
05/04/2024
শুধুমাত্র Students দের জন্য, যারা মোবাইল থেকে কাজ শিখতে ও করতে আগ্রহী।
মোবাইল থেকে কাজ করে লাখ- লাখ টাকা ইনকাম করতে পারবেন এমন ভুয়া স্বপ্ন দেখাতে পারবোনা, এমনটাই যদি হত তাহলে দেশে এত বেকার থাকত না।
এসব স্বপ্ন কিছু অসাধু লোক দেখিয়ে নিজেরাই লাখ- লাখ টাকা সাধারণ ছেলে-মেয়েদের থেকে মেরে দিচ্ছে, তাই চমকপ্রদ কোন বিজ্ঞাপন দেখে যেখানে সেখানে টাকা দিয়ে নিজের ও পরিবারের ক্ষতি করা থেকে বিরত থাকুন।
#আমাদের কাজগুলো হচ্ছে মূলত (PPT - Pay Per Task) অর্থাৎ-
আমরা আমদের গ্রুপ এর মাধ্যমে বিভিন্ন ছোট ছোট কাজ দিবো (যে কাজগুলো বাংলাদেশ, ইউ এস এ সহ বিভিন্ন দেশের ক্লায়েন্টসদের থেকে নেয়া) যে কাজগুলো মোবাইল থেকে করা সম্ভব এবং প্রতিটি কাজ কমপ্লিট করার পর একটা নির্দিষ্ট পরিমান পেমেন্ট পাবেন।
#আমাদের মেইন গ্রুপ এর মাধ্যমে প্রতিটি কাজের বিস্তারিত বিবরণ সহ নিয়মিত দেয়া হবে, যেমনঃ
-কাজের রুলস কি?
-প্রতিটি কাজের জন্য কত টাকা করে দেয়া হবে?
-কতদিনের ভিতর ডেলিভেরি দিতে হবে?
-লিমিট কত/ কতটি কাজ করতে পারবেন?
-কতদিনের ভিতর পেমেন্ট পাবেন?
এরকম প্রয়োজনীয় আরো বিস্তারিত, যা দেখার পর যারা যারা কাজটি করতে আগ্রহী হবেন তাদেরকে মেইন গ্রুপ থেকে Working Group এ Add করে দেয়া হবে, এবং পেমেন্ট সহ অন্যান্য সবকিছুই মেইন গ্রুপ সেই Working Post এ দেয়া বিস্তারিত অনুযায়ী হবে।
প্রতিটি কাজের শুরুতেই যারা কাজ করতে আগ্রহী হবেন তাদের Google Meet/ Zoom /Youtube এর মাধ্যমে লাইভ করে শিখিয়ে দেয়া হবে।
#যাদের কম্পিউটার থাকবে তাদের জন্য আলাদা কাজ দেয়া হবে যদি আমাদের হাতে আসে। বর্তমানে এমন কাজ নাই কিন্তু তবুও যদি কেউ চান গ্রুপ এ জয়েন হয়ে থাকতে পারেন।
আর মেইবন গ্রুপ এর সবার ভিতর থেকে যারা সব থেকে ভালো কাজের পারফার্মেন্স দেখাবেন এমন ছেলে-মেয়েদের আলাদা করে রাখা হবে , পরবর্তীতে আরো ভালো কাজ / মাসিক স্যালারি ভিত্তিতে কাজের জন্য।
#ইনকাম সম্পর্কে ধারণা চাইলে-
প্রতিটি ছোট টাস্ক কমপ্লিট এর জন্য ৳০.০২ থেকে ৳৫০০/৳১০০০+ দেয়া হবে, এমাউন্ট টা ডিপেন্ড করবে একটি ছোট টাস্ক কমপ্লিট করতে কি পরিমান সময় লাগতেছে/ কি পরিমান শ্রম দিতে হচ্ছে এরকম কিছু বিষয় এর উপর।
#স্কিল কেমন দরকার?
