
06/04/2025
যখন পাশের বাড়ির ছেলেরা গাড়িটা চড়তো আমি ধাক্কা দিতে যাইতাম যাতে করে পরবর্তীতে নিজে একটু চড়তে পারি। তারা মাঝেমধ্যে চড়তে দিতো। কি অদ্ভুত একটা শৈশব পার করেছি। একটু বড় হয়েই যখন নিজের ছোট্ট ভাইটা বড় হতে দেখলাম তখন নিজের হাতে গড়ে দিলাম একটা গাড়ি। কারণ, আমার ভাই যাতে অন্যের গাড়ি ঠেলতে না যায়। আমি আর আপা মিলে ওরে ধাক্কা দিতাম। কি আনন্দ ছিল। আপার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। কলেজে পড়াশোনা করে। আপাও গৃহিণী। ছোট ভাই পড়াশোনা করেছে মোটামুটি। তার ব্যবসার চিন্তা মাথায় খেলে। আমিই পড়ে রয়েছি স্মৃতিচারণ নিয়ে। জীবন বড় আশ্চর্যের।