27/09/2024
"النكاح من سنتى"
"বিবাহ"(নিকাহ) আল্লাহর রাসূলের বিশেষ একটি সুন্নাহ।যার মাধ্যমে একজন মুমিন তাকওয়ার অভূতপূর্ব স্বাদ পায়।বিয়ের সাথে জড়িয়ে আছে অনেক স্বপ্ন, অনেক আশা। নামটা শুনলেই মনে একটা উদ্দীপনা আসে। চোখে ভাসে এক রঙিন সংসারের দৃশ্য। যেখানে শুধু সুখ আর সুখ, ভালোবাসা আর ভালোবাসা।
হ্যাঁ, বিয়ের মাধ্যমে এসব অর্জন হয়। কিন্তু এটাই কি বিয়ের শেষকথা? এরপরে কি আর কোনো আখ্যান নেই? দায়িত্ব, কর্তব্য, জিম্মাদারি, পেরেশানি, মনোমালিন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি-এগুলোর কি স্থান নেই?
বিয়ের পূর্বে নানান ফ্যান্টাসি লালন করার কারণে, সংসার জীবনে এসে অনেকেই হোচট খায়। বিয়ের অপর পিঠ না-জানার ফলে বিপরীতধর্মী মানুষের সাথে তার মানিয়ে নিতে কষ্ট হয়। ধাক্কা খেতে খেতে অনেকেই একটা সময় হাল ছেড়ে দেয়। বাড়তে থাকে দাম্পত্য-কলহ, বিবাহ-বিচ্ছেদ। তাই বিয়ে সম্পর্কে সঠিক ধারণা রাখা সকলের ওপর জরুরি।
বইটিকে বলা যায় বিয়ে ও নারী-পুরুষের মনস্তত্ব সম্পর্কে এক প্র্যাকটিক্যাল গাইডলাইন। এর প্রতিটি অধ্যায় আপনাকে দিবে বাস্তবতার সবক। বইটি যেমন অবিবাহিতদের জন্যে জরুরি, ঠিক তেমনি উপকারী বিবাহিতদের জন্যেও। অবিবাহিতরা যেমন বিয়ের আগেকার করণীয় দিক সম্পর্কে গাইডলাইন পাবেন, বিবাহিতরাও খুঁজে পাবেন সংসার-জীবনে ভারসাম্য আনার দারুণ সব সূত্র। এর বাইরে পশ্চিমা জীবনধারাকে ছুড়ে ফেলে ইসলামের কাছে আশ্রয় নেওয়ার তীব্র বাসনাও তৈরি হবে। ফ্যান্টাসি ঝেড়ে ফেলে আপনিও হয়ে উঠবেন দায়িত্ববান পুরুষ ও নারী। আবেগের মোহ কাটিয়ে বাস্তবতার জানালায় দেখতে পাবেন 'বিয়ের এপিঠ ওপিঠ'।