AyaT Store

AyaT Store Only The Best Books Inside

আপনার প্রতিষ্ঠানের ইউনিফর্ম কে করে তুলুন আরো আকর্ষণীয়, স্টুডেন্ট এর ড্রেস প্রতিষ্ঠানের পরিচয় বহন করে! যে কোন ইউনিফর্ম /গ...
28/03/2025

আপনার প্রতিষ্ঠানের ইউনিফর্ম কে করে তুলুন আরো আকর্ষণীয়,
স্টুডেন্ট এর ড্রেস প্রতিষ্ঠানের পরিচয় বহন করে!

যে কোন ইউনিফর্ম /গেঞ্জি তে আপনার প্রতিষ্ঠান এর নাম/লোগো
/স্লোগান ফুটিয়ে তুলুন মানুষের কাছে!

মাদ্রাসা/কিন্ডারগার্টেন /প্রাইভেট বা যে কোন প্রতিষ্ঠানের লোগো বানাতে আমাদের সাথে আজ ই যোগাযোগ করুণ!

সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে আমাদের সাথেই যোগাযোগ করুণ

🏆 "আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের স্কুলের ব্যাজ থেকে!" 🏫আপনার সন্তান যদি একটি গর্বিত শিক্ষাপ্রতিষ্ঠানের ...
28/03/2025

🏆 "আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের স্কুলের ব্যাজ থেকে!" 🏫

আপনার সন্তান যদি একটি গর্বিত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ হয়, তাহলে তার প্রতীক হওয়া উচিত একটি মানসম্মত স্কুল ব্যাজ!

✅ প্রিমিয়াম মানের ডিজাইন
✅ টেকসই এবং আকর্ষণীয়
✅ স্কুলের গর্ব ও ঐতিহ্যের প্রতীক

📌 অর্ডার করুন আজই এবং নিশ্চিত করুন আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের ব্র্যান্ডিং!

📞 কল করুন: [01818814304]

👉 অর্ডার করুন এখনই! স্টক সীমিত! 🎯

ভালোবাসা এক ধরনের অভ্যাস, তাই ভালোবাসার মানুষকে ভুলে থাকতে  কষ্ট হয়। পৃথিবী বিচ্ছেদের জায়গা।  সুখের সময় আমরা পুরোপুরি বি...
29/01/2025

ভালোবাসা এক ধরনের অভ্যাস, তাই ভালোবাসার মানুষকে ভুলে থাকতে কষ্ট হয়। পৃথিবী বিচ্ছেদের জায়গা। সুখের সময় আমরা পুরোপুরি বিচ্ছেদের কথা ভুলে যাই। তখন সেই সুখটা অভ্যাসে পরিণত হয়ে যায় আমাদের জীবনে । আর তা ছাড়তে আমাদের কষ্ট হয়।

কাউকে বা কোনো কিছুকে ভালোবাসব আর ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকব বিচ্ছেদের! এমন করে ভালোবাসা সম্ভব?

হ্যাঁ, আমি সেই পরিমাণে কেঁদেছিলাম যে পরিমাণে বিচ্ছেদ ভুলে থাকার বদঅভ্যাস আমার ভেতরে গেড়ে বসেছিল।

~"হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে,খুবক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।' এ ক...
07/12/2024

~"হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে,খুবক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।'
এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।
এরপর নবিজি ﷺ' তার কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।
কতটা কষ্ট আর হৃদয় পোড়ার বেদনা লুকিয়ে আছে ‘আমার কবরের পাশ দিয়ে’ কথাটির মাঝে_😓

- বই : তিনিই আমার প্রাণের নবি ﷺ'

আলহামদুলিল্লাহ
24/10/2024

আলহামদুলিল্লাহ

আসলেই!!😶🤭
28/09/2024

আসলেই!!😶🤭

"النكاح من سنتى""বিবাহ"(নিকাহ) আল্লাহর রাসূলের বিশেষ একটি সুন্নাহ।যার মাধ্যমে একজন মুমিন তাকওয়ার অভূতপূর্ব স্বাদ পায়।বিয়...
27/09/2024

"النكاح من سنتى"
"বিবাহ"(নিকাহ) আল্লাহর রাসূলের বিশেষ একটি সুন্নাহ।যার মাধ্যমে একজন মুমিন তাকওয়ার অভূতপূর্ব স্বাদ পায়।বিয়ের সাথে জড়িয়ে আছে অনেক স্বপ্ন, অনেক আশা। নামটা শুনলেই মনে একটা উদ্দীপনা আসে। চোখে ভাসে এক রঙিন সংসারের দৃশ্য। যেখানে শুধু সুখ আর সুখ, ভালোবাসা আর ভালোবাসা।

