12/08/2025
আজ বিশ্ব হাতি দিবস 🐘
ময়মনসিংহ বিভাগের পুরো সীমান্ত এলাকা গারো পাহাড়ে রয়েছে বন্যহাতির চলাচল। সর্বমোট প্রায় ছোট-বড় ৮০ টি বন্যহাতি রয়েছে। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে ভিন্ন সময় ভিন্ন পাহাড়ে চলাচল করে। সুযোগ পেলেই পাহাড় থেকে বের হয়ে চলে আসে পাহাড়ের আশপাশে থাকা আবাদি ধান, সবজি, ফল বাগান ইত্যাদি স্থানে শুরু হয় মানুষ ও বন্যহাতির দ্বন্দ। গত ৩০ বছরে শেরপুর গারো পাহাড়ে হাতি আর মানুষের দ্বন্দে জেলায় হাতি মারা গেছে ৪৭ টি একই সময়ে মানুষ মারা গেছে ৬৭ জন।