পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়

  • Home
  • পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ একটি ঐতিহ্যবাহী ও গৌরবদীপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। The first headmaster of the Patiya High English School was Rasikchandra Chattopadhyay.

প্রায় দুশো বছর আগে গোড়া পত্তন হয় “পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামেক স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠান্টির। এটি দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ নাফ নদি পর্যন্ত এ সুবিস্তত এলাকার মধ্যে প্রথম প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ । ১৮৪৫ সালে জ্ঞানতাপস বিদ্যানুরাগী দুর্গা কিঙ্কর দত্ত এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দুর্গা কিঙ্কর দত্ত ছিলেন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি গ্রামের বাসিন্দা। ইতিহাস থেকে জানা যায়-এটি গোড়ার দিকে ছিলো প্রাথমিক

বিদ্যালয়। উনিশ শতকের পঞ্চাশেক দশকের দিকে সরকার এটিকে মধ্য ইংরেজি স্কুলে উন্নীত করেন। ১৮৫৯ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার পথ উন্মুক্ত করে দিলে এ বিদ্যালয়টি উচ্চ ইংরেজি পর্যায়ভুক্ত হয়। ১৮৬৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এন্ট্রান্স (বর্তমানে এস.এস.সি) পরীক্ষায় অংশ নেন। দুর্গা কিঙ্কর দত্ত স্কুলটি প্রতিষ্ঠার পর তৎকালীন সরকার “মীর এহায়া এস্টেট’-এর সাহায্য এ স্কুলের জন্য নিদিষ্ট করে দেন। এ সাহায্যের পরিমান ছিল মাসিক ৩৫ টাকা। ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত এ সাহায্যেই স্কুলটি চলে। পরম ধার্মিক পুরম্নম মীর এহায়া ছিলেন চট্টগ্রাম শহরস্থ কাজীর দেউরির জমিদার। কোম্পানী আমলে এ দানবীরের মৃত্যু হয়।

“পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়’ একটি ঐতিহ্যবাহী ও গৌরবদীপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। এ গৌরব বয়ে এনেছে এ স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা। তারা স্বীয় মেধা, যোগ্যতা ও কর্মপ্রচেষ্টার গুণে খ্যাতিমান হয়েছেন দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে।

Patiya Model High School was established in 1845, first as a primary school, by Durgacharan Dutta in the village of Bhurshi under Patiya upazila. Very soon, it was upgraded to a high school and with financial assistance provided by landlord Mir Yahia, it was converted to a junior English school, of which Durgacharan Dutta was the first headmaster. In 1859, it became a high English school and the first batch of students from the school appeared at the Entrance examinations in 1867. Suryakumar was the headmaster from 1907 and 1935. Once female students were allowed to study in the school in limited numbers but now only male students are allowed to enroll. The school has a library having some rare collections. There are three two-storied buildings in the school campus apart from a playground and two ponds. The school is located a quarter mile ftrom the Patiya Police Station. Late Mohammad Abul Kashem, who later took the responsibility of the school as its headmaster, brought significant changes in the school both in educational system and infrastructural development. Mohammad Abul Kasem became the Headmaster of Patiya Model High School as the successor of 'Surya Sen and Ramesh Chandra Gupta' in 1976. He went on retirement in 1991 after carrying out responsibilities as the Head Master for 16 years. Earlier he joined the PC Sen Sarwatali High School as an Assistant Teacher, then obtained an MA degree in English from the University of Chittagong in 1968.. He was a reciter-cum-dramatist. He was Head Examiner of English under the Comilla Board for more than three years. He wrote text books including `A Standard English Grammar, Translation and Composition'. The school now has eighteen teachers and more than 6000 books are available in the school library. Some rare books were stolen during liberation war and some books were damaged due to lack of proper care.

29/05/2025
27/05/2025
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৫
13/05/2025

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৫

28/04/2025

গত ২৬/০৪/২০২৫ খ্রি. তারিখে স্বাস্থ্য শিবির ও স্ট্রোক সচেতনতা কর্মসূচির জন্য কৃতজ্ঞতা প্রকাশ

আমরা গভীর আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন (এসএসসি ১৯৯৭, স্টার মার্কধারী, শ্রেণি VI-X পর্যন্ত প্রথম স্থান অধিকারী), সম্প্রতি আমাদের এলাকায় একটি স্বাস্থ্য শিবির ও স্ট্রোক সচেতনতা কর্মসূচি সফলভাবে পরিচালনা করেছেন।

ডা. নাজিম উদ্দিন, বর্তমানে বাংলাদেশের একজন খ্যাতিমান নিউরোলজিস্ট, এই শিবিরের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্ট্রোক ও নিউরোলজি বিষয়ক গুরুত্বপূর্ণ সচেতনতা তৈরি করেছেন। এ ধরনের কর্মসূচি মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্য শিবিরে বিভিন্ন নিউরোলজি সংক্রান্ত রোগী যেমন স্ট্রোক, মৃগী, নার্ভের সমস্যা ইত্যাদির সঠিক মূল্যায়ন ও পরামর্শ প্রদান করা হয়েছে, যা আমাদের কমিউনিটির জন্য বিরাট আশীর্বাদ।

আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধি করে এবং রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণে সহায়তা করে, যার ফলে অসংখ্য জীবন রক্ষা করা সম্ভব হয়। বিশেষ করে স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত সচেতনতা ও চিকিৎসা গ্রহণ জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে।

পটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ডা. মোহাম্মদ নাজিম উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। তাঁর এই মানবিক ও চিকিৎসা সেবামূলক অবদান ভবিষ্যত প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আশা করি, ভবিষ্যতেও তিনি এ ধরনের মহৎ কার্যক্রম চালিয়ে যাবেন এবং আমাদের এলাকার গর্ব ও আলোকবর্তিকা হয়ে থাকবেন।

প্রধান শিক্ষক
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অঙ্কুর ভট্টাচার্য্য, ...
24/04/2025

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অঙ্কুর ভট্টাচার্য্য, পিতা- কান্তি লাল ভট্টাচার্য্য, গ্রাম- মঠপাড়া, অলির হাট, চট্টগ্রাম। সে দূরারোগ্য ব্যধি বোন ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে ভেলোরে সি.এম.সি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার যথোপযুক্ত চিকিৎসার জন্য ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ (ষোলো) টাকা প্রয়োজন। যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তবান লোকদের তার সু-চিকিৎসায় সাহায্যের হাত প্রসারিত করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে মানবিক আহব্বান জানানো হচ্ছে।
মোবাইল নং- ০১৩১৬-৭৮১৬৬৫ (বিকাশ পার্সোনেল, অনিক ভট্টাচার্য্য, বড় ভাই)

24/04/2025

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী (১৯৯৭ ব্যাচ), বিশিষ্ট চিকিৎসক, ডা. মোহাম্মদ নাজিম উদ্দীন, MRCP (U.K), MCPS (Medicine), MD (Neurology) Senior Consultant, Neurology, Evercare Hospital, Chattogram আগামীকাল ২৫/০৪/২০২৫ খ্রি. তারিখ শুক্রবার (দুপুর ২.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত) ফ্রি রোগী দেখবেন।
স্থান - পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তন।

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, পটিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমানকে ...
22/04/2025

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, পটিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সুনিল কুমার বড়ুয়া, অভিভাবক সদস্য জনাব নাছির উদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ আবদুল হাফেজ। ২১/০৪/২০২৫ তারিখ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

Address


Alerts

Be the first to know and let us send you an email when পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share