হ্যাঁ, বিয়ের মাধ্যমে এসব অর্জন হয়। কিন্তু এটাই কি বিয়ের শেষকথা? এরপরে কি আর কোনো আখ্যান নেই? দায়িত্ব, কর্তব্য, জিম্মাদারি, পেরেশানি, মনোমালিন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি-এগুলোর কি স্থান নেই?

বিয়ের পূর্বে নানান ফ্যান্টাসি লালন করার কারণে, সংসার জীবনে এসে অনেকেই হোচট খায়। বিয়ের অপর পিঠ না-জানার ফলে বিপরীতধর্মী মানুষের সাথে তার মানিয়ে নিতে কষ্ট হয়। ধাক্কা খেতে খেতে অনেকেই একটা সময় হাল ছেড়ে দেয়। বাড়তে থাকে দাম্পত্য-কলহ, বিবাহ-বিচ্ছেদ। তাই বিয়ে সম্পর্কে সঠিক ধারণা রাখা সকলের ওপর জরুরি।

বইটিকে বলা যায় বিয়ে ও নারী-পুরুষের মনস্তত্ব সম্পর্কে এক প্র্যাকটিক্যাল গাইডলাইন। এর প্রতিটি অধ্যায় আপনাকে দিবে বাস্তবতার সবক। বইটি যেমন অবিবাহিতদের জন্যে জরুরি, ঠিক তেমনি উপকারী বিবাহিতদের জন্যেও। অবিবাহিতরা যেমন বিয়ের আগেকার করণীয় দিক সম্পর্কে গাইডলাইন পাবেন, বিবাহিতরাও খুঁজে পাবেন সংসার-জীবনে ভারসাম্য আনার দারুণ সব সূত্র। এর বাইরে পশ্চিমা জীবনধারাকে ছুড়ে ফেলে ইসলামের কাছে আশ্রয় নেওয়ার তীব্র বাসনাও তৈরি হবে। ফ্যান্টাসি ঝেড়ে ফেলে আপনিও হয়ে উঠবেন দায়িত্ববান পুরুষ ও নারী। আবেগের মোহ কাটিয়ে বাস্তবতার জানালায় দেখতে পাবেন 'বিয়ের এপিঠ ওপিঠ'।

( هن لباس لكم وأنتم لباس لهن )"তারা তোমাদের পোশাক স্বরুপ এবং তোমরা তাদের পোশাক স্বরুপ"কবির ভাষায়-" বিশ্বের যা কিছু মহান ...
25/09/2024

( هن لباس لكم وأنتم لباس لهن )
"তারা তোমাদের পোশাক স্বরুপ এবং তোমরা তাদের পোশাক স্বরুপ"

কবির ভাষায়-" বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। "

কুরআন একটি সাবলীল বাক্যে যুগলবন্দীর এক অনুপম দৃষ্টান্তর প্রতি ইংগিত দিয়েছেন।

আমার অর্ধাঙ্গিনী নয় সেতো সর্বাঙ্গিণী। সে অকপটে পরিবার ছেড়ে হাত ধরেছে আমার দিকে তাকিয়ে। আমি যে তাকে রাণী বানাতে চাই আমার রাজ্যের।

কত শত কল্পনা কাজের ব্যস্ততাকেও পিছু হটিয়ে ভীড় করে প্রতিনিয়ত। কতক হয়তো সে জানে কতক হয়তো জানেনা। কিন্তু কি এক অস্বচ্ছ ধোয়াশে জঞ্জাল যেন সবকিছুকে ম্লান করে দেয়। অশান্তি নামক একটি শব্দ বাড়িয়ে দিচ্ছে "স্ট্রেস-পেনিক-এনক্সাইটি"র মতো নানা ঘাতক রোগের দিকে নিজের অজান্তে।

প্রায় প্রতিটা দম্পতির দাম্পত্যজীবনের অশান্তিগুলোর প্রধান কারণ হচ্ছে, পরস্পরের মনস্তত্ত্ব না বোঝা। স্ত্রীর সাথে পরিস্থিতি বুঝে কী আচরণ করতে হবে, স্বামী বোঝে না। আবার স্বামীর সাথেও কোন পরিস্থিতিতে কী ব্যবহার করতে হবে, বোঝে না স্ত্রী। এভাবে সূচনা হয় দূরত্বের। দিনে দিনে গড়ায় বহু দূর...।

