08/12/2023
জেমস ও শমী কায়সার এক অনুষ্ঠানের জন্য শ্যুটিং গিয়েছিলেন প্রত্যন্ত অঞ্চলে, প্রচুর রোদ, পিপাসার্ত সবাই
আশেপাশে জনমানবের চিহ্ন নেই।
খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন এক বাড়ি। হুড়মুড় করে ঢুকে গেলেন জেমস সহ অন্যরা সেই বাড়িতে, চাইলেন পানি। বাড়ির কর্তা তাদের পানি দিলেন, হাফ ছেড়ে বাঁচলেন সবাই। কিন্তু একি! বাড়ির মানুষজন তাদের পোষা মোরগ জবাই কেন করছেন আর ভারী আপ্যায়নের ব্যবস্থা করার জন্য ব্যস্ত হচ্ছেন বা কেন?
জেমস বললেন - দেখুন আমরা এইখানে শ্যুটিং করতে আসছি, পথের অপরিচিত মানুষ, পানি পেয়েছি আপনাদের অনেক ধন্যবাদ, আমরা এখন যাব।
বাড়ির কর্তা - বাবা, পথের কুটুমই
[ আত্মীয়] আসল কুটুম।
চুপ হয়ে গেলেন জেমস, মাথায় ঘুরতে লাগল কথাটা, ঢাকায় ফিরলেন এবং সৃষ্টি হলো নতুন গান -
"পথের বাপই বাপরে মনা
পথের মা'ই মা
এই পথের বুকেই খুজে পাবি
আপন ঠিকানা
পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুজে পাবি
অচিন প্রিয় মুখ
এই পথেই ওড়ে পথের ঘুড়ি
লাল নীল সাদা লাল
পথ থেকে পথেই
বুনে যাব খানিক নকশী কাথার মাঠ।
পথের প্রাণরে প্রাণরে মনা
পথের টানই টান
পথে নেমেই ভুলে যাবি মান অভিমান
পথের সুরই সুররে মনা
পথের গানই গান
পথের ধারেই ভুলে যাবি ঘরের পিছু টান"।
অদ্ভুত একটা গান। মানুষের জীবন ভ্রমণও পথের মতই বইকি, ধুলির পথই আমাদের অনন্ত জীবন ভ্রমণ এবং একই সাথে প্রস্থানেরও ইংগিত দেয় আর মাঝপথে কত মায়া, ভালোবাসা, প্রেম, গান, সুর আপন আর পর হতে থাকে।
ছবি সংগ্রহ: ইন্টারনেট