Valobasar Golpo

Valobasar Golpo Mt multimedia you tube

26/11/2024

মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না, সেটা ঘরে বা বাইরে । আপনার মতে কতটুকু সত্যি প্লিজ বলে যাবেন।

02/11/2024

🌺꧂“সাথী হারা মন শোনেনা বারণ, শুধু কাছে চাই তোমাকে। কে সেই তুমি, তুমিই কি সেই, যার মন চাই আমাকে।”🌺꧂ ┊┊┊⇣❥Love you❥ ┊⇣❥ ⇣💕

02/11/2024

🥀🍁,’𝄞⋆⃝ আমাকে খুশি করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই তোমার ❥︎❥︎༄༎ຶ༎ຶ শুধু তোমার উপস্থিতি যথেষ্ট,✧🌺✧🌺꧂ ┊┊⇣❥ Love You┊⇣❥ ⇣💕

02/11/2024

আরও একটু কাছে এসো, বলবো দুটো মনের কথা। দূরে থেকে আর তুমি দিও নাকো মনে ব্যাথা। ভাবছিলাম বুকে জড়িয়ে সব ওজার করে বলবো মনের কথা।

02/11/2024

কাছেতে যদি না আসো, গোপন কথা বলি কেমন করে… আমার যত প্রেম পিরিত, রেখেছি তা তোমার তরে…

02/11/2024

বাংলা সিনেমার নায়কের একটি সিরিয়াস সাক্ষাৎকার-
প্রশ্নকর্তা : আপনি কে?
নায়ক : গরীবের রাজা রবীন হুড।
প্রশ্নকর্তা : আপনার ছেলে মেয়ে কয়জন?
নায়ক : ওরা এগারো জন।
প্রশ্নকর্তা : বড় ছেলে কী করে?
নায়ক : টপ-রংবাজ।
প্রশ্নকর্তা : মেজ ছেলে?
নায়ক : বিশ্বপ্রেমিক।
প্রশ্নকর্তা : তার পরের জন?
নায়ক : সেয়ানা পাগল।
প্রশ্নকর্তা : ছোট ছেলে কী করে?
নায়ক : কুলি নাম্বার ওয়ান।
প্রশ্নকর্তা : কোন জিনিসটা আপনার অপছন্দ?
নায়ক : হঠাৎ বৃষ্টি।
প্রশ্নকর্তা : আপনার শ্বশুর সাহেব কী করেন?
নায়ক : উনি পদ্মা নদীর মাঝি।
প্রশ্নকর্তা : আপনার স্ত্রী সম্পর্কে বলুন?
নায়ক : সেতো চাপা ডাঙ্গার বউ।
প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।
নায়ক : গরীব কেন কাঁদে?
প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন।
নায়ক : মানুষ মানুষের জন্য।

01/11/2024

টাকমাথার মেয়ের সাথে প্রেম
ইন্ডিয়ান সিরিয়াল দেখে এক মহিলার ধারণা হলো যে, তার স্বামী নিশ্চয়ই পরকীয়া করেন। তাই ১ম দিন স্বামী বাড়ি ফিরলে তার শার্টে একটা লম্বা চুল খুঁজে পেয়ে বললেন-
স্ত্রী : তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছ?
স্বামী : কি উল্টাপাল্টা বলছ এইসব?
স্ত্রী : কেন, এই লম্বা চুলটাই তো তার প্রমাণ।
স্বামী : শোনো- এটা তো তোমারও চুল হতে পারে তাই না?

মহিলা আপাতত সেদিন অফ গেলেন। ২য় দিন স্বামী বাড়ি ফেরার সময় জামা ভালোভাবে ঝেড়ে ঘরে ঢুকলেন তবুও তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে স্ত্রী কেঁদে বললেন-
স্ত্রী : তুমি বব-কাট মেয়েদের সাথে প্রেম করছ?
স্বামী : আরে! এটা তো আমার চুলও হতে পারে নাকি? এভাবে সন্দেহ করলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম

মহিলা সেদিনও অফ গেলেন। ৩য়দিন স্বামী খুব সর্তক তাই স্ত্রী অনেক খুঁজেও কোনো চুল পেল না। কিন্তু শুরু করল
কান্নাকাটি।
স্বামী : আজকে আবার কি হলো? কাঁদছ কেন?
স্ত্রী : ছি ছি, তুমি শেষপর্যন্ত টাকমাথার মেয়ের সাথে প্রেম শুরু করছ?

01/11/2024

এক কোম্পানিতে নতুন ম্যানেজার যোগ দিয়েছেন। তিনি অনেক কড়া আর কঠিন স্বভাবের। তাই ঠিক করলেন সেটা প্রথমেই সবাইকে বুঝিয়ে দিবেন। যে সব ফাঁকিবাজ কর্মী আছে তাদের বিদায় করে দিবেন।

প্রথম দিনে তিনি ঘুরতে বের হলেন। তিনি দেখলেন কারখানায় সবাই কাজ করছে আর এক লোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন এটাই সুযোগ সবাইকে বুঝিয়ে দেয়ার যে তিনি কত কঠোর আর শুধু কাজ বোঝেন।

তিনি গিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : তুমি মাসে কত বেতন পাও?
লোকটা : ৬ হাজার টাকা।
তিনি লোকটিকে ১ হাজার ৫শ’ টাকা দিয়ে চিৎকার করে বললেন-
ম্যানেজার : এই নাও তোমার এক সপ্তাহের বেতন। বের হয়ে যাও, আর কখনো যাতে না দেখি তোমাকে।

উৎফুল্ল অনুভব করে তিনি কারখানার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : এ লোক এখানে কী কাজ করতো?
কর্মী : সে এখানে পিজা ডেলিভারি দিতে এসেছিল।,😃😃😃😃

Address

Rajshahi

Telephone

+8801779102556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Valobasar Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share