Facts News 24

  • Home
  • Facts News 24

Facts News 24 Follow the page for more interesting facts & news. Thanks BD News 24 is not only a online news portal. Here we are like as friends with our people.
(1)

We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for BD News 24

In every corner that in every Districts we have the

correspondents for this online news portal and also worked a number so special correspondents for this portal. We have the abroad correspondents also for the important countries around the globe. All the time we are with them for the sorrows, straggles, security and also with their happiness. BD News 24 is very keen to keep the real news from the every corners and always helps to peoples of Bangladesh and also for the humanity.

এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিসদেশের বিভিন্নস্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এম...
05/07/2025

এমন বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্নস্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, জুলাই মাসজুড়ে তিনটি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারি বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা।

অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি।
এই আবহাওয়াবিদ আরো বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম।

জাতীয় ঐক্যের ডাক বিএনপির
02/07/2025

জাতীয় ঐক্যের ডাক বিএনপির

দক্ষিণাঞ্চলে বাড়তে পারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেতমৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়...
26/06/2025

দক্ষিণাঞ্চলে বাড়তে পারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে চলতি মাসের বাকি দিনগুলোতেও।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে। ফলে এসব স্থানে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ, দলে ফিরলেন মিরাজ-ইবাদত
25/06/2025

টস জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ, দলে ফিরলেন মিরাজ-ইবাদত

যে রেকর্ড মেসির ছাড়া আর কারো নেইবিশ বছর আগে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল এক কিংবদন্তির—লিওনেল মেসির। তখন কে জানত, ছোটখাট...
25/06/2025

যে রেকর্ড মেসির ছাড়া আর কারো নেই

বিশ বছর আগে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল এক কিংবদন্তির—লিওনেল মেসির। তখন কে জানত, ছোটখাটো গড়নের এই আর্জেন্টাইন তরুণ একদিন হয়ে উঠবেন ইতিহাসের সেরা ফুটবলার!

দুই দশক পেরিয়ে আজ মেসি শুধু ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নামই নন—রেকর্ড, পুরস্কার আর সাফল্যের যে পাহাড় তিনি গড়েছেন, তা তুলনাহীন। আর্জেন্টিনার হয়ে টানা চারটি শিরোপা জয় করেছেন মেসি—কোপা আমেরিকা (২০২১, ২০২৪), ফিনালিসিমা (২০২২), এবং স্বপ্নের বিশ্বকাপ (২০২২)। জাতীয় দলের হয়ে এটি ছিল এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো অধ্যায়।

তবে মেসিকে আজও সবচেয়ে বেশি মনে রাখা হয় বার্সেলোনার ‘নম্বর ১০’ হিসেবেই। ক্লাবটির হয়ে ১৭ বছরে সর্বোচ্চ ৭৭৮টি ম্যাচ খেলেছেন, করেছেন রেকর্ড ৬৭২টি গোল, ৩০৩টি অ্যাসিস্ট এবং জিতেছেন ৩৫টি ট্রফি—যা ক্লাব ইতিহাসে সর্বোচ্চ। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন পেলের রেকর্ডও। শুধু তাই নয়, ২০১২ সালে একটি পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৯১ গোল করে গড়েছেন আরেক অনন্য রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে ছয়বার সর্বোচ্চ গোলদাতা, ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন ছয়বার, আর লা লিগায় আটবার পেয়েছেন ‘পিচিচি’ ট্রফি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকার মঞ্চেও মেসি রেখেছেন তার প্রতিভার ছাপ। ২০১৪ বিশ্বকাপে হয়েছিলেন সেরা খেলোয়াড়, আর বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপা পেয়েছেন ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে। ২০২২ সালে স্বপ্নের বিশ্বকাপ জেতে সকল অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন তিনি।

এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।
২০২১ সালে দীর্ঘ ২১ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি ঘটে। কিন্তু ‘নম্বর ১০’ জার্সি গায়ে মেসির প্রতিটি পদক্ষেপই আজ ইতিহাসের অংশ। গোল, অ্যাসিস্ট, রেকর্ড আর ট্রফির বাইরে—বার্সার ‘নম্বর ১০’ হিসেবে মেসি হয়ে থাকবেন ক্লাব ইতিহাসের চিরস্মরণীয় কিংবদন্তি।

দেখে নেওয়া যাক মেসির কিছু ব্যাক্তিগত রেকর্ড

একই মৌসুমে ব্যালন ডি’অর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, লা লিগার সর্বোচ্চ গোলদাতা ও ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা একমাত্র খেলোয়াড় (২০০৯/১০ মৌসুম)

• সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় (৮ বার)

• সবচেয়ে বেশি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী খেলোয়াড় (৬ বার)

• সবচেয়ে বেশি পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলদাতা) জয়ী খেলোয়াড় (৮ বার)

সবচেয়ে বেশি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী খেলোয়াড় (৬ বার)

• সবচেয়ে বেশি পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলদাতা) জয়ী খেলোয়াড় (৮ বার)

• এক মৌসুমে সর্বোচ্চ অফিসিয়াল গোলদাতা (২০১১/১২ মৌসুমে ৭৩ গোল)

• এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলদাতা (২০১২ সালে ৯১ গোল)

• একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা (বার্সেলোনার হয়ে ৬৭২ গোল)

লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড (২১ ম্যাচে ৩৩ গোল, ২০১২/১৩ মৌসুম)

• আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় (১৮৪ ম্যাচ)

• লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৫২০ ম্যাচে ৪৭৪ গোল)

• লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা (২০১১/১২ মৌসুমে ৫০ গোল)

• লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা খেলোয়াড় (৩৬টি)

লা লিগায় সবচেয়ে বেশি ফ্রি-কিক গোলদাতা (৩৯ গোল)

• অফিসিয়াল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয় পাওয়া খেলোয়াড় (৭৭১ ম্যাচে ৫৪২ জয়)।

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরমঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বৃষ্টি হওয়...
25/06/2025

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দেয়
24/06/2025

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দেয়

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Facts News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share