 
                                                                                                    10/08/2025
                                            অনেক কাছের মানুষ আছে; যারা দূর হতে দূরে! তবুও কাছের। হয় শহর পেরিয়ে অন্য শহরের। নয় তো দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশের। অনেক মানুষের বাস এই শহরে, এই দেশে, এই পৃথিবীতে। কজনই কজনের কাজে আসে? 
ভালোবাসা, বন্ধুত্ব, স্নেহ-আদর এবং শ্রদ্ধা এসব কাঁটাতারে আটকায় না! না আটকায় ধর্মে; কর্মে; বর্ণে! শহর ডিঙিয়ে অন্য শহর, কাঁটাতার ডিঙিয়ে অন্য দেশ সবখানে বিরাজমান এই সম্পর্ক গুলো। হয়তো খুওওওব ঠুনকো, তবুও গুরুত্ব বহন করে। কেউ ভাই-বোন, কেউ বন্ধু হয়ে। 
▪︎ ইয়াসিন সাঈদ আদিল 
                                             
 
                                         
   
   
   
   
     
   
   
  