U N G R T E f u l

  • Home
  • U N G R T E f u l

U N G R T E f u l ungrateful memes
Some People Are So Ungrateful life quotes quotes quote people life quote looney tun

30/06/2025

যার হাত থেকে এইমাত্র আপনি ফুল নিলেন তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো শক্তি ঈশ্বর আপনাকে কখনও না দিক।
মানুষটা যে শুধুমাত্রই ফুল দিচ্ছে আপনাকে, তা কিন্তু নয়। সে ফুলের সাথে মেশাচ্ছে তার সমর্পণ,চিন্তা,হারানোর ভয় এবং আমরণ ভালোবাসা,
আপনি এসব অস্বীকার করে যদিওবা একদিন অনেক দূর চলে যান, সে ফুল কিন্তু আটকেই থাকবে আপনার পাঁজরের কোনো এক কোণে। গভীর রাতে, একাকিত্বে কিংবা বৃষ্টির নামার আগে সেই ফুল এবং তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সেই কবেকার ফেলে আসা মানুষটা বুকে হঠাৎ বিভৎস চাপ বাড়াবে,
আফসোস নেমে আসবে আপনার দুচোখ বেয়ে।
তাই আর যাই হোক! যার হাত থেকে এইমাত্র আপনি ফুল নিলেন তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো শক্তি ঈশ্বর আপনাকে কখনও না দিক.....

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। ক...
22/06/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে। ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো এক্সিডেন্টে হয়ে থাকে।

অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব‍্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ! মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব‍্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না!

আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না। কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সে-ই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কীভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়! নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয়!

কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয়। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে! সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে।

দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার যন্ত্রণা সহ‍্য করতে পারবে কিনা! কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ‍্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা!

21/06/2025

"Love B'ombing" শব্দটা শুনে রোমান্টিক মনে হলেও, আসলে ব্যাপারটা অনেক ভয়ংকর।

Love b'ombing হলো এমন একটা সাইকোলজিক্যাল টার্ম, যেখানে কেউ একজন হঠাৎ আপনাকে অতিরিক্ত ভালোবাসা, আদর, যত্ন, কেয়ার, গিফট, ফোন, টেক্সট সবকিছু দিবে। আপনি ভাববেন, আহা! এরকম মানুষ তো আমি চেয়েছিলাম! মনে হবে, এই মানুষটাই বুঝি আপনার জন্য বানানো।

কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আপনি তার দিকে একটু অভ্যস্ত হয়ে পড়বেন। তখনই সে হঠাৎ করে দুরে সরে যাবে, যোগাযোগ কমিয়ে দিবে, বিরক্তি দেখাবে, আপনাকে দোষ দিতে শুরু করবে। তখন আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন "আমি কি ভুল কিছু করলাম?"

Love b'ombing হলো এক ধরনের Manipulation technique। এই কৌশলে যারা মাস্টার, তারা শুরুতে আপনাকে ইমোশনালি এটাচড করে তুলবে। যখন আপনি পুরোপুরি তাদের উপর ইমোশনালি ডিপেন্ডেবল হয়ে যাবেন, তখনই তারা দূরে সরে যাবে বা আপনাকে কন্ট্রোল করতে চাইবে।

বর্তমানে অনেকেই এটার শিকার হচ্ছে। মনে রাখবেন, যে ভালোবাসা হুট করে শুরু হয়, সেটা হুট করেই শেষ হয়ে যায়। ধীরে ধীরে তৈরি হওয়া সম্পর্ক, এগুলাই টিকে বেশিদিন। তাই কারো অতিরিক্ত যত্নে মুগ্ধ হবার আগেই ভাবুন, সে আপনাকে ঠিকমতো বুঝতেছে, নাকি আপনাকে নিয়ে খেলতেছে।

✍️ সাইন্টিস্ট মাহফুজ

12/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়। হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন।...
11/06/2025

ঘটনাটি ঘটেছিল কানাডায়।

হিমশীতল রাত। চারিদিকে বরফ পড়ছে। এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতিপর বৃদ্ধকে দেখতে পেলেন। ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত ঠাণ্ডায় আপনি বাইরে আছেন কেন? আপনার গায়ে শীতের পোশাক কোথায়?

