22/02/2024
পৌষ এর শীতল ঠান্ডার শেষে, মাঘের হিমেল হাওয়ার সাথে গত ২৮ জানুয়ারি,রোজ রবিবার অনুষ্ঠিত হয়েছে পটুয়ার বিশেষ অফলাইন আয়োজন "পৌষ এর শেষে,মাঘের দেশে ০১"
আয়োজনের বিশেষ আকর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের একাংশ।
পটুয়ার প্রেসিডেন্ট আনিশা ইসলাম এর পরিচালনায় আনিশা ইসলাম সহ নৃত্যে অংশগ্রহণ করেছে পটুয়া কালচারাল কমিউনিটি এর সদস্য মেহের,ফেরদৌসী,তানিয়া,তমা,সাদিয়া ও মারিয়া।
পরিবেশিত নৃত্য সমূহ: বিহুরে লগন, ও ধান ভাঙ্গিরে, ময়না ছলাৎ ছলাৎ, ঢেঁকি নাচে এবং ও দক্ষিনা।
পটুয়া পটুয়া-POTUA DAILY POTUA