16/06/2025
তুমি কেনো হার মানছো। তুমি যদি এখন হার মানো। তাহলে আর উঠে দারাতে পারবে না। তুমি কি চাও একটা ঘরের কোনে বসে কান্না করতে। যে আমায় দিয়ে কিছু হনে না। আমি হেরে গেলাম। না তুমি হার মানবে না। তোমাকে উঠে দারাতে হবে। তোমাকে সফল হতেই হবে। তেমাকে তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে হবে। তুই পারবে। তোমার দারাই হবে। শুধু একটু কষ্ট করো পরিশ্রম করো আজ না হোক কাল অবশ্যই হবে। তোমার জয় হবেই। ইনশাআল্লাহ