Farhad - The Digital Wizard

  • Home
  • Farhad - The Digital Wizard

Farhad - The Digital Wizard If you are looking for a Digital Creator who can drive your business digitally to another dimension

Fun day….
12/07/2025

Fun day….

একটা কথা কি জানেন?? আপনি একটি কোম্পানিতে কাজ করছেন, করুন। যতদিন ওই কোম্পানি তে থাকবেন তাকে আপনার বেষ্ট দিন। কিন্তু আমাদে...
03/07/2025

একটা কথা কি জানেন?? আপনি একটি কোম্পানিতে কাজ করছেন, করুন। যতদিন ওই কোম্পানি তে থাকবেন তাকে আপনার বেষ্ট দিন। কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি সুযোগ সুবিধা পাচ্ছি তো থাকি একটা কোম্পানি তে ১০/১২ বছর।

কিন্তু ২০২৫ এ এসে দাঁড়িয়ে এটা একটা নিজের ক্যারিয়ারের সাথে অবিচার করবার মতো বিষয়। ব্যাপারটা একটু বুজিয়ে বলি, চাকুরী জীবন মানে শুধু বেতন নেয়া না, আপনি দেখবেন একটি কোম্পানি তে আপনি যত দিন আছেন, ওখানে ওভার দা টাইম আপনার নিজের ডেভেলপ হচ্ছে।

কিন্তু যেদিন থেকে আপনি আপনার কাজের বেষ্ট দেয়া টা কমে আসবে কিংবা বেতনের দিক থেকে আপনি যখন একটু উচ্চ পর্যায় যাওয়া শুরু করবেন তখনই কোম্পানি আপনার রিপ্লেস খুঁজবে। একটা কথা মাথায় রাখবেন, চাকুরী করছেন, এটাকে আগলায় রাখার কিছু নাই। কাজ করুন, ডেভেলপ করুন এবং ক্যারিয়ার বাড়ান। কারণ এক জায়গায় অনেক দিন থাকতে থাকতে আপনার নিজেরও বাহিরের গন্ডি সমন্ধে ধারণা কমে আসবে এবং আপনার মাঝে চ্যালেঞ্জ নেবার প্রবণতাও কমে যাবে।



গোপালভাঁড় দেখেন তো ??? আমাদের কর্পোরেট জীবনটা অনেকটাই রাজা কৃষ্ণচন্দ্র এর রাজসভা এর মতো।  কিছু অভিজ্ঞতা শেয়ার করি - ১. ক...
25/06/2025

গোপালভাঁড় দেখেন তো ??? আমাদের কর্পোরেট জীবনটা অনেকটাই রাজা কৃষ্ণচন্দ্র এর রাজসভা এর মতো। কিছু অভিজ্ঞতা শেয়ার করি -

১. কিছুদিন আগে আমি একটা RMG সেক্টরে কাজ করি। সেখানে একদিন আমার এক সিনিয়র কলিগকে জিজ্ঞাসা করলাম যে চ্যাট জিপিটি দিয়ে সহজে ক্যাপশন বানানোর উপায় কি?? উনি আমাক উত্তরে বললেন, " অকে সুধু গালি দিতে থাকবেন, মানে ও যেটাই দিক বলবেন , তোর টা হয় না , আরও দে আরও দে। আমি একটু অবাক হলাম। ভাবলাম আমাদের দেশে শিখানোর প্রতি মানুষের এত অনিহা ??? মানে আপনি চ্যাট জিপিটি কে গালি দিবেন এটাও সম্ভব ?? আবার এটা আপনি একজন মানুষকে বিশ্বাস করতে বলছেন ??

২. ওই একই অফিসে আমার আরেক কলিগ গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন। উনি উনার কাজে বেশ অভিজ্ঞ এবং খুব ভালো কাজ করতে পারেন। এখন আমার চ্যাট জিপিটি বিশেষজ্ঞ কলিগ কাজ করেন এস ই ও তে কিন্তু উনার লম্বা নাকটা সারাক্ষণ দিয়ে রাখেন বেচারার ডিজাইনের মধ্যে।

ঠিক পুরা ব্যাপারটা আমার কাছে লাগে রাজা কৃষ্ণচন্দ্র এর রাজসভা এর মতো। মন্ত্রী যেমন সব কাজে একটা অনধিকার চর্চা করেন, এখানেও ব্যাপারটা তাই। এটা বাংলাদেশের ৯০% কর্পোরেটের চিত্র।

Well, Let me tell you the Myth and the Reality of Digital Marketing ....🗯️Myths: ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিলান্সিং...
24/06/2025

Well, Let me tell you the Myth and the Reality of Digital Marketing ....

