Anwar Hossain

Anwar Hossain We are the greatest stage performer with the situation and I'm so far not alternative

যখন পাশের বাড়ির ছেলেরা গাড়িটা চড়তো আমি ধাক্কা দিতে যাইতাম যাতে করে পরবর্তীতে নিজে একটু চড়তে পারি। তারা মাঝেমধ্যে চড়তে দি...
06/04/2025

যখন পাশের বাড়ির ছেলেরা গাড়িটা চড়তো আমি ধাক্কা দিতে যাইতাম যাতে করে পরবর্তীতে নিজে একটু চড়তে পারি। তারা মাঝেমধ্যে চড়তে দিতো। কি অদ্ভুত একটা শৈশব পার করেছি। একটু বড় হয়েই যখন নিজের ছোট্ট ভাইটা বড় হতে দেখলাম তখন নিজের হাতে গড়ে দিলাম একটা গাড়ি। কারণ, আমার ভাই যাতে অন্যের গাড়ি ঠেলতে না যায়। আমি আর আপা মিলে ওরে ধাক্কা দিতাম। কি আনন্দ ছিল। আপার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। কলেজে পড়াশোনা করে। আপাও গৃহিণী। ছোট ভাই পড়াশোনা করেছে মোটামুটি। তার ব্যবসার চিন্তা মাথায় খেলে। আমিই পড়ে রয়েছি স্মৃতিচারণ নিয়ে। জীবন বড় আশ্চর্যের।

সূর্যগ্রহণ
09/04/2024

সূর্যগ্রহণ

সমাজ কতটা বিকৃত আমরা জানি না। সমাজে আমরা বসবাস করি শোষণের মুখে ধার্মীয় আদলে এবং অপরিপাটি নিয়মের গন্ডিতে এমন কি পবিত্র অপ...
06/04/2024

সমাজ কতটা বিকৃত আমরা জানি না। সমাজে আমরা বসবাস করি শোষণের মুখে ধার্মীয় আদলে এবং অপরিপাটি নিয়মের গন্ডিতে এমন কি পবিত্র অপবিত্র মান্যতার মাধ্যমে। মাহে রমজান পবিত্র মাস। এ মাসে মুসলিম উম্মাদের কাছে সংযমের মাস। সাধনার মাস। এ মাসের ফজিল সবার চেয়ে আলাদা। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবার দোয়া কবুল করেন যার জন্য দোয়া কবুলের মাসও বলা হয়। এরকম নানা ফজিতপূর্ণ এ মাসের মধ্যে আরও একটি আশ্চর্যের বিষয় আল্লাহ পাক ইবলিশ শয়তানকে বেধে রাখেন এজন্য যে তার বন্দাদের যেন পথভ্রষ্ট না করে। অত্যান্ত দুঃখের বিষয় আমি বা আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এবং তার চেয়ে বেশি দুঃখের বিষয় আমরা সিলেটে। এই সিলেট আধ্যাতিকতার শহর। শাহ জালাল ইয়ামনীর শহর খ্যাত সিলেটের মানুষ এই মহান মাসে বাজার জাত পন্যের দাম বাড়িয়ে চড়কগাছ। আমি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দ্রব্য মূল্যের বাজারে। তাহলে ভাবুন নিম্ন আয়ের মানুষের জীবন কতটা দুর্বিষহ করে তুলেছে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে। আর মাত্র কয়টা দিন হাতে ঈদ। কাপড়ের বাজারের পরিসংখ্যান করে দেখলাম এবং বুঝতে পারলাম এই যে আমরা উপলক্ষ্য কেন্দ্র করে ভালো ব্যবসা করি। পরিশেষে একটা কথা বলি। সরকারের অবহেলা আর ব্যবসায়ীদের দৌরাত্ম্য আজ মানুষের জীবন অনেকটাই বিপদগ্রস্ত। এরকম আলতে দেওয়া মানে মানুষের জীবনকে অবমূল্যায়ন করা। জৈনক এক ভেনগাড়ি চালকের বক্তব্য থেকে বুঝেনিন। "আমরা খেটে খাওয়া মানুষ কাম করলে ভাত খাই কিন্তু এখন ভাত খাওয়া ছেড়ে বিকল্প কিছু খাওয়ার জন্য চিন্তা করতেছি" এরপরও বেঁচে থাকতে পারবো কি না জানিনা। আমরা শুধু মাত্র ভোট দিয়ে কাজ শেষ।

05/04/2024
শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি সুন্দরভাবে পরিষ্কার ভা...
04/04/2024

শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি সুন্দরভাবে পরিষ্কার ভাষায় যে উত্তর দিয়েছেন তা পৃথিবীর সভ্য মানুষকে করেছে মুগ্ধ :

“আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাদমুখিতা নয়; বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া।"

সঠিক সিদ্ধান্ত
23/03/2024

সঠিক সিদ্ধান্ত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন...

Outface-হতবম্ব করা।
18/03/2024

Outface-হতবম্ব করা।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anwar Hossain:

Share