Chandpur News

  • Home
  • Chandpur News

Chandpur News Cp

21/07/2025

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন।।

21/07/2025

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়।

বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে , এখন পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনী ও বিমানবাহিনী সাথে ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে উদ্ধার কাজ চলমান আছে।

21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

14/07/2025

চাঁদপুরের সফরমালির ঐতিহ্যবাহী গরুরহাট বন্ধ করে দিল প্রশাসন!

13/07/2025

চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সঙ্গে রাতে সাঁতার কা*টতে গিয়ে এক কিশোরের মৃ*ত্যু হয়েছে...

12/07/2025

চাঁদপুরের ঘটনার বিস্তারিতঃ

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধী জানিয়েছে:

রমজানের আগেরদিন ইসলামিক আলোচনায় ইমাম সাহেব বলেছেন [যাকে আঘাত করা হয়েছে] - মিলাদ কুরআন শরীফে নেই।

পরে আমি কুরআন শরীফ পড়তে গিয়ে মিলাদ সেখানে পাই।

এ নিয়ে ইমাম আমাকে বলেছিলো অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে?

অফিসার হচ্ছে আল্লাহ, আর পিওন হচ্ছে নবী।

আমার নবীজীকে পিওন বলছে- এটা আমি মানতে পারিনি।

পরে তাকেছুরিকাঘাতকরি।

মসজিদ কমিটি বিষয়টি নিয়ে দ্রুত মামলা করবে জানা গেছে।

অপরাধী পুলিশের কাছে আটক আছে।

১৯৮০ দশকের চট্টগ্রাম টু চাদঁপুরগামী বাস সার্ভিস!ফটোগ্রাফার:মাইকেল ডা.গুমটাউ  #চট্টগ্রাম   #চাদঁপুর  #বাস
31/05/2025

১৯৮০ দশকের চট্টগ্রাম টু চাদঁপুরগামী বাস সার্ভিস!
ফটোগ্রাফার:মাইকেল ডা.গুমটাউ #চট্টগ্রাম #চাদঁপুর #বাস

24/05/2025

সারাদেশে আর্মির টহল জোরদার করা হয়েছে।
আজকে সকাল থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা উপজেলা গুলোতে পেট্রলিং বাড়ানো হয়েছে।

19/05/2025

চাঁদপুর শহরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আজ রাত ১২ টার পরপর জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই দুর্ঘটনা হয়।

অভিনন্দন ! অবশেষে কুমিল্লা টু চাঁদপুর রুটে চালু হলো আইদি এন্টারপ্রাইজ - AIDI ENTERPRISE
11/02/2025

অভিনন্দন !
অবশেষে কুমিল্লা টু চাঁদপুর রুটে চালু হলো আইদি এন্টারপ্রাইজ - AIDI ENTERPRISE

08/02/2025

"অপারেশন ডেভিল হান্ট আপডেট"
ডিআইজি মোল্লা নজরুল,
এসপি মান্নান, এসপি হাসনাত , এসপি আসাদুজ্জামান গ্রেফতার।

আজ বিকাল৪টা বাজে মাদ্রাসা  থেকে  বেরিয়ে  এখনো বাড়ী ফিরে না  ! কোন সহৃদয়বান ব্যক্তি ওর খোঁজ পেলে নিচে দেওয়া নাম্বারে য...
27/01/2025

আজ বিকাল৪টা বাজে মাদ্রাসা থেকে বেরিয়ে এখনো বাড়ী ফিরে না ! কোন সহৃদয়বান ব্যক্তি ওর খোঁজ পেলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইলো।
মেবাইল 01619034119 01969418270.

Address


Telephone

+8801980386951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share