বৃদ্ধ জবাব দিলেন, আমি গরীব অসহায়, আমার কোনো গরম কাপড় নেই, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি।
ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি।

এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে রাতেই সলিল সমাধি ঘটেছে তার।
ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট
পড়ে আছে যাতে লেখা:

যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম!

শিক্ষা: মি'থ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে র'ক্তাক্ত করে, মনোবল ধ্বংস করে দেয়। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা।

চিট করা মানে শুধু ভালোবাসা আর সম্পর্ক ভাঙা না, চিট করা মানে কাউকে এমনভাবে শেষ করে দেওয়া, যে সে পরের জীবনেও কাউকে বিশ্বাস...
07/06/2025

চিট করা মানে শুধু ভালোবাসা আর সম্পর্ক ভাঙা না, চিট করা মানে কাউকে এমনভাবে শেষ করে দেওয়া, যে সে পরের জীবনেও কাউকে বিশ্বাস করতে ভয় পায় Cheating doesn’t break a relationship, it breaks a soul...

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খ...
01/06/2025

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।
প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।

২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।

এক বছর পরে,২০১৬ সালে,ক্যামেরা আবার তাদের বন্দী, এখনও একই জায়গায় বসে,শুধুমাত্র ভিন্ন আসন। তাদের পৃথিবী ছোট,কিন্তু একে অপরের যত্নবান দুটি হৃদয়ের জন্য যথেষ্ট।

২০১৭ সালে শুধু ঠাকুমাকে দেখা গিয়েছিল এক চেয়ারে বসে সামনে তাকিয়ে। কিন্তু দাদুকে আর ছবিতে দেখা যাবে না😢

২০১৮ সালে,দাদী এখনও সেখানে ছিলেন,কিন্তু তিনি আর তার স্বাভাবিক চেয়ারে বসেন না। ঘরের অর্ধবন্ধ দরজার সামনে বসেছিলেন,শরীর দুর্বল হয়ে পড়েছিলেন।

২০২০ সালে দাদী আবার স্বাভাবিক চেয়ারে ফিরে এলেন, চিন্তায় এলোমেলো হয়ে বসে,কুচকে যাওয়া হাত দিয়ে থুতুকুকে আদর করে, যেন এমন কারো অপেক্ষায় যে আর ফিরবে না।

২০২১ সালে তার শরীর দুর্বল হয়ে পড়ে,তার পদক্ষেপ আর স্থিতিশীল ছিল না। সে শুধু তার অতীতের ছায়া,
আজও স্মৃতি আঁকড়ে আছে।

২০২২ সালে নীল ঘরের দরজা শক্ত করে বন্ধ ছিল। ঠাকুমার কোন খোঁজ নেই। হয়তো সে তার প্রিয়তমার সাথে গিয়েছিল। তারা সম্ভবত এখন আরো শান্তিপূর্ণ জায়গায় একসাথে।

২০২৩ সালে বাড়ির চারপাশে আগাছা বেড়ে গেল,তার রঙ ম্লান হয়ে গেল,এবং দরজা বন্ধ হয়ে গেল। সিট খালি আছে আগের মত বের করা হয় নি

২০২৪ সালে আগাছা সরিয়ে ফেলা হয়েছিল,কিন্তু ঘরটা চুপ করে ছিল। চেয়ারগুলো দাঁড়িয়ে আছে,অপেক্ষা করার মত,কিন্তু দেখা হয়নি।

এবং এখন, ২০২৫ সালে,বাড়িটি চলে গেছে,গ্রাউন্ডেড। সেখানে তাদের কোন সন্ধান নেই। শুধু স্মৃতি,শুধু ছবি। ভালোবাসা... সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসারও বিচ্ছেদ হতে হয়।

