
15/10/2025
আজ শুভ বুধবার সকালে সুদূর নোয়াখালী থেকে মতুয়া শ্রী মৃত্যুঞ্জয় গোঁসাইয়ের নেতৃত্বে সুবিশাল একটি মতুয়া দল শ্রীধাম ওড়াকান্দি এসেছে। ভোরের সূর্য আকাশে আলো ছড়ানোর পূর্বেই শ্রীধামে হরিভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। তাদের এই শুভআগমন সার্থক হয়ে উঠুক শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কৃপায়।
#মতুয়া #হরিচাঁদ