07/11/2025
আসুন ফেসবুকে মানবিক কাজের ব্যবহার করি আপনার আঙ্গুলের চাপের একটি মাত্র শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে একজন বাকপ্রতিবন্ধী সৎ দরিদ্র রিকশাচালক এই ভাইটি। পরিবারে অসুস্থ মা সহ ৫ জন সদস্যের মধ্যে মনিরুল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বর্তমান তার মাদ্রাসায় পড়ুয়া ছোট ভাই, স্ত্রী ও মেয়ে চিকিৎসার টাকার জন্য সবার দুয়ারে দুয়ারে ঘুরছে শুধুমাত্র টাকার অভাবে পরিবারে পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, ব্যাটারির এসিডে দগ্ধ মুখ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, খুব তাড়াতাড়ি সার্জারি না করানো হলে আরো ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার কথা ডাক্তার জানিয়েছে এবং চিকিৎসা করতে হলে প্রাই ৫ লক্ষ টাকা দরকার! দরিদ্র মনিরুল সামান্য অটোরিকশা চালক এত টাকা কোথায় পাবে ?
স্থানীয়ভাবে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রায় ২ লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে।
তাই আপনারা আসুন একজন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই, আর্থিক সহযোগিতার হাত বাঁড়াই। সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে। আপনার সামান্য একটু মানবিক সহযোগিতায় বেঁচে যাবে একটি পরিবার।
(যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম )
বিকাশ ,নগদ,রকেট,01538418389
আসো ফেসবুকে মানবতার কাজে ব্যবহার করি