Shayan Ibn Rakib

Shayan Ibn Rakib Welcome to my Page

04/09/2025

2x আসায় আমার বন্ধুর অবস্থা 🥴

01/09/2025

ধরলার বুকে একটুখানি সময় নিলাম

30/08/2025

হাম'লা টা ব্যাক্তি নূরের উপর না।
হা'মলা টা ভা'রতীয় আগ্রাস'ন বিরোধী নূরের উপর৷
এক কথায় আনুষ্ঠানিক ভাবে ২৪ শে বিপ্লবীদের উপর প্রশাসন নামক আওয়ামী গু'ণ্ডাদের আক্র'মণ।

লীগ কে ফেরানোর কোনো অপচেষ্টা করা হলে অবস্থা কিন্তু ভালো হবে না৷
ফ্যাসিবাদের দোসরদের বলতে চাই জুলাইয়ের পুনরাবৃত্তি যদি ঘটাতে চাও।
যদি আবার লাশের বিনিময়ে লীগ কে ফেরাতে চাও।

পাখির মত গুলি করে মানুষ মারার দিন শেষ কিন্তু।
জনতার একশন কি হবে সিরাজগঞ্জের এনায়েতপুর কে স্মরণ করো।
পুরো বাংলাদেশ হবে এনায়েতপুর।

আর এটা মাথায় রাইখো লীগ ফেরানো জনগণ কখনো মেনে নিবে না। পরিস্থিতি তৈরি করতে পারবে৷ বাট পরিস্থিতির দাবানল এবার হজম করতে পারবে না।
জনতা দ্বিতীয় বার জুলাইয়ের মত নামলে মরণকামড় টা কেমন হবে সেই চিন্তা টা মাথায় রাইখো৷

29/08/2025

ফলোয়ার বারে না🤧🥸🥸

19/08/2025

"চ্যাটজিপির ডেভেলপার যদি জানতো, বাঙালিরা এমন প্রশ্ন করবে— তাহলে কি এমন ভুল করতো 😅
বাঙালির বুদ্ধির সামনে এআই-ও হুমড়ি খায়! 😁🤣🤣🇧🇩"
সবাই এই আইডি টা কে Follow করুন: Rakib Hassan

12/08/2025

আইসো বন্ধু কেম্ন😁

06/08/2025

আমার খু"*ন এর সুবাসে লুটাবে হাজার তারা 🌺❤️

14/01/2025

গুলশানের কোথায় দাড়ালে বড়লোকের আনসেটিসফাইড স্ত্রীরা গাড়ি দিয়ে নিয়ে যায়?

08/01/2025

শুনো হে যুবগ মুফতি সাহেব কি বলে🤓🥸🥸

01/12/2024

চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রী টাও পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী-)❤️‍🩹🌸

29/11/2024

1. ইমাম মাহদীর আগমন: এক ন্যায়পরায়ণ নেতা ইমাম মাহদী আসবেন, যিনি ইসলামি শাসন প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে ন্যায়বিচার ফিরিয়ে আনবেন।

2. দজ্জালের আবির্ভাব: দজ্জাল নামে একজন মিথ্যাবাদী মানুষ আসবে, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন। তিনি মানুষকে বিভ্রান্ত করবে এবং তার সাথে থাকবে প্রচণ্ড ফিতনা।

3. ঈসা (আঃ)-এর অবতরণ: নবী ঈসা (আঃ) আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দজ্জালকে হত্যা করবেন এবং সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন।

4. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব: ইয়াজুজ এবং মাজুজ নামে দুই ভয়ংকর জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানুষের ওপর আক্রমণ চালাবে।

5. দূখান (ধোঁয়া): এক বিশেষ ধোঁয়া আকাশ থেকে নেমে আসবে যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে।

6. তিনটি বড় ভূমিকম্প: পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং আরব অঞ্চলে তিনটি বড় ভূমিকম্প হবে।

7. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে: সাধারণ নিয়মের বিপরীতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই ঘটনা দেখার পর মানুষের জন্য তওবা করার দরজা বন্ধ হয়ে যাবে।

8. দাব্বাতুল আরদ: এক বিশেষ প্রাণী (দাব্বা) পৃথিবীতে বের হবে, যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের ঈমান সম্পর্কে জানাবে।

9. আগুনের প্রাদুর্ভাব: হেজাজের (মধ্যপ্রাচ্যের) অঞ্চল থেকে এক বিশাল আগুন উঠবে, যা মানুষকে একত্র করে নিয়ে যাবে।

10. মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে: মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাবে এবং ইসলামিক শিক্ষার গুরুত্ব হারাবে।

এই বড় বড় আলমত গুলো হবে, তারপর হটাৎ করে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তো কেয়ামত হয়ে যাবে, বড় বড় আলমত গুলো না পযন্ত কেয়মত হবেনা পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ও না।

Address

Kurigram Sadar Kurigram
Rangpur
5600

Telephone

+8801331982063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shayan Ibn Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shayan Ibn Rakib:

Share

Category