
07/09/2025
প্রেমে পড়লে মানুষ অন্যরকম সাহসী হয়ে ওঠে। তখন বুলেট বোমাকেও মনে হয় সদ্য ফোঁটা গোলাপ। তবে, এই সাহসের মাঝেই লুকিয়ে থাকে অজানা এক ভয়। কিন্তু কেন সেই ভয়….
সেই গল্প গানে গানে শোনাবেন সময়ের আলোচিত কন্ঠশিল্পী মরিয়ম ইসলাম। তার গানের শিরোনাম ‘ভয় লাগে পিরিতি’।
ধ্রুব মিউজিক স্টেশন এর ব্যানারে Dhruba Music Cottage ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। এছাড়াও গানটি শুনতে পাবেন দেশি-বিদেশী বিভিন্ন অডিও প্ল্যাটফর্মগুলোতে। কমেন্ট বক্সে চ্যানেল এর লিংক দেওয়া হল।