ হয়নি;
✅ শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ;
✅ সম্পূর্ণ সিলেবাস সময়মতো শেষ;
✅ শৃঙ্খলা, নিয়মিত ক্লাস, মানসম্পন্ন শিক্ষা—এই তিনে গঠিত এক আদর্শ প্রতিষ্ঠান।

💡 তুমি কি চাও—
পড়াশোনাকে গুরুত্ব দেওয়া হোক?
শান্তিপূর্ণ ও শৃঙ্খল কলেজ-জীবন?
ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি?

👉 তাহলে ঢাকা কমার্স কলেজ হওয়া উচিত তোমার প্রথম পছন্দ!

🟩 ঢাকা কমার্স কলেজ,
আমরা একটি জাগ্রত পরিবার।

(কপি ও সম্পাদিত)

কেমন আছো, Dccian'রা। আশা করছি সবাই ভালো আছো, সবার পরীক্ষাও খুব ভালো হচ্ছে। আজকে তোমাদের মনটা একটু খারাপ করে দেয়ার জন্য ...
06/07/2025

কেমন আছো, Dccian'রা। আশা করছি সবাই ভালো আছো, সবার পরীক্ষাও খুব ভালো হচ্ছে। আজকে তোমাদের মনটা একটু খারাপ করে দেয়ার জন্য পোস্ট টা করছি। রাফিতের কথা মনে আছে তোমাদের? আমাদের কলেজের ছেলেটা। কি নৃশংস ভাবেই না ওকে কুপিয়ে হ/ত্যা করা হয়েছিল ঠিক একটা বছর আগে। আজকে ৬ জুলাই, তখনও রাফিত জানতো না আগামীকাল ৭ই জুলাই হচ্ছে ওর জীবনেও শেষ দিন।

রফিতের হ/ত্যার খবরটা কলিজা নাড়িয়ে দিয়েছিল। বন্ধু সহপাঠি সকলের কাছেই সহযোগিতা চেয়েছিলাম, যেন প্রতিবাদ জানাতে পারি। কিন্তু পরীক্ষার কারণে হোক বা অন্য কারণেই হোক। কারো সহযোগিতা পাইনি। পাশে পেয়েছিলাম DCC SQUAD, Dhaka Commerce College Short Stories পেজ দুইটার এডমিন কে। সেই সাথে আমার খুব আদরের কিছু ছোটভাই পেয়েছিলাম, যারা না থাকলে হয়তো সেদিন আন্দোলন সফলই হতো না। কয়েকজনের নাম না বললে খুব অন্যায় হবে, লতা, ইভান, আলিফ, নাসিহা, আবিদ তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যখন কেউ পাশে ছিলোনা তোমাদের পাশে পেয়েছিলাম। এছাড়াও সেদিন যারা যারা আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন সফল করে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।

যারা বলেছিল আন্দোলন করে কি হবে, এই অংশটা তাদের জন্য। আমাদের আন্দোলন ৪ টা মেইন স্ট্রিম মিডিয়া তে প্রচার হওয়ার পর, পুলিশ বেশ চাপে পরে যায়। দুই দিনের মাথায় খুনীর পলাতক বাবাকেও পুলিশ ধরে। আমরা যে ভয় পাচ্ছিলাম টাকা দিয়ে সেটেলমেন্ট এর, আন্দোলনের পর যখন মিডিয়া তে প্রচার হয় তখন তা আর সম্ভব হয়নি। আমার জানা শেষ আপডেট ছিলো, রাফিত এর হ/ত্যাকারী জেলে। তখন মামলা চলছিলো। রায় কি হয়েছে তা আর জানতে পারিনি। এছাড়াও, অধ্যক্ষ স্যার আমাদের দাবি মেনে নিয়েছিল, এবং তা বাস্তবায়নের পক্ষেও সম্পত্তি জানিয়েছিল। রাফিত এর পরিবারের প্রতিও আমাদের কলেজ বেশ আন্তরিক ছিলো। হয়তো আন্দোলন করে রাফিত কে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু মৃত্যুর পর যেদিন ওর সাথে দেখা হবে, সেদিন বলতে পারবো, "তোর প্রতি যে অন্যায় হয়েছিল, তার প্রতিবাদ করেছিলাম।"

