13/07/2024
(পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে) 🤣😆🤣😅😀😃
ছোটবেলা থেকে আমি শাবানার অনেক বড় ফ্যান। আমি সবসময় চাইতাম জীবনটা তার মত হোক। কিন্তু জীবনে প্রেম না আসায় অমর প্রেমের দিকটা জীবন থেকে হারিয়ে গেলো। সেইটা বড় কথা নয়। জীবনে শাবানা হওয়ার চান্স আসবে।
বলতে বলতে একদিন আমাদের বাসায় শাবানা হবার সুযোগটা আসলো।আসলে বিয়ের প্রস্তাব আসলো। বাসায় উনারা আসলেন আমাকে দেখতে। যথারীতি আমি চায়ের ট্রে নিয়ে হাজির। একদম শাবানার মত সেজেছিলাম । উনারা আমাকে পছন্দ করলেন।
বিয়েটা আমাদের হয়ে গেলো। বিয়ের দিন শশুড় বাড়ি যাবার সময় খুব কাঁদলাম আর ছোট ভাইটাকে বললাম ,
- আমি আসবো ভাই কাঁদিস না
- কে কাঁদতেছে। এ তুই যা তোহ। মুসিবত কমুক।
আসলে আমি চেয়েছিলাম আমার ভাই বুবু বলে কান্না করে আমাকে জড়িয়ে ধরুক আর আমিও জড়িয়ে ধরে শাবানার মত বলবো ওকে ছাড়া কখনো আমি থাকিনি কিন্তু সে ইচ্ছার মুখে বোমা মারলো আমার ভাই।
এদিকে ও বাড়িতে পৌছাবার পর আমাকে নিয়ে সবার কত মাতামাতি অথচ আমাকে কেউ মুখ ঝামটা দেয়নি ।এজন্য আমি বিশাল ব্যথিত ছিলাম কেননা শাবানাকে সবাই মুখ ঝামটা দিতো শশুড়বাড়িতে। মুখঝামটা দিলেই না বুকের ভেতর ভয় হাহাকার করে উঠবে। তারপর ওভাবে ভয় নিয়ে সংসার করবো কিন্তু উনারা তেমন না।
বিশাল হতাশা নিয়ে ভাবছিলাম এখনো কেনো আমার শাশুড়ি এসে আমার গহনা নিলেন না ।উনি গহনা না নিলে আমি ডায়লগ দিবো কিভাবে? তাই আমি নিজে সব গুছিয়ে চলে গেলাম ।
- মা আসবো ?
- হ্যা মা আসো আসো।
- এইযে মা গহনা। আমার কাছে আমার স্বামিই সবচেয়ে বড় গহনা। এ ছাড়া আমি কিচ্ছু চাইনা।
আমার শাশুড়িকে দেখে মনে হলো উনি জ্বিন দেখছেন।আমি সেই জ্বিন। আধাঘণ্টা ধরে মা আমাকে বুঝাতেই পারলেন না যে গহনা উনার লাগবেনা।
গহনা দিয়ে এসে রুমের দিকে গেলাম।রুমে ওদিকে গিয়ে দেখি আমার স্বামী আমার অপেক্ষায় বসে আছেন ।
- আসসালামু আলাইকুম
- ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলে ?
- মায়ের কাছে। সব গহনা দিতে। আমি বলেছি আমার কাছে আমার স্বামীই বড় গহনা।
এ কথা শুনে আমার স্বামী কাঁদোকাঁদো হয়ে গেলেন। আমি বললাম,
- কাঁদবেন না। আপনি আমার স্বামী। আপনার পায়ের নিচে আমার বেহেশত
- কিহ? কিসব কথাবার্তা । এগুলা ভুল কথা। এইসব ফালতু কথা
- ছি এভাবে বলবেন না। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। শাবানা এটাই বলেছে। অবশ্যই বেহেশত আছে। আপনি আমাকে ভালোবাসেন না তাইনা ?এজন্য এসব বলছেন।
- না না তা হবে কেনো ? আমি বাসি। আসলে অনেক দ্রুত বিয়ে হয়ে গেলো তোহ তাই তোমাকে বলতে পারিনি
- আমিও আপনাকে ভালোবাসি
- সত্যি?
-সত্যি
উনি সত্যি বলে যেই আমাকে বুকে টেনে নিয়েছেন সেই আমি উনাকে ধাক্কা দিয়ে ফোনে শাবানার গান বাজিয়ে নাচা শুরু করলাম। আমি সিনেমায় দেখেছি স্বামীকে ভালোবাসি বলবার পর শাবানা তার স্বামীকে নিয়ে খুব নাচে। আমার স্বামী বোধহয় আমাকে ভালোবাসেনা নাহলে না নেচে এভাবে বেকুবের মত আমার দিকে তাকিয়ে থাকবে কেনো ?
এদিকে বাইরের থেকে মা এলোপাথাড়ি দরজা গুতাচ্ছেন আর বলছেন, " খোকা আয়তুল কুরসি পড়।বউমাকে জ্বিনে ধরছে "।🤣🤣🤣
~কালেক্টেড