Entire Universe

Entire Universe "আমি জীবন চলার পথে চ্যালেঞ্জকে ভয় নয়, ফুয়েল বানাই — সাফল্যই আমার একমাত্র ডেস্টিনেশন 🚀🔥"

Everything is in one place.

We are a reputed buy, sale & sourcing agent of garments stocklot here in Bangladesh.

03/11/2025

শুভ রাত্রি
GOOD NIGHT

03/11/2025

শুভ সন্ধ্যা
Good Evening

03/11/2025

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো সংবাদ দেখলেই শেয়ার করা থেকে বিরত থাকুন। আগে যাচাই-বাছাই করুন, নিশ্চিত হোন সত্য-মিথ্যা সম্পর্কে, তারপর চাইলে শেয়ার করতে পারেন। সচেতন নাগরিকদের জন্য এটাই যথাযথ নিয়ম।

03/11/2025

শুভ অপরাহ্ন
GOOD AFTERNOON

03/11/2025

শুভ সকাল

02/11/2025

শুভ রাত্রি 🌹
GOOD NIGHT 🌹

02/11/2025

শুভ সন্ধ্যা 🌹

02/11/2025

A warm start to a beautiful day.
Good Morning.

01/11/2025

শুভ রাত্রি বন্ধুরা 🌹
GOOD NIGHT FRIENDS ❤️

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্র...
01/11/2025

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করে কৃষি অফিসের কর্মকর্তারা। সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কথা বলতে রাজি হননি।

01/11/2025

জামায়াত-এনসিপি-ইউনুস গং ভেবেছে যে মানুষ আওয়ামী লীগকে চায় নাই জন্য বুঝি বিএনপিকেও চায়না।

এক এগারোর সরকার ২ বছর আর আওয়ামী লীগ ১৫ বছর এখন জামায়াত-এনসিপি-ইউনুস গং ১ বছর মোট ১৮ বছর ধরে বিএনপির বিরুদ্ধে কম চেষ্টা তো কেউ করলেন না, একটাও উপড়াইতে পারছেন কেউ? বিএনপি বিএনপির জায়গায় ঠিকই দাঁড়িয়ে আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

লেবু কচলালে তেতো হয়ে যায়। লীগ ৭১ কে নিজের বাপের সম্পত্তি মনে করে কচলিয়ে কচলিয়ে তেতো করে তুলেছিল, আর এখন জামায়াত-এনসিপি-ইউনুস গং জুলাই ২৪কে নিজেদের যার যার বাপের সম্পত্তি মনে করে যে যেমনে পারছেন কচলিয়ে কচলিয়ে তেতো করে তুলছেন জনগণের কাছে।

অনুরোধ করছি জনগণের ধৈর্য্যের বাঁধ ভাঙার চেষ্টা করবেন না। জনগণ চ্যাতলে কেউই পিঠ বাঁচাতে পারে না।

01/11/2025

পশ্চিম দিকে থেকে সূর্য উঠতেছে না ঐ দিকে ডুবতেছে? কনফিউজড।

তবুও সবাইকে শুভ সন্ধ্যা 🌹🌹❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Entire Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entire Universe:

Share