ফেনীর আচঁল -Fenir Achol

ফেনীর আচঁল -Fenir Achol মাটি ও মানুষের কাছাকাছি

এমন নিউজ হবার পরেও খুনিরা এখনো বেঁচে আছে!
09/11/2025

এমন নিউজ হবার পরেও খুনিরা এখনো বেঁচে আছে!

07/11/2025

এইরকম কেটলি এখনো এইসব দোকানে আছে।💖

মাসিক ফেনীর আঁচল - ৬ নভেম্বর বৃহস্পতিবার -২০২৫ ৪র্থ বর্ষের ১১ তম সংখ্যা।পত্রিকা পাবেন  সাইফুলের কাছে 01840031504
06/11/2025

মাসিক ফেনীর আঁচল - ৬ নভেম্বর বৃহস্পতিবার -২০২৫ ৪র্থ বর্ষের ১১ তম সংখ্যা।

পত্রিকা পাবেন সাইফুলের কাছে 01840031504

সালমান শাহের হত্যার দায় অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
03/11/2025

সালমান শাহের হত্যার দায় অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

ফেনীতে দ্বিতীয় কারাগারের কার্যক্রম শহর প্রতিনিধি ফেনীর দ্বিতীয় কারাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার (...
02/11/2025

ফেনীতে দ্বিতীয় কারাগারের কার্যক্রম
শহর প্রতিনিধি

ফেনীর দ্বিতীয় কারাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জেলার কারাগার-১ থেকে ২১ বন্দিকে স্থানান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন জেল সুপার মো. দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় বন্দিদের ফুল দিয়ে নতুন কারাগারে পাঠান জেল কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। ফেনী কারাগার-২-এ ১৯ পদে মোট ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেল সুপারসহ ৭৩ জন যোগদান করেছেন।
জেল সুপার মো. দিদারুল আলম জানান, ছয় জেলা কারাগার থেকে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দিকে স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে ফেনীর দায়রা জজ আদালতে বিচারাধীন বন্দিদের মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জনকে আনা হয়েছে। বন্দিদের থাকার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কারাগারের চারপাশের দেয়াল সাড়ে তিন ফুট পর্যন্ত উঁচু করা ও কাঁটাতার লাগানোসহ কিছু কাজ বরাদ্দ পেলে সম্পন্ন করা হবে। বন্দিদের খাবার প্রস্তুতের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে রান্নার কাজে অভিজ্ঞ ২৪ জন বন্দিকে বৃহস্পতিবার দুপুরে ফেনীতে আনা হয়েছে।
প্রসঙ্গত, ১৯১৫ সালে ফেনী শহরের মাস্টারপাড়ায় দেড় একর জমির ওপর উপ-কারাগার হিসেবে প্রথম ফেনী কারাগার প্রতিষ্ঠিত হয়, যার বন্দি ধারণক্ষমতা ছিল মাত্র ১৭২ জন। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত হলেও তেমন কোনো আধুনিক সুবিধা ছিল না। পরবর্তী ১৯৯৬ সালে শহরতলির কাজীরবাগ মৌজায় সাড়ে সাত একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণ শুরু হয়। সেখানে মোট ২৮টি ভবন নির্মিত হয়। নতুন ওই কারাগারে বন্দি ধারণক্ষমতা ৩৫০ জন। ২০১৯ সালের ১২ জানুয়ারি সেখানে বন্দি স্থানান্তর করা হয়।

এই একটিমাত্র নায়ক যার শত শত ভক্ত রয়েছে  দেশে। তার মৃত্যুর পরেও। যেখান কেউ থেকে কেউ কখনো আর ফিরে আসবে না জেনেও ; প্রিয়...
30/10/2025

এই একটিমাত্র নায়ক যার শত শত ভক্ত রয়েছে দেশে। তার মৃত্যুর পরেও। যেখান কেউ থেকে কেউ কখনো আর ফিরে আসবে না জেনেও ; প্রিয় নায়কের জন্য ২৯ বছরের লড়াই! আর কোন দেশে আছে? কোন নায়কের জন্য ? শুনেছি তো অনেক নায়ক নায়িকাই মারা গিয়েছে দেশে এবং বিদেশে । কিন্তু সালমান শাহ এর মত ভক্ত এরকম আর কোন দেশে আছে ? আমার জানা নেই । যাদের জানা আছে জানাতে পারেন.! মানববন্ধনে যোগ দিন।

29/10/2025

Student life 😄

ভাবীর জামাই হাইকোর্টে! বৌয়ের জামিন নিতে !
28/10/2025

ভাবীর জামাই হাইকোর্টে! বৌয়ের জামিন নিতে !

মহাতারকা সালমান শাহ্ মারা গিয়েছে ২৯ বছর!শুরু থেকেই এই মৃত্যু নিয়ে রহস্য!  ভালো স্ত্রী হলে কোনভাবেই আত্মহত্যার মতো মহাপ...
26/10/2025

মহাতারকা সালমান শাহ্ মারা গিয়েছে ২৯ বছর!
শুরু থেকেই এই মৃত্যু নিয়ে রহস্য! ভালো স্ত্রী হলে কোনভাবেই আত্মহত্যার মতো মহাপাপের সাথে স্বামীকে জড়িয়ে ধারাবাহিকভাবে বলে যেত না। তার রুহের মাগফিরাত চাইতো সামিরা ভালো হলে।
এক বাসায় থেকে নিজেই জানলো না স্বামী আত্মহত্যা করবে। তাও সারারাত পার করে সকালে! আত্মহত্যার জন্য নিজ রুম ছেড়ে মহানায়ক বেডরুম ছেড়ে ড্রেসিং রুমে!!!
অবশ্য ই এই রে*ন্ডি*র বিচার বাংলাদেশ দেখতে চায়। না হয় সালমান ভক্তরাই তাকে একদিন শে*ষ করবে !

🤣
26/10/2025

🤣

24/10/2025
ফেনীতে রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার
24/10/2025

ফেনীতে রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার

Address

HAZARI Road, District/Feni
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর আচঁল -Fenir Achol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর আচঁল -Fenir Achol:

Share