14/07/2025
সঙ্গে থাকলে সঙ্গী
না থাকলে জঙ্গী
জামায়াত ২০২৪ সালের ০৫ই আগস্টের আগপর্যন্ত ভাল ছিল। কিন্তু এরপরে এদের দলের অব্যাহত খুন-ধর্ষণ-চাঁদাবাজির প্রতিবাদ করায় এখন রেজাকার হয়ে গেছে! জামায়াত-শিবির এদের অপকর্ম দেখেও না দেখার ভান করে চুপ থাকলে আজকেও দেখতেন ভাল থাকতো।