এদের সম্পর্কে কেউ গল্প বলে না। আমি বাদে। গুগল ম্যাপের মাধ্যমে।

🗣️ Collected ✒️📸 ---------


নদীর ওপারে মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ছে!   #প্রেমিকা
31/05/2025

নদীর ওপারে মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ছে!
#প্রেমিকা

এক আকাশের থেকেও বেশি শূণ্যতা নিয়ে, আমি রোজ দীর্ঘশ্বাস ফেলি-নিভু নিভু আলোর মতো, নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি-হার...
29/05/2025

এক আকাশের থেকেও বেশি শূণ্যতা নিয়ে, আমি রোজ দীর্ঘশ্বাস ফেলি-
নিভু নিভু আলোর মতো, নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি-

হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি-
জানি না কোন আশায়, নতুন নতুন উপায়ে, বেঁচে থাকার জন্য লড়াই করি-
শুধু জানি আমাকে বেঁচে থাকতে হবে, প্রতিনিয়ত কতো অভিনয় করি-

ভালো থাকি না, তবুও ভালো আছি বলতে থাকি! 🖤
#প্রেমিকা #প্রতারক #ধোঁকা #বিশ্বাস #শূন্য

যারা বলতো "পিপীলিকার পাখা গজায় মরিবার তরে" তারা সব মরে গেছে।আর উড়তে উড়তে পিপীলিকারা শকুনে রুপান্তরিত হয়ে, লোভে তাকিয়ে আছ...
28/05/2025

যারা বলতো "পিপীলিকার পাখা গজায় মরিবার তরে" তারা সব মরে গেছে।
আর উড়তে উড়তে পিপীলিকারা শকুনে রুপান্তরিত হয়ে, লোভে তাকিয়ে আছে সেইসব মৃতদেহের দিকে..!

#ধোঁকা #বিশ্বাস #প্রেমিকা #প্রতারক #শূন্য

 #ধোঁকা  #বিশ্বাস  #প্রেমিকা  #প্রতারক            #শূন্য
27/05/2025

#ধোঁকা #বিশ্বাস #প্রেমিকা #প্রতারক #শূন্য

26/05/2025

সুইজারল্যান্ড প্রবাসী ওসমান গনির বউ বাংলাদেশের বড়লোক্স বাপের অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য কিছু পরামর্শ দিয়েছে 🤣

"বাংলাদেশের আপুরা অনেকেই বিয়ে করার জন‍্য ছেলে খোঁজতেছো আবার অনেকে আছো যারা মুভ অন করতে চাও। আগের জামাই হয়ত তোমার মনমত না। সেক্ষেত্রে আমি বড়আপু হিসেবে কিছু কথা বলি। এগুলা মাথায় রাইখো।

কিরকম ছেলে খুঁজবা?