অথচ এই না বোঝার প্রধান কারণ হলো, জেনেটিকভাবে নারী ও পুরুষের মধ্যে পৃথক পৃথকভাবে যে মনস্তত্ত্ব ও মানবসত্তা কাজ করে, উভয়েরই সে ব্যাপারে কোনো জ্ঞান না থাকা। বই হিসেবে নয় দৃষ্টিটা পরিবর্তন করে প্রেসক্রিপশন হিসেবে নিন। এই বইটিতে মূলত পুরুষদেরকে স্ত্রী-জাতির মনস্তত্ত্ব বোঝাতে চেষ্টা করেছেন আরবের প্রখ্যাত সাহিত্যিক ও গুণী লেখক আদহাম শারকাভি।

বই: ফিমেল মাইন্ড

লেখক: আদহাম শারাকাভী

"AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)" এর ব্যাপকতা খুব শীঘ্রই টের পাবে বিশ্ব। এক নতুন শিল্পবিপ্লব দেখতে যাচ্ছে "GEN Z"। সেই মো...
25/09/2024

"AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)" এর ব্যাপকতা খুব শীঘ্রই টের পাবে বিশ্ব। এক নতুন শিল্পবিপ্লব দেখতে যাচ্ছে "GEN Z"। সেই মোহে ডুবার আগেই মনোযোগ সড়ানো হচ্ছে " ASI(আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স)" এর মত এক বৈপ্লবিক আরেক আবিস্কারের দিকে।

কেন এই কথা!!!

কিয়ামাতের বড় এক আলামত দাজ্জাল। রাজত্ব করবে ৪০টা দিন। গোটা পৃথিবী হবে তার মুষ্টিমেয়। যা হবার নয় তা করে দেখাবে নিমিষেই("AI+ASI" তার প্রাক প্রাথমিক আবির্ভাব)।

মানুষ "নজরে" বিশ্বাসী "খবরে" নয়। অথচ রাব্বে কারীম তাকে "খবর"(গায়েবের প্রতি এক্বীন) দিয়ে পরীক্ষা নিচ্ছেন। সে জাদু দেখে তার আড়ালে থাকা ভেল্কিবাজিকে বিশ্বাস করে নেয় নিমিষেই।

দাজ্জাল আসার আগে সে একে ফেলবে তার রোড ম্যাপ। বিস্তৃত এক নেটওয়ার্ক সৃষ্টি করবে( যা চলমান ও দৃশ্যত হচ্ছে)। সাসটেইনেবল টেকনোলজি থাকবে তার হাতিয়ার।

সেই মহড়ার এক ক্ষুদ্র অংশ ইয়াজুজ-মাজুজ।

قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا ﴾

[ الكهف: 94]

বই: ইয়াজুজ মাজুজ স্বরূপ ও অবস্থান আগ্রাসন ও পতন

লেখক: কামাল উদ্দিন শেখ

ইসমাঈল হানিয়ার পর টার্গেট এখন ইয়াহইয়া সিনওয়ার" অলরেডি ইরানের কয়েকটি গণমাধ্যম তা প্রকাশ করে দিয়েছে। রক্তখেকো পিশাচদের উত্...
24/09/2024

ইসমাঈল হানিয়ার পর টার্গেট এখন ইয়াহইয়া সিনওয়ার" অলরেডি ইরানের কয়েকটি গণমাধ্যম তা প্রকাশ করে দিয়েছে। রক্তখেকো পিশাচদের উত্তেজনা এতটাই চরম যে লাশের সাথে বর্বরতার স্বাক্ষী এ পৃথিবী।

মুহুর্মুহু করে কেপে উঠছে 'রাশা'র ভূখন্ড। পশ্চিমা নেতাদের সৌজন্যমূলক বেদনা-ভারাক্রান্ত নাটক শিশুবাচ্চাদের ও এখন ভালো লাগে না। "GEN Z" নতুন কিছু দেখতে আগ্রহী।

পশ্চিমে নতুন নেতার আবহাওয়া পাওয়া গেলেও ইহুদীদের চোষন যন্ত্র ঠিকই কাজ করে যাচ্ছে।

