
09/07/2025
দুই দিনের বৃষ্টি…
দুই দিন ধরে টুপটাপ বৃষ্টি…
রোমান্টিকতা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ভাবছি — বৃষ্টির আসল রঙটা আসলে কেমন?
যেখানে প্রেমিকেরা হাত ধরে ভিজতে চায়, সেখানে কৃষকের মাটি নরম হয়ে ওঠে।
যেখানে খোলা ছাদের কার্নিশে বসে চা খাওয়ার গল্প শুরু হয়, সেখানে ভিজে যাওয়া খড়ের ছাউনি থেকে পানি গড়িয়ে পড়ে।
বৃষ্টি… কখনও কবিতার মতো, কখনও ভেজা মাটির গন্ধের মতো বাস্তব।
যাদের মনের আকাশে মেঘ জমে থাকে, তারা বৃষ্টিতে ভিজে হালকা হতে চায়।
আর যাদের ঘর কাঁচা, চাল ফাঁপা, শিউরে ওঠা ভেজা বিছানা — তাদের কাছে বৃষ্টি যেন কষ্টের মতো টুপটাপ ঝরে।
তবু বৃষ্টি সুন্দর।
কারণ রোদ-গরমের ক্লান্ত শহরটা যেমন জুড়িয়ে যায়, তেমনি মানুষের ভেতরকার কল্পনাগুলোও সজীব হয়ে ওঠে।
বৃষ্টি না হলে ফসল আসত না, রঙিন ছাতার নিচে মুখোমুখি হতো না কোনো প্রেমিক-প্রেমিকা, রাতের জানালার পাশে বসে লেখা হতো না কোনো নীলচে কবিতা।
তাই…
যতই ভিজুক শহর, জবুথবু হোক মাটি — তবু মনে মনে বলি…
বৃষ্টি থেমে যেও না এখনই। আমার ভিতরেও কিছু রোদ আর কষ্ট ধুয়ে যাক।
📌 তোমাদের কাছে বৃষ্টি কী? কবিতা, নাকি শুধু কাদা আর ভেজা রাস্তা?
কমেন্টে লিখে জানিও। 🌧️❤️
#বৃষ্টি #রোমান্টিকতা #বাস্তবতা #মন