29/11/2024
1. ইমাম মাহদীর আগমন: এক ন্যায়পরায়ণ নেতা ইমাম মাহদী আসবেন, যিনি ইসলামি শাসন প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে ন্যায়বিচার ফিরিয়ে আনবেন।
2. দজ্জালের আবির্ভাব: দজ্জাল নামে একজন মিথ্যাবাদী মানুষ আসবে, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন। তিনি মানুষকে বিভ্রান্ত করবে এবং তার সাথে থাকবে প্রচণ্ড ফিতনা।
3. ঈসা (আঃ)-এর অবতরণ: নবী ঈসা (আঃ) আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দজ্জালকে হত্যা করবেন এবং সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন।
4. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব: ইয়াজুজ এবং মাজুজ নামে দুই ভয়ংকর জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানুষের ওপর আক্রমণ চালাবে।
5. দূখান (ধোঁয়া): এক বিশেষ ধোঁয়া আকাশ থেকে নেমে আসবে যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে।
6. তিনটি বড় ভূমিকম্প: পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং আরব অঞ্চলে তিনটি বড় ভূমিকম্প হবে।
7. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে: সাধারণ নিয়মের বিপরীতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই ঘটনা দেখার পর মানুষের জন্য তওবা করার দরজা বন্ধ হয়ে যাবে।
8. দাব্বাতুল আরদ: এক বিশেষ প্রাণী (দাব্বা) পৃথিবীতে বের হবে, যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের ঈমান সম্পর্কে জানাবে।
9. আগুনের প্রাদুর্ভাব: হেজাজের (মধ্যপ্রাচ্যের) অঞ্চল থেকে এক বিশাল আগুন উঠবে, যা মানুষকে একত্র করে নিয়ে যাবে।
10. মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে: মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাবে এবং ইসলামিক শিক্ষার গুরুত্ব হারাবে।
এই বড় বড় আলমত গুলো হবে, তারপর হটাৎ করে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তো কেয়ামত হয়ে যাবে, বড় বড় আলমত গুলো না পযন্ত কেয়মত হবেনা পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ও না।