• প্রথম কথা, কাবিন হবে ৩০ লাখ।
• ছেলেকে অবশ‍্যই লম্বা চড়া হতে হবে। ফর্সা হতে হবে। শ‍্যামলা হলেও সমস‍্যা নাই তবে কাইলসা যেনো না হয়। আর মাথার চুলটা যাতে ঘন হয়। টাক বিয়ে করলে সাথে নিয়ে কোথাও যেতে পারবানা।
• ছেলের পরিবারে বা দুরসম্পর্কের আত্মীয়দের মধ‍্যে অবশ‍্যই একজন ডাক্তার, একজন আর্কিটেকচার, একজন পুলিশ, একজন র‍্যাব আর একজন আর্মি থাকতে হবে।
• একজন বিসিএস ক্যাডার, একজন বড় ব্যবসায়ী, একজন এসিল‍্যান্ড, একজন সাবরেজিস্টার, একজন সাংবাদিক, একজন উকিল থাকা বাধ্যতামূলক। জীবনে চলার পথে কাজে লাগে।
• সেইসাথে একজন ছাত্রদল, একজন জামাত, একজন শিবির আর একজন বৈষম‍্যবিরোধী সমন্বয়ক থাকলে ভালো হয়।
• ছেলের অবশ‍্যই বিদেশে খালা খালু কিংবা মামা মামী থাকতে হবে। তবে তারা যেনো লেবার ভিসায় না থাকে। এবং মিডেল ইস্টে যারা আছে, তাদেরকে বাদ দিয়ে হিসাব করতে হবে।
• ছেলের আত্মীয়স্বজনরা কম করে হলেও মেট্রিক পাশ হতে হবে। তবে এদের কোনো পরিচয় দেয়া যাবেনা। এদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়া যাবেনা।
• ছেলেকে আগে থেকেই বইলা রাখবা, বিয়ের আগে থেকেই যাতে কথা কম বলার অভ‍্যাস তৈরি করে। বিয়ের পর যে জামাই কথা বেশি বলে, তার সংসার কখনো সুখের হয়না। জামাই হইতে হবে বোবার মত।
• বিয়ের কথা চলাকালে ছেলের ফেসবুক পাছোয়াড চেয়ে নিবা। ভিতরে কি আছে চেক করে দেখবা। আজকালকার নাইন্টি থ্রি পারসন ছেলেরাই লুচ্চা হয়।
• দেশে ভিটাবাড়ি ছাড়া আর কিছু আছে কিনা চেক করে নিবা। একদিন দলিল নিয়ে দুইজনে বসবা। চেক করে দেখবা নামজারি খতিয়ান সব ঠিক আছে কিনা। রেগুলার খাজনা দেয় কিনা।
• ছেলের পাসপোট থাকলে ভিসার পাতা চেক করে দেখবা কখনো থাইল‍্যান্ড গেছে কিনা।
• ছেলের সাথে ফ্রি মাইন্ডে কথা বলে ফ্রি হয়ে জিগাস করবা, কি কি নেশা করে। মদ বিয়ার খেলে সমস‍্যা নাই। তবে ভেজিটেবল খাওয়া ছেলে কখনো বিয়ে করবানা।
• ছেলের সাথে কথা কাটছিট করে নিবা, অফিস বিদে কোনো মেয়ের সাথে কখনো কথা বলবেনা। ফেসবুক হতে সব মহিলাদেরকে বোলক করে দিতে হবে।
• স‍্যালারি সাটিফিকেট আর ব‍্যাংক স্টেটম‍্যান নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে চেক করাইয়া নিবা। জাস্ট সেফ থাকার জন‍্য।
• তুমি যদি পড়ালেখা কালীন বিয়ে করো, তাহলে আগে থেকেই বলে দিবা তোমার অনেক জুম মিটিং করতে হয়। ফেসবুক ইনেস্টাতে অনেকের সাথে নোট আদানপ্রদান করতে হয়। তোমার ফোন যেনো সে কখনো চেক না করে। একজন আরেকজনের ফোন হাতাইলে সংসার টিকেনা।
• বাচ্চা নেওয়ার ব‍্যাপারে আগেই আলোচনা করে নিবা। বিয়ের প্রথম দশবছরে কোনো বেবি না।
• সপ্তায় দুইদিন ছবি তোলার জন‍্য ভালো রেস্টুরেমে নিতে হবে। আর হানিমুনে মালদ্বীপ কনফার্ম।
• ছেলের কাছ থেকে স্টাম্প নিবা কখনো কোনো ঝগড়াবিবাদ করতে পারবেনা। কথা কাটাকাটির কোনো চান্সই থাকবেনা।

এগুলা একটু মেনে চলতে পারলেই ইনশাল্লাহ তুমিও হেপি হতে পারবা। তারপর বইলো, সুইজারল্যান্ড থেকে এক বড়আপু কিছু ভালো পরামর্শ দিছিলো।

ভাবী, ওসমান গণি
সুইজারল্যান্ড প্রবাসী

Address


Alerts

Be the first to know and let us send you an email when U N G R T E f u l posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to U N G R T E f u l:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share