৯০০ কুকি চীন মণীপুরে পা ফেলেছে যারা সশস্ত্র গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত। আইয়ুব খানের করে যাওয়া পাকিস্তানের সাথে সেই ঐতিহাসিক নদী চুক্তি আবারও মূলটপাটন করতে যাচ্ছে নয়া দীল্লি।

এসব চলমান অতীত হয়ে যাচ্ছে। নতুন ইস্যু এসে ধরাশায়ী করে দিচ্ছে চিন্তার গতিকে।

কিয়ামতের আলামতগুলোর অন্যতম এক আলামত গাযওয়াতুল হিন্দ।

অপর একটি আলামত তৃতীয় বিশ্বযুদ্ধ।

আমি কোথায়?

আমার ঈমান.............(রবের সামনে দাড়ানোর মতো)?

আমার আহল ও ঈয়াল?(পরিবার-পরিজন)

এই পরীক্ষা তো প্রত্যেকের এবং উম্মাহ এর।

একজন মুসলমান সে তার শত্রুকে চিনতে ভুল করতে পারেনা।

সে জানে রাব্বে কারীম তো তাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে।

সে কখনো নিজেকে পরীক্ষার্থীর বাহিরে চিন্তা করেনা।

কেমন হবে তার ঈমানের তাকাযা সে নিজেকে দ্বীনের আয়নায় ঢেলে সাজাবে।

সেই ফিকিরগুলোকে সামনে রেখে হারিয়ে যাওয়া একটি অনবদ্য সংকলন "গাযওয়াতুল হিন্দ"

বই: গাযওয়াতুল হিন্দ

লেখক: মাওলানা আবু মুসআব হাফি:

যেকোনো সম্পর্কের যত্ন নিতে হয়। ঠিক যেমন করে চারাগাছ লাগানোর পর নিয়ম করে সার-পানি দেওয়া লাগে, আলো-বাতাস পাচ্ছে কি-না সেদি...
21/09/2024

যেকোনো সম্পর্কের যত্ন নিতে হয়। ঠিক যেমন করে চারাগাছ লাগানোর পর নিয়ম করে সার-পানি দেওয়া লাগে, আলো-বাতাস পাচ্ছে কি-না সেদিকে খেয়াল রাখা লাগে, কোনো পোকামাকড় ক্ষতি করে কি-না তাই কীটনাশক ব্যবহার করা লাগে; তেমনই একটা সম্পর্কেরও খেয়াল রাখা লাগে, যত্ন করা লাগে। যে জিনিস যত্ন করবেন না, তা নষ্ট হবেই।
বাজার থেকে কিনে আনা সবজি কাল খাব বলে ফ্রিজে রেখে দিচ্ছি, কেন? কারণ আগামীকাল অবধি তা যেন ভালো থাকে। আমরা সামান্য থেকে সামান্য জিনিসকে ভালো রাখতে যত্ন নিই, অথচ সম্পর্কগুলোর যত্ন নিই না। পরম যত্নে গড়ছি দূরত্বের প্রাচীর! সম্পর্ক বাঁচে যত্নে। যে সম্পর্কে যত্ন নেই, সে সম্পর্ক কোনো সম্পর্কের কাতারেই পড়ে না। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যত্নের হকদার হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। আপনার অযত্নে হারিয়ে যাবে আপনার জীবনের অতি গুরুত্বপূর্ণ সম্পর্কের মানুষটা। একটা সময় পর মরুভূমিতে পথ-হারানো-পথিকের ন্যায় ছুটলেও সে আর আপনার কাছে ধরা দেবে না। অযত্নের যন্ত্রণার স্বাদ যে একবার আস্বাদন করেছে, সে জানে এর তীব্রতা কত!

বইয়ের নামঃ কাঁটার সংসার - যেখানে বদলায় জীবন
লেখকঃ ফারহানা হোসেন রুমি
পৃষ্ঠাঃ ১৭৬

আধুনিকতায় বিশ্ব পেয়েছে বহু কিছুহারিয়েছে সরলতা শালীনতা আর ও কত কিছু!বইঃ এখন যৌবন যার-
20/09/2024

আধুনিকতায় বিশ্ব পেয়েছে বহু কিছু
হারিয়েছে সরলতা শালীনতা আর ও কত কিছু!

বইঃ এখন যৌবন যার-

Address


Telephone

+8801644404026

Website

Alerts

Be the first to know and let us send you an email when AyaT Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AyaT Store:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share