Social Media Accounts চালানো সহ ইন্টারনেট মোটামোটি ভালো বুঝেন এবং ব্রাউজ করতে পারেন এরকম হলেই চলবে। তবে মোটামোটি ভালো না বুঝলে কেউ জয়েন করিয়েন না, কারণ আমরা পার্সোনালি কাউকে হাতে ধরে কাজ শিখিয়ে দিতে পারবোনা।
#প্রয়োজন কি কি?
আপাতত একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন, এবং সবগুলির একটি করে একাউন্ট- Facebook, Instagram, Gmail, Whatsapp, Telegram, Twitter, Linkedin, Medium, Vk, Youtube, Snapchat, Reddit, TikTok, Pinterest, Threads.
এগুলোর ভিতর Gmail Account টা ফ্রেশ Mail করে নিবেন,এবং পার্সোনাল কিছু রাখবেন না সেখানে, কারণ আমাদের কিছু কিছু সময় কাজের কাউন্ট এর ক্ষেত্রে হয়ত জিমেইল এর এক্সেস লাগতে পারে, সেক্ষেত্রে আপনার যেন সমস্যা না হয় এবং নিরাপত্তার ব্যঘাত না ঘটে তাই নতুন মেইল করে নেয়া সহ সেখানে কিছু রাখা থেকে বিরত থাকবেন।
:
আমাদের গ্রুপ এ জয়েন থেকে শুরু করে, কাজ শেখানো বা অন্যান্য যে কোন কিছুর জন্য একটি টাকাও দিতে হবেনা। এবং কাজ / পেমেন্ট রিলেটেড যে কোন সমস্যায় মেইন গ্রুপ এ একটি কন্টাক্ট ডিটেইলস দেয়া থাকবে, সরাসরি সেখানে ক্লিক করে কন্টাক্ট করবেন যদি প্রয়োজন পড়ে। অন্য যে কোনভাবে আমাদের নাম করে পার্সনালি যে কেউ যদি কন্টাক্ট করে তার থেকে কন্টাক্ট করা থেকে বিরত থাকবেন।
#জয়েন কিভাবে করবেন?
আমাদের পেজ এ শুধু PPT লিখে ম্যাসেজ দিবেন, ম্যাসেজ দেয়ার পর বট থেকে Automatic পরবর্তী নির্দেশনা দিবে সেই নির্দেশনা ফলো করলে আমাদের Telegram Group এর লিংক পাবেন, সরাসরি সেখানে জয়েন হয়ে যাবেন ঈদ এর পর থেকে কাজ শুরু হবে ইনশা আল্লাহ।
এই প্রসেস বাদে আমরা পার্সোনালি কাউকেই গ্রুপ এর লিংক দিবোনা কারন এই প্রসেস এর মাধ্যমেই আমরা কনফার্ম হতে পারবো আপনি ইন্টারনেট সম্পর্কে মোটামোটি বুঝেন কি না! যারা বুঝবেন তারা ঠিকই গ্রুপ এর লিংক পাবেন, আর যারা বুঝবেন না তারা পাবেন না এবং তাদেরকে আমাদের প্রয়োজন নেই।
#প্রয়োজন কতজনের?
আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিমানের লোক লাগবে যেমন কখনো ৫০ কখনো ১০ কখনো আবার ১০০০ এটা কাজের উপর এবং আমাদের ক্লায়েন্টসদের দেয়া ডেডলাইন এর উপর নির্ভর করবে,
এবং যেহেতু ১০০০ জন থাকলে ১০০০ জনই সব কাজের উপর ইন্টারস্টেট হবেনা, তাই মেইন গ্রুপ এ জয়েন এর জন্য নির্দিষ্ট কোন পরিমান নেই, যতজন ইচ্ছা জয়েন হতে পারবেন।
আশা করি সকল উত্তর পেয়ে গেছেন, না বুঝলে অন্যান্য যে ম্যাসেজ ছাড়া সরাসরি প্রশ্ন লিখে ম্যাসেজ করতে পারেন।
ধন্যবাদ।