🗯️Myths: ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিলান্সিং করে আপনার জীবন বদলে দিতে পারবেন। এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আপনাকে আর কখনো পিছে ফিরে তাকাতে হবে না।

✔️ Reality: ডিজিটাল মার্কেটিং এর কাজ কেবল এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া এর মদ্ধে নয় , বরং এটা শিখবার পর আপনি এস ই ও কিংবা সোশ্যাল মিডিয়া তে কাজ করবার পাশাপাশি মিডিয়া বাইং, ট্র্যাকিং (পিক্সাল, গুগল এনালিটিক্স) এর মতো বিষয় নিয়ে কিংবা ফানেল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন।

🗯️ Myths: ফেসবুকে অ্যাড রান করতে পারলে আপনার বাসায় ডলার রাখতে জায়গা পাবেন না।
✔️ Reality: আপনি ফেসবুকে কয় ধরনের অ্যাড রান করতে পারেন ?? Solo AD, Cluster AD, Retargeting ads, Funnel ads, A/B Testing, Duplicate AD Set, Looks a like, Geo-targeted Ads, Dynamic ads কিংবা Instant Experience Ads?? আচ্ছা যদি সবগুলা পারেন কিংবা যে কোন একটা পারেন তাহলে ROI কিভাবে আপনি কাল্কুলেশন করছেন ??? সার্ভার সাইট ট্র্যাকিং করছেন কিভাবে? মানে আপনার অ্যাড থেকে আমি যদি বলি আইফন উজারদের ডাটা আমাকে আলাদা করে দেন??? কারণ সেগুলা তো ফেসবুক আপনাকে সরাসরি দিবে না।

🗯️ Myths: এস ই ও তে কি ওয়ার্ড রিসার্চ জানলেই কাজ হবে.....

✔️ Reality: ঠিক আছে। এবার এর পাশাপাশি আমার ই কমার্সের জন্য গুগল মার্চেন্ট স্টোর সেট আপ করে আমার প্রোডাক্ট লিস্ট ইন করিয়ে দিন। এবার গুগল প্রোফাইল এ আমার বিজনেস সেট আপ করে আমার লোকাল বিজনেস লিস্টিং করে দেন।

শুধুমাত্র এতগুলা জিনিসের ব্যাপারে স্টুডেন্ট রা না জানবার কারনে যখন কাউকে জিজ্ঞাসা করা হয়, যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কি করবেন ? সে এটা বলতে পারে না, কিংবা বলে আমি SEO / Social Media Marketing নিয়ে কাজ করতে চাই। এরপর যখন বলা হয়, এই ২ সেক্টরে আপনি কি করতে চান ? তখন বুঝতে পারে না। অনেকে বলে জব মার্কেটে তো জব নাই কিন্তু জব সার্কুলার বুঝবার এবিলিটি তৈরি করা হয় নাই ওদের মাঝে।

ফ্রিলান্সিং কখনোই খারাপ না কিন্তু আপনি স্কিল আপ হয়ে আকাশ থেকে কবে বৃষ্টি ঝরবে সেই আশায় বসে থাকলে ষড় ঋতু শেষ হয়ে যাবে কিন্তু বৃষ্টির পানি পড়বে না।



Have you seen the job ciruclar??? yes!!!! আপনি ঠিক দেখছেন। এটা পৃথিবীর one of the largest Gaming Company,  "EA Sports" এ...
23/06/2025

Have you seen the job ciruclar??? yes!!!! আপনি ঠিক দেখছেন। এটা পৃথিবীর one of the largest Gaming Company, "EA Sports" এর জব সার্কুলার। কোথায় এসেছে দেখেছেন ?? লিঙ্কডইন নামক একটি সোশ্যাল মিডিয়া তে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আমি সরাসরি ট্রেনিং এর সাথে জড়িত ছিলাম। এই অল্প সময়ে আমার মোটামুটি যত শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি কিংবা যত প্রতিষ্ঠানের সিনিয়র ইমপ্লয়িদের সাথে কথা বলেছি, দুঃখের বিষয় হলেও সত্যি ৯০% আমরা এই সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক বেশি অসেচতন কিংবা উদাসীন। আপনি রিলস বানান, এতে কোন সমস্যা নাই কিন্তু আপনি প্রতিদিন শুধুমাত্র ১ টা ঘন্টা লিঙ্কডইনে সময় দেন। ইউটিউবে প্রফাইল সাজানোর নিয়মটা দেখেন। প্রতিদিন একটা করে পোস্ট দেন। আপনাকে কখনো বেকার থাকতে হবে না। আমি নিজে এর সবচেয়ে বড় প্রমাণ।


Career  এর at point আপনার  মনে হবে যে , আপনার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে , কিভাবে আগে আপনাকে সবাই ...
22/06/2025

Career এর at point আপনার মনে হবে যে , আপনার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে , কিভাবে আগে আপনাকে সবাই মিসগাইড করত ….

আমি  Chat GPT দিয়ে " ডিজিটাল  মার্কেটিং" এর গুরুত্বের উপর এই কমিক্স টি তৈরি করেছি। আমি বিশ্বাস করি  আপনারা আরও ভালো কিছু...
18/06/2025

আমি Chat GPT দিয়ে " ডিজিটাল মার্কেটিং" এর গুরুত্বের উপর এই কমিক্স টি তৈরি করেছি। আমি বিশ্বাস করি আপনারা আরও ভালো কিছু তৈরি করতে পারবেন। বর্তমানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটি বিশেষ স্কিল। So, get skilled...

আপনাদের সুবিধার জন্য আমি প্রম্পট টি দিয়ে দিচ্ছি নিচের কমেন্টস এ ।

3…2….1
14/06/2025

3…2….1

06/06/2025
আমাদের আইটি প্রতিষ্ঠানগুলিতে যা শিখানো হয়, সেটার সাথে বাস্তব শিক্ষা এর কতটুকু পার্থক্য এটা আপনি রিয়েল ফিল্ডে কাজ না করল...
01/06/2025

আমাদের আইটি প্রতিষ্ঠানগুলিতে যা শিখানো হয়, সেটার সাথে বাস্তব শিক্ষা এর কতটুকু পার্থক্য এটা আপনি রিয়েল ফিল্ডে কাজ না করলে কোনদিন বুঝবেন না। যেহুতু প্রতিটি শিক্ষার্থী অনেক কষ্ট করে টাকা যোগাড় করে কোর্স করে, তাই আমি মনে করি এই গ্যাপটা নিয়ে দ্রুত কাজ করা উচিত।

আমাদের দেশে অনেক অফিসের বসকে বলতে শুনা যায় জেআর, আমার সাথে যদি তুমি কাজ করতে না পারো তাহলে আর কোথাও কাজ করতে পারবা না।আ...
30/05/2025

আমাদের দেশে অনেক অফিসের বসকে বলতে শুনা যায় জেআর, আমার সাথে যদি তুমি কাজ করতে না পারো তাহলে আর কোথাও কাজ করতে পারবা না।

আসলে সত্যি বলতে কি উনারা মানসিকভাবে এতো মোটা হয়ে গিয়েছেন যে, উনাদের পেট এর নিচে যে দুনিয়া যে অনেক বড় হয়ে গিয়েছে সেটা উনারা খেয়াল ই করেন নাই। ভাই এটা 2025.... এখানে আপনি একজন বস হিসেবে যেভাবে খুব সহজে একজন কর্মী পাবেন, ঠিক একজন কর্মীও খুব সহজে চাকুরী পাবে। এটা না করে বরং তাদের উৎসাহিত করুন যে সে যদি স্কিল এপি হয় তাহলে সে অনেক দূর যেতে পারবে।

Greek Philosopher Diogense কে একদিন  খুব সাধারণ খাবার খেতে দেখে একদিন একজন বললেন, " ও হে, তুমি যদি রাজার সাথে ভালো সম্পর...
28/05/2025

Greek Philosopher Diogense কে একদিন খুব সাধারণ খাবার খেতে দেখে একদিন একজন বললেন, " ও হে, তুমি যদি রাজার সাথে ভালো সম্পর্ক রাখতে তাহলে আজকে তোমাকে এই খাবার খেতে হত না। উত্তরে Diogense বললেন, আপনি যদি সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে যেতেন, তাহলে আজকে আপনাকে রাজাকে তেল দিয়ে চলতে হত না।"

এ থেকে আমরা কি শিখলাম ??? নিজের প্রতি আত্মবিশ্বাসী হন, অন্য কেউ যাতে আপনার চিন্তার উপর প্রভাব বিস্তার করতে না পারে।

Address


Opening Hours

Monday 09:45 - 21:00
Tuesday 09:45 - 21:00
Wednesday 09:45 - 21:00
Thursday 09:45 - 21:00

Telephone

+8801689690590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhad - The Digital Wizard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhad - The Digital Wizard:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share