যাইহোক, যেই কারণে পোস্ট টা করা, সবাইকে একটু মনে করিয়ে দিতে চাইলাম রাফিত এর কথা। এক বছর আগে আমাদের সবার মনে রাফিত এর জন্য রক্তক্ষরণ হলেও আজ এক বছর পর আমরা তাকে ভুলেতে বসেছি, এটাই স্বাভাবিক নিয়ম, সময়ের সাথে সাথে আমরা ভুলে যাই। তবে আজকের দিনে হলেও সবাই একটু রাফিত এর জন্য দোয়া করি। আজকে পবিত্র একটা দিন, ছেলেটা খুব কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। কলেজে আমরা এত গুলো ছাত্র, এত গুলো শিক্ষক কেউ ওকে নিরাপত্তা দিতে পারি নাই। আমরা আমাদের একটা ভাই হারিয়েছি। চলুন সবাই আজকের দিনটা রাফিত ও জুলাইয়ের সকল শহীদের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাদের সকল পাপ ক্ষমা করে জান্নাত নসীব করে। আমিন।
-Asif Hasan

৬ বছর পর আবার আসলাম। আগের চেনা জানা সব পরিবেশ যেন একদম অচেনা হয়ে গেছে।
13/04/2025

৬ বছর পর আবার আসলাম। আগের চেনা জানা সব পরিবেশ যেন একদম অচেনা হয়ে গেছে।

19/03/2025

আগামী ২২ মার্চ ইফতার মাহফিলে সবাই আমন্ত্রিত

নতুন আঙ্গিনায় সেজেছে ঢাকা কমার্স কলেজ
12/12/2024

নতুন আঙ্গিনায় সেজেছে ঢাকা কমার্স কলেজ

জেরিন রোল ৭২৭২ (২০০৪ ব্যাচ),  মেয়ে জারা রোল ৪৮৯০০ (২০২৪)  কে নিয়ে  দেখা করতে এসে অতীত সৃতিচারণ করেন।  মা, মেয়ে আমার ক্লা...
19/11/2024

জেরিন রোল ৭২৭২ (২০০৪ ব্যাচ), মেয়ে জারা
রোল ৪৮৯০০ (২০২৪) কে নিয়ে দেখা করতে এসে অতীত সৃতিচারণ করেন। মা, মেয়ে আমার ক্লাসের শিক্ষার্থী। কেমন ছিলো সেকালের কমার্স কলেজ মেয়ের সাথে মিলাতে যান।
বাবা-মা আমাকে উচ্চ মাধ্যমিক পড়া কালীন সময়ে বিয়ে দিয়েছেন কলেজের কঠিন নিয়মের কারনে এ নিউজ কাউকে বলতে পারিনি, বললেই টিসি দিয়ে বের করে দিবেন ।
এক আনন্দের অভিজ্ঞতা। প্রিয় ঢাকা কমার্স কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

15/10/2024

ঢাকা কমার্স কলেজের ফলাফল-২০২৪

অভিনন্দন বাচ্চারা 🧡🧡🧡

মোট পরীক্ষার্থী : 3272 (10 জন অনুপস্থিত)
পাশের হার : 99.66%
মোট জিপিএ 5 : 840
বিজ্ঞান জিপিএ 5 : 734 জন
ব্যবসায় শিক্ষা জিপিএ 5 : 106 জন

07/09/2024

ঢাকা কমার্স কলেজ প্রফেসর কাজী ফারুকী'র ব্রেইন চাইল্ড। তিনি যে সকল নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করে কলেজ সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছিলেন তার কারণেই কলেজ খুব দ্রুত দেশ বিদেশের কাছে অনন্য হয়ে উঠেছিল। পরবর্তীতে যাঁরাই এখানে এসেছেন সকলেই ঐ সুনামের অংশ ভোগ করেছেন। কিন্তু উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে কাজী ফারুকীকে ধারণ করতে পারেননি মনে প্রাণে।
শৃঙ্খলা, শৃঙ্খলা এবং শৃঙ্খলা। এই কঠিন বিষয়কে অন্তরে গেঁথে একদল নিবেদিত প্রাণ শিক্ষকের নিরলস পরিশ্রম আর সহযোগিতায় কলেজের সুউচ্চ সম্মান অর্জিত হয়েছে।
অথচ কাজী ফারুকী স্যারের চলে যাওয়ার পর সেই শৃঙ্খলা বায়বীয় পদার্থে রূপান্তরিত করতে উঠে পড়ে লেগেছিল কিছু ভণ্ড মুখোশধারী পীর শ্রেণীর শিক্ষক ও কর্তৃপক্ষ। শৃঙ্খলা ব্যবস্থা এখন নামমাত্র চর্চিত। কাজী ফারুকীকে নিয়ে পর্যন্ত তারা বিদ্রূপাত্মক মন্তব্য করেছে সুযোগ পেলেই।
তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন শ্রদ্ধেয় সেইসব শিক্ষক যাঁরা কাজী ফারুকী প্রতিষ্ঠিত নিয়ম-শৃঙ্খলা রক্ষা করতে চেষ্টা করেছিলেন। তখন তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
প্রফেসর কাজী ফারুকী ২০১০ এ অনেক কষ্ট বুকে চেপে এখান থেকে চলে যান। যাদের বিভিন্ন পর্যায় থেকে তলে এনে শিক্ষকের মর্যাদা দিয়েছেন তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে তিনি আজ পারকিনসন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তিনি কলেজ থেকে চলে যাওয়ার পর ফ্যাসিবাদী কায়দায় কলেজ পরিচালনা করার জন্য কাজী ফারুকী প্রতিষ্ঠিত সকল নিয়ম কানুন বদলে ফেলা শুরু হয়। শৃঙ্খলা ব্যবস্থা নামমাত্র পর্যায়ে পৌঁছে যায়। ফলশ্রুতিতে বিগত কয়েক বছরে কলেজ নিজের ঐতিহ্য হারিয়েছে ক্রমশঃ। অনেকটাই শৃঙ্খলার বিষয়ে শিথিলতা দেখা যায়।
এইসব অনিয়মের বিরুদ্ধে আমিসহ বর্তমানে যেসব শিক্ষক কাজ করেছি তাদের কোনঠাসা করে রাখা হয়েছিল। যারা সুবিধাবাদী অবস্থানে থেকেছেন তারাই ভালো ছিলেন এবং এখনও আছেন।
প্রফেসর কাজী ফারুকী শিক্ষার্থী ভর্তি করার আগে প্রতিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকসহ সাক্ষাৎকার নেওয়া হতো। তখন কলেজের নিয়ম কানুন ও শৃঙ্খলা সম্পর্কে তাদের জানানো হতো এবং প্রার্থীতা নির্বাচিত হতো। আমি বারবার এই নিয়মটি বর্তমানে এডমিন পদ্ধতির সাথে সঙ্গতি রেখে আবার চালু করতে প্রস্তাব করেছিলাম। বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি বোর্ডের নিয়ম নাই বলে। আরে আমি বলেছিলাম বোর্ড নিয়মে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদ

দারুন উদ্যোগ❤
23/08/2024

দারুন উদ্যোগ❤

Army Rescue team Contact Latest Number Updatesআশ্রয়কেন্দ্র আপটেডবন্যা, নোয়াখালীআশ্রয়কেন্দ্র ১একলাশপুর মাদরাসা, একলাশপুর ...
22/08/2024

Army Rescue team Contact

Latest Number Updates

আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী
আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103
আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684
আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577
আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899
আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711
আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594
আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424
আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।
আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039
আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990
আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490
আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)
আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533
আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর
আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে
আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।
আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা কমার্স কলেজ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঢাকা কমার্স কলেজ পরিবার:

Share

Welcome to DccFamily

Stay connect for getting all kind of updates about your college