
09/07/2025
☔️ বৃষ্টি পড়ে টুপটাপ, মাটির গন্ধে ভরে বুক—
শুধু মেঘ নয়, ঝরে পড়ে একরাশ অনুভব।
পাতার কোণে জমে থাকা জলের সুরে
মনে বাজে পুরনো দিনের গান।
🌧️💙এক কাপ চা, একটা জানালা,
আর প্রকৃতির নরম হাতছানি—
এই তো বর্ষার আসল ভালোবাসা!