সোনার বাংলা ডটকম

  • Home
  • সোনার বাংলা ডটকম

সোনার বাংলা ডটকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেইজ কে ফলো করে সাথেই থাকুন।

স্বারা বিশ্বে আওয়াজ উঠুক । ই হু দী দে র আস্তানা এই দুনিয়ায় হবে না ।
05/10/2025

স্বারা বিশ্বে আওয়াজ উঠুক ।
ই হু দী দে র আস্তানা এই দুনিয়ায় হবে না ।

চান্দাবাজি এই দেশে কবে বন্ধ হবে ❓❓সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন ...
04/10/2025

চান্দাবাজি এই দেশে কবে বন্ধ হবে ❓❓

সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল ।

এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে❓ টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম ।

এরই মধ্যে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায় । এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন ।

এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন । পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে ।

এয়ারল্যান্ড প্রেসিডেন্ট মাইকেল হিগিনস ।
03/10/2025

এয়ারল্যান্ড প্রেসিডেন্ট মাইকেল হিগিনস ।

ই স রা য়ে লি নেতাদের কা-রা-গা-রে দেখতে চান জাতিসংঘের শীর্ষ তদন্তকারীরা । ゚
28/09/2025

ই স রা য়ে লি নেতাদের কা-রা-গা-রে দেখতে চান জাতিসংঘের শীর্ষ তদন্তকারীরা ।

28/09/2025

ডাটা কানেক্টেড ছাড়াই এমবি-মিনিট দেখতে পারবেন খুব সহজেই ।

27/09/2025

ক্ষুধার জ্বালায় ক্যামেরা বেচে রুটি কিনছেন গাজার সাংবাদিক ! 😥

সাংবাদিককেও চাঁদা দিতে হবে । 😎🤗🥴     ゚
24/09/2025

সাংবাদিককেও চাঁদা দিতে হবে । 😎🤗🥴

এই প্লাটফর্মে আরো কত কিছু দেখা লাগবে কে জানে ।   ゚
23/09/2025

এই প্লাটফর্মে আরো কত কিছু দেখা লাগবে কে জানে ।






এবার বুঝতে পারছেন । ডাকসু-জাকসুতে কেন একজনও জিতলো না ।   ゚
21/09/2025

এবার বুঝতে পারছেন ।
ডাকসু-জাকসুতে কেন একজনও জিতলো না ।

My New Friends & followers Rubina Khatun, MD Naeem Ahmad, Sahadat Molla, Pranto Dey
19/09/2025

My New Friends & followers Rubina Khatun, MD Naeem Ahmad, Sahadat Molla, Pranto Dey

হেলপার পেছন থেকে বললো...  ওস্তাদ একটা কথা বলবো ❓ ওস্তাদ কোনো কথা বলেনা ৷ একমনে গাড়ি চালাতে থাকে । কিছুক্ষণ পর আবারও বাসে...
19/09/2025

হেলপার পেছন থেকে বললো... ওস্তাদ একটা কথা বলবো ❓

ওস্তাদ কোনো কথা বলেনা ৷ একমনে গাড়ি চালাতে থাকে ।

কিছুক্ষণ পর আবারও বাসে হৈ হুল্লোড় । সবাই ড্রাইভারের সমালোচনা করছেন । এই লোক গাড়ি চালাতে জানেনা, ফাও ব্রেক করে, ট্রাফিক সিস্টেম মানতে চায়না, গাড়ি জোরে চালায় ইত্যাদি ইত্যাদি ।

হেলপার ছেলেটা আবারও চিৎকার করে, ওস্তাদ গাড়ি থামান, সবাই আপনার সমালোচনা করছে ।

ওস্তাদ আরও তিরিশ মিনিট পর গাড়ি থামালেন ছোট্ট একটি বাজারের সামনে ।

যাত্রীরা সবাই নেমে গেলো একে একে ।

ওস্তাদ এবার ডাকলেন অল্প বয়েসী হেলপারকে । বললেন, আমি যদি ড্রাইভিং সিট থেকে পেছনে ফিরে সমালোচনার জবাব দিতাম তাহলে কি হত ? তাহলে গাড়িটি লক্ষ্যভ্রষ্ট হত এবং সবাই দুর্ঘটনার শিকার হত । গাড়ি চালানো অবস্থায় পেছনে ফিরে তাকানো যায়নারে বলদ ৷ এবং তাতে গন্তব্যেও পৌছানো যায়না ।

আপনি কি কোনও কাজ করছেন ? বা কোনও কাজের ড্রাইভিং সিটে বসে তা পরিচালনা করছেন ?

যদি করেন তাহলে অবশ্যই সমালোচনা হবে, পেছনে অনেকেই অনেক কথা বলবে । কিন্তু জবাব দেওয়ার জন্য যদি আপনি পেছনে তাকান তাহলে লক্ষ্যভ্রষ্ট হবেন । মনজিলে মাকসুদে পৌছতে পারবেননা ।

আপনি ড্রাইভার হলে সোজা সামনে তাকিয়ে গাড়ি চালান । কে কি বললো তা নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই ।

গাড়ি চালাতে থাকেন, একদিন অবশ্য ই মনজিলে মাকসুদে পৌছবেন ইনশাআল্লাহ ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when সোনার বাংলা ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share