সুন্দর জীবনের জন্য স্কাউটিং

  • Home
  • সুন্দর জীবনের জন্য স্কাউটিং

সুন্দর জীবনের জন্য স্কাউটিং বাংলাদেশের ৬৪ জেলার স্কাউটিং সম্পর্কিত সকল তথ্য জানতে"পেইজ এ লাইক দিয়ে সঙ্গেই থাকুন"ধন্যবাদ।

📢 গবেষণার জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ! 📊বাংলাদেশের একদল গবেষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নতির ওপর স্কাউটিংয়ের প...
07/11/2024

📢 গবেষণার জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ! 📊
বাংলাদেশের একদল গবেষক শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নতির ওপর স্কাউটিংয়ের প্রভাব নিয়ে গবেষণা করছেন। এই জরিপে অংশগ্রহণ করতে পারবেন:
🏕️ স্কাউট সদস্য
🎓 সাধারণ শিক্ষার্থী
👩‍🏫 শিক্ষক
👨‍👩‍👧 অভিভাবক
🧑‍✈️ স্কাউট লিডাররা
আপনার মূল্যবান ৫ মিনিট সময় ব্যয় করে এই জরিপে অংশগ্রহণের মাধ্যমে আপনি এই গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। আপনার মতামত গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান এবং সহায়ক হবে! 🌱💬
👉 জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন: https://forms.gle/QsY92giQgdAv4gpb7
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!

Address


Alerts

Be the first to know and let us send you an email when সুন্দর জীবনের জন্য স্কাউটিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দর জীবনের জন্য স্কাউটিং:

  • Want your business to be the top-listed Media Company?

Share

"সুন্দর জীবনের জন্য স্কাউটিং" পেইজ এর যাত্রার শুরুর দিকের গল্প

দিনটি ছিল ১৮ই মে, ২০১৭ সাল। আমি তখন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর ৩য় বর্ষের ৬ষ্ঠ পর্বের ছাত্র। অত্র প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার মেট ছিলাম। বেশ কিছু দিন যাবত লক্ষ করছিলাম, দেশে স্কাউটিং এর এত প্রোগ্রাম হয় কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌছায় না। ইউনিটের সিনিয়ররাই বরাবরের মত সুযোগ পায়। অনুজদের সুযোগ ছিল খুবই কম৷ তখনই মাথায় চিন্তা আসলো এমন একটা মাধ্যম দরকার, যেখানে দেশের সবগুলো খবর একসাথে পাওয়া যাবে। যেখান থেকে জানা যাবে স্কাউটিং এর মৌলিক বিষয় গুলো। হাতে একটা এন্ড্রয়েড ফোন ছিল নামে মাত্র। যার সীমাবদ্ধতা ছিল অনেক বেশি। তখন ইউনিটের ছোট ভাই ওয়াকিল এর ফোনটি ছিল বেশ দারুন এবং আপডেট। তাকে বললাম, "ওয়াকিল, ভাইয়াকে একটা পেইজ খুলে দিবি?" সে কিন্তু তখনই ফেসবুক পেইজ সম্পর্কে দারুন অভিজ্ঞ। তারপর তাকে বললাম, "সুন্দর জীবনের জন্য স্কাউটিং" -এটা হবে পেইজের নাম। প্রথমে বলল, অন্য কোনো নাম হলে ভালো হতো! পরে আবার বলল, এটাই ভালো। শুরু হলো আমাদের যাত্রা। আমি, ওয়াকিল, আর সৌরভ তিন ভাইয়ের এই পেইজ নিয়ে পথচলা শুরু। সৌরভ পেইজের লোগো, কাবার সহ অনেকগুলো ডিজাইন করে পেইজটাকে ফুটিয়ে তুললো। পেইজের লাইক যখন ১০০০ পূর্ণ হলো, তখন আগষ্ট মাসের দিকে আমার ফেইসবুক আইডি থেকে পেইজের লোগো এবং লিংক দিয়ে পোস্ট করলাম, "৬৪ জেলা থেকে আমরা কমপক্ষে ১ জন করে Editor হিসেবে সুযোগ দিতে চাই, যারা নিজেদের জেলার বিভিন্ন স্কাউটিং বিষয়ক কার্যক্রম পেইজ এর মাধ্যমে তুলে ধরবেন"। খুবই বিস্মিত হয়েছিলাম সবার এত ভালো রেসপন্স পেয়ে। সবগুলো আবেদন খাতায় নোট করেছি। সবাইকে আলাদা আলাদা ভাবে কল দিয়ে মোটিভেট ও কাউন্সিলিং করে যুক্ত করেