Saikat Bangladesh

  • Home
  • Saikat Bangladesh

Saikat Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saikat Bangladesh, Digital creator, .

জীবনের মানে সেই দিন বুঝবেন, যেদিন সময় আর পরিস্থিতি এক সাথে আঘাত করবে.!💔🥀
13/02/2025

জীবনের মানে সেই দিন বুঝবেন, যেদিন সময় আর পরিস্থিতি এক সাথে আঘাত করবে.!💔🥀

10/02/2025

প্রেম তো দূরের কথা দিন দিন চেহারা যা হচ্ছে তাতে অ্যারেঞ্জ ম্যারেজ হবে কিনা সন্দেহ!🙂

____ SSaikat Bangladesh

08/02/2025

~ আপনি ইগনোর করার পরেও যে মানুষটা মেসেজ এর পর মেসেজ দিয়ে যায়, সে মানুষটা সত্যি আপনাকে অনেকক ভালোবাসে!🖤🌸

08/02/2025

মানুষের সঙ্গে শুধু সীমিত সম্পর্ক রাখাই ভালো। কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায়, বাস্তবে ততটা নয়। প্রয়োজন হলে আপনাকে ভগবান বানিয়ে পূজা করবে, আর প্রয়োজন ফুরালে শত্রু বানিয়ে বদনাম করবে।

মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তাই, অতিরিক্ত ভালোবাসা বা ফাস্ট প্রায়োরিটি দেওয়া বোকামি। এতে মানুষ আপনার মাথায় উঠে নাচবে, তারপর ক্ষতি করবে। কারও বিপদে পাশে দাঁড়ানো, অতিরিক্ত স্নেহ করা বা সাহায্য করা যতটা ভালো মনে হয়, দিনশেষে নিজের আত্মসম্মান কমে যায়।

মানুষ নয়, নিজের স্বপ্ন আর আত্মসম্মানকে প্রাধান্য দিন। স্বপ্ন বাঁচার শক্তি দেয়, আর ভেঙে গেলে মানুষ শেষ হয়ে যায়। তাই, মানুষ নয়, নিজের উপর ভরসা রাখুন।।😊

07/02/2025

আমি প্রেমিক চাইনা,
কারণ প্রেমিক সময়ের সাথে সাথে সে-ও হারিয়ে যা-ই,,!! 💔🙃
আমি জীবনসঙ্গী চাই,
কেননা সময় হারিয়ে গেলেও সে কখনোই হারাবে না..!! ❤️‍🩹
আমি প্রেম চাইনা,
কারণ প্রেমে বিচ্ছেদ থাকে..!!🙂
আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই..!!🥀🙂
~সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন!
ভালবাসার জন্য রুপ নয়
সুন্দর দুটো মনের প্রয়োজন হয় 🥰🥀

স্বপ্ন মানুষ কে বাঁচতে সেখায়!!🥀®️💝

05/02/2025

সারাদিন কথা বলার দরকার নেই। সব কথা শেয়ারের দরকার নেই। কী হচ্ছে,কী করছি- এত কথা বাড়ানোর কোনো দরকার নেই! কী হয় জানো তো? অভ্যাস:
আবার অভ্যাস থেকে জন্মায় 'মায়া' । মায়া থেকে জন্মায় বিশ্বাস! বিশ্বাস কেউ ভেঙে দিলে, খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে!
অভ্যাস খুব ভয়নক জিনিস, রোজ কয়েক ঘন্টা করে কথা বলতে বলতে, হুট করে বন্ধ হয়ে গেলে! বাকি সবার মেসেজ, বাকি পৃথিবীর সুখও মনকে ভালো থাকতে দেয় না। আর মায়া একবার তৈরী হয়ে গেলে, তা কাটাতে দুঃখের একটা সমুদ্র পাড়ি দেওয়া লাগে। খাও দাও, ঘুমাও, সিনেমা দেখো, ড্রামা দেখো, বই পড়ো, ক্যারিয়ারে সময় দাও। মানুষে না! ব্যক্তি আসক্তি খারাপ ব্যাপার।

আলাপচারিতা থাকুক,অভ্যাস না। নিজের সময়টা নিজেকে দাও, নিজের ভালো থাকাটা নিজের উপরে রাখো। অন্যের দেওয়া গুরুত্বের উপর না!

04/02/2025

⎯͢ ➪পুরুষদের ধ্বংসের ৮টি কারণঃ

⎯͢ ➪⋆⃝1️⃣অন্যায় ভাবে একে অপরের সম্পদ আত্মসাৎ করিও না।
নেশায় আসক্তি (সিগারেট, মদ, জুয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না”
📖📿[সুরাঃ-নিসা ২৯]📿📖

⎯͢ ➪⋆⃝2️⃣কাচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা, এগুলো কাফিরদের পোশাক”
📿📚[মুসলিমঃ ২০৭৭]📚📿

⎯͢ ➪⋆⃝3️⃣পুরুষ হয়েও গোল্ড(সোনা) ব্যবহার করা হারাম।”
📜📿[ইবনে মাজাহঃ ৩৫৯৫,আবু দাউদঃ ৪০৫৭]📜📿

⎯͢ ➪⋆⃝4️⃣যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে। নাক-কান ফোড়ানো অর্থাৎ, মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূল (সঃ) এর অভিশাপ।”
📿🕌[বুখারীঃ৫৮৮৫,৫৮৮৬, তিরমিজিঃ ২৭৬৪,২৭৬৫,আবু দাউদঃ৪০৯৭, ইবনে মাজাহঃ১৯০৪]🕌📿

⎯͢ ➪⋆⃝5️⃣সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা”...!.!
📖📿[ইবনে মাজাহঃ৩৫৯৫,নাসাঈঃ ৫১৪৪]📿📖

⎯͢ ➪⋆⃝6️⃣পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসূল (সঃ) বলেছেন, এটা জাহান্নামি পুরুষের লক্ষণ, পুরুষেরা তাঁর জন্য জাহান্নামে যাবে।”
🕋📿[বুখারীঃ৫৫৫৯]🕋📿

⎯͢ ➪⋆⃝7️⃣ইচ্ছাকৃত ভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায়ে অলসতা। কেননা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলো সে কুফরি করলো...!.!
📿📖[মুসলিমঃ৮২,তিরমিজিঃ২৬১৯]📜📿

⎯͢ ➪⋆⃝8️⃣দৃষ্টি সংযত না রাখতে পারা (গান বাজনা শোনা, মিউজিক এর সাথে লিপ্ত থাকা)
"নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে...!.!
📖📿[সূরা বনী ইসরাঈলঃ৩৬]📖📿

─⃜⃜͢͢⎼⎼⎼⃡⃝⃨✿͜͡আল্লাহ আপনি আমাকে ও আমার বাবা ভাই এবং সমস্ত পুরুষদের সবাইকে হেদায়েত দান করুন এগুলো মেনে চলার তৌফিক দান করুন...!.!
⎯͢⎼⎼⎼⃡⃝⃨➪আমিন➪⎼⃡⃝⃨🤲

আমেরিকান এক পর্যটক এইটা দেখে বলেছিলো,ওয়াও!কত বড় শিক কাবাব..😃 SSaikat Bangladesh
03/02/2025

আমেরিকান এক পর্যটক এইটা দেখে বলেছিলো,ওয়াও!কত বড় শিক কাবাব..😃

SSaikat Bangladesh

03/02/2025

মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে। ✨❤️

কখনো ভুলো না তাকে,,যে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যখন সবাই অজুহাত দিয়েছিল।🤗
03/02/2025

কখনো ভুলো না তাকে,,
যে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যখন সবাই অজুহাত দিয়েছিল।🤗

03/02/2025

ওয়াদা ততটুকু করো যতটুকু রাখতে পারবে; মিথ্যা প্রতিশ্রুতি কারো জীবন নষ্ট করতে পারে..😏

Address


Telephone

+8801518987489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saikat Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share