24/06/2025
Well, Let me tell you the Myth and the Reality of Digital Marketing ....
🗯️Myths: ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিলান্সিং করে আপনার জীবন বদলে দিতে পারবেন। এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনাকে আর কখনো পিছে ফিরে তাকাতে হবে না।
✔️ Reality: ডিজিটাল মার্কেটিং এর কাজ কেবল এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া এর মদ্ধে নয় , বরং এটা শিখবার পর আপনি এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া তে কাজ করবার পাশাপাশি মিডিয়া বাইং, ট্র্যাকিং (পিক্সাল, গুগল এনালিটিক্স) এর মতো বিষয় নিয়ে কিংবা ফানেল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন।
🗯️ Myths: ফেসবুকে অ্যাড রান করতে পারলে আপনার বাসায় ডলার রাখতে জায়গা পাবেন না।
✔️ Reality: আপনি ফেসবুকে কয় ধরনের অ্যাড রান করতে পারেন ?? Solo AD, Cluster AD, Retargeting ads, Funnel ads, A/B Testing, Duplicate AD Set, Looks a like, Geo-targeted Ads, Dynamic ads কিংবা Instant Experience Ads?? আচ্ছা যদি সবগুলা পারেন কিংবা যে কোন একটা পারেন তাহলে ROI কিভাবে আপনি কাল্কুলেশন করছেন ??? সার্ভার সাইট ট্র্যাকিং করছেন কিভাবে? মানে আপনার অ্যাড থেকে আমি যদি বলি আইফন উজারদের ডাটা আমাকে আলাদা করে দেন??? কারণ সেগুলা তো ফেসবুক আপনাকে সরাসরি দিবে না।
🗯️ Myths: এস ই ও তে কি ওয়ার্ড রিসার্চ জানলেই কাজ হবে.....
✔️ Reality: ঠিক আছে। এবার এর পাশাপাশি আমার ই কমার্সের জন্য গুগল মার্চেন্ট স্টোর সেট আপ করে আমার প্রোডাক্ট লিস্ট ইন করিয়ে দিন। এবার গুগল প্রোফাইল এ আমার বিজনেস সেট আপ করে আমার লোকাল বিজনেস লিস্টিং করে দেন।
শুধুমাত্র এতগুলা জিনিসের ব্যাপারে স্টুডেন্ট রা না জানবার কারনে যখন কাউকে জিজ্ঞাসা করা হয়, যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কি করবেন ? সে এটা বলতে পারে না, কিংবা বলে আমি SEO / Social Media Marketing নিয়ে কাজ করতে চাই। এরপর যখন বলা হয়, এই ২ সেক্টরে আপনি কি করতে চান ? তখন বুঝতে পারে না। অনেকে বলে জব মার্কেটে তো জব নাই কিন্তু জব সার্কুলার বুঝবার এবিলিটি তৈরি করা হয় নাই ওদের মাঝে।
ফ্রিলান্সিং কখনোই খারাপ না কিন্তু আপনি স্কিল আপ হয়ে আকাশ থেকে কবে বৃষ্টি ঝরবে সেই আশায় বসে থাকলে ষড় ঋতু শেষ হয়ে যাবে কিন্তু বৃষ্টির পানি পড়বে না।