15/08/2025
ঠিক আছে, আমি আপনার দেওয়া আরবি লেখাটিতে তাশকিল (হারাকাত) যোগ করে দিচ্ছি, যেন এটি সঠিকভাবে কিরাত করা যায়।
يَا رَبِّ صَلِّ عَلَى المُخْتَارِ مَا سَجَعَتْ
أَطْيَارُ طَيْبَةَ فِي الآصَالِ وَالغَلَسِ
وَالآلِ وَالصَّحْبِ وَالأَتْبَاعِ قَاطِبَةً
عَدَّ الخَلائِقِ فِي بَحْرٍ وَفِي يَبَسِ. ﷺ
اللَّهُمَّ ارْحَمْ وَالِدِي عَدَدَ مَا صَلَّى عِبَادُكَ، وَعَدَدَ مَا رُفِعَتِ الأَيْدِي لِدُعَائِكَ وَرَجَائِكَ،
اللَّهُمَّ اغْفِرْ لَهُ يَا وَاسِعَ المَغْفِرَةِ، وَأَدْخِلْهُ فَسِيحَ جَنَّاتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ،
وَطَيِّبْ قَبْرَهُ، وَارْفَعْ مَقَامَهُ، وَاجْعَلْهُ فِي فِرْدَوْسِكَ الأَعْلَى يَا كَرِيمُ يَا رَحِيمُ يَا رَبَّ العَالَمِينَ،
وَجَمِيعَ مَوْتَى المُسْلِمِينَ.
হে আমার প্রভু! রহমত বর্ষণ করো সেই মনোনীত নবীর ওপর, যতবার মধুর সুরে গান গেয়েছে মদিনার পাখিরা বিকেল ও ভোরে; এবং নবীর পরিবার, সাহাবী ও সকল অনুসারীদের ওপর, সৃষ্টিজগতের সংখ্যা অনুযায়ী—হোক তা সমুদ্রে বা স্থলে। ﷺ
**হে আল্লাহ! তোমার বান্দারা যতবার সালাত পাঠ করেছে, এবং যতবার তোমার কাছে দোয়া ও আশা নিয়ে হাত উঠেছে—ততবার আমার পিতার ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ! তুমি যেহেতু অসীম ক্ষমাশীল, আমার পিতাকে ক্ষমা করো, তাকে তোমার প্রশস্ত জান্নাতে প্রবেশ করাও। হে সর্বাধিক দয়ালু, তার কবরকে সুগন্ধময় করো, তার মর্যাদা উন্নত করো, এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দাও। হে মহান, হে পরম দয়ালু, হে বিশ্বজগতের রব! এবং সকল মুসলিম মৃতদের জন্যও একই দোয়া।”