Maktabatu Ibrahim

  • Home
  • Maktabatu Ibrahim

Maktabatu Ibrahim পরিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে...

15/08/2025

ঠিক আছে, আমি আপনার দেওয়া আরবি লেখাটিতে তাশকিল (হারাকাত) যোগ করে দিচ্ছি, যেন এটি সঠিকভাবে কিরাত করা যায়।

يَا رَبِّ صَلِّ عَلَى المُخْتَارِ مَا سَجَعَتْ
أَطْيَارُ طَيْبَةَ فِي الآصَالِ وَالغَلَسِ
وَالآلِ وَالصَّحْبِ وَالأَتْبَاعِ قَاطِبَةً
عَدَّ الخَلائِقِ فِي بَحْرٍ وَفِي يَبَسِ. ﷺ

اللَّهُمَّ ارْحَمْ وَالِدِي عَدَدَ مَا صَلَّى عِبَادُكَ، وَعَدَدَ مَا رُفِعَتِ الأَيْدِي لِدُعَائِكَ وَرَجَائِكَ،
اللَّهُمَّ اغْفِرْ لَهُ يَا وَاسِعَ المَغْفِرَةِ، وَأَدْخِلْهُ فَسِيحَ جَنَّاتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ،
وَطَيِّبْ قَبْرَهُ، وَارْفَعْ مَقَامَهُ، وَاجْعَلْهُ فِي فِرْدَوْسِكَ الأَعْلَى يَا كَرِيمُ يَا رَحِيمُ يَا رَبَّ العَالَمِينَ،
وَجَمِيعَ مَوْتَى المُسْلِمِينَ.

হে আমার প্রভু! রহমত বর্ষণ করো সেই মনোনীত নবীর ওপর, যতবার মধুর সুরে গান গেয়েছে মদিনার পাখিরা বিকেল ও ভোরে; এবং নবীর পরিবার, সাহাবী ও সকল অনুসারীদের ওপর, সৃষ্টিজগতের সংখ্যা অনুযায়ী—হোক তা সমুদ্রে বা স্থলে। ﷺ

**হে আল্লাহ! তোমার বান্দারা যতবার সালাত পাঠ করেছে, এবং যতবার তোমার কাছে দোয়া ও আশা নিয়ে হাত উঠেছে—ততবার আমার পিতার ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ! তুমি যেহেতু অসীম ক্ষমাশীল, আমার পিতাকে ক্ষমা করো, তাকে তোমার প্রশস্ত জান্নাতে প্রবেশ করাও। হে সর্বাধিক দয়ালু, তার কবরকে সুগন্ধময় করো, তার মর্যাদা উন্নত করো, এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দাও। হে মহান, হে পরম দয়ালু, হে বিশ্বজগতের রব! এবং সকল মুসলিম মৃতদের জন্যও একই দোয়া।”

10/08/2025

৫ টি কাজে রিযিক আসে—

১. হালাল পথে উপার্জন করলে
২. গোপনে সাদকা করলে
৩. বিপদগ্রস্ত ব্যক্তিকে অর্থ দিয়ে সাহায্য করলে
৪. আমলের সাহায্যে রিযিক তালাশ করলে
৫. বেশি বেশি দুরুদ ও ইস্তেগফার পাঠ করলে

— মাহমুদ বিন নুর

09/08/2025

ভালোবাসা কি?
যখন ফজরের সালাত মিস হয়ে গেলে, কষ্টে বুকের বাঁ পাশটা মোচড় দিয়ে ওঠে! যখন এশার সালাত না পড়ে আপনি ঘুমাতে পারেন না। তখন বুঝে নিবেন

আপনি প্রেমে পড়েছেন।
আপনার 'রবের' প্রেমে!

[কথাঃ সংগৃহীত]

04/08/2025

হে আত্মা! সময় চলে যাওয়ার আগেই কাজে লেগে যাও। জীবনের রাত ও দিনগুলোকে রক্ষা করার জন্য সচেষ্ট হও। যেন তুমি দেখতে পাচ্ছ কবরগুলো ফেটে যাচ্ছে, সবকিছু বাস্তব রূপ নিচ্ছে, আল্লাহভীরুদের মুখ উজ্জ্বল হয়ে উঠছে এবং অবাধ্যদের মাথা নত হয়ে যাচ্ছে।
হে আত্মা! আল্লাহভীরুরা (আল-ওয়ারাউন) কঠোর পরিশ্রম করছে, ভীতরা প্রস্তুতি নিচ্ছে, সৎকর্মশীলরা স্বস্তিতে আছে এবং উপদেশদাতারা চিৎকার করে ডাকছে।
হে আত্মা! অল্প কিছু সময় কষ্ট করো, তাহলে তুমি জান্নাতে অনেক বেশি আরাম পাবে। যেন তোমার ক্লান্তি কেটে গেছে, খেলাধুলার প্রতি তোমার লোভ চলে গেছে এবং তোমার ধৈর্যের ফল হিসেবে সন্তুষ্টির মধুরতা ফল দিয়েছে।
📜 [আল-তাযকিরা ফিল ওয়া'য - ইবনুল জাওযী]

03/08/2025

রাসূল ﷺ বলেছেন,
مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ
কবরের চেয়ে অধিক ভয়ানক জায়গা আমি আর দেখিনি।
ইবনে মাজাহ : 4267

01/08/2025

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কিয়ামতের দিন মানুষের প্রচন্ড ঘাম হবে। এমনকি তাদের ঘাম যমীনে সত্তর হাত পর্যন্ত নিচে যাবে। আর তাদের মুখ পর্যন্ত ঘামে নিমজ্জিত থাকবে। এমনকি কান পর্যন্তও।” (বুখারী ৬৫৩২, মুসলিম ৭৩৮৪নং)

31/07/2025

আজ বৃহস্পতিবার
মনে আছে তো সবার?

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
(প্রত্যেক সপ্তাহে) সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই আমি রোযাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি পছন্দ করছি।
~ তিরমিযী: ৭৪৭

28/07/2025

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
”الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ“‏
সূরাহ বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট।

(সহীহ বুখারী ৪০০৮)

28/07/2025

"মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি!"[সূরা ইউনুস:১২]

27/07/2025

নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ঘাটতিতে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
(সূরা আল-বাকারা, ২:১৫৫)

26/07/2025

ইমাম বুখারী (রঃ) আনাস (রাঃ) হতে বর্ণনা করে বলেনঃ ‘‘লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবেনা’’।[বুখারী, অধ্যায়ঃ কিতাবুস্ সালাত] উমার (রাঃ) মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন।[ফাতহুল বারী, (১/৫৩৯)।]

20/07/2025

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801676735001

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatu Ibrahim:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

মাকতাবাতু ইবরাহীমের পরিচয়

বিশ্ব নবী রাসূলে আকরামের(ﷺ)কাছে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত পাঠানো ওহি হচ্ছে, اقْرَأْ অর্থাৎ পড়ূন। মহান প্রতিপালক রবের নামে পড়ার তাগিদ দেওয়ার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সূচনা। পড়ার মাধ্যমে মানুষ জ্ঞানার্জন করে। এমনকি ইসলাম জানার জন্যও জ্ঞানার্জনের বিকল্প নেই।

জ্ঞানার্জনের উৎসাহ প্রদানের লক্ষ্যে রাসূলে আকরামের(ﷺ) বলেন

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏"‏ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ ‏"‏

যে লোক জ্ঞানের খোঁজে কোন পথে চলবে, তার জন্য আল্লাহ তা‘আলা জান্নাতের পথ সহজ করে দিবেন”(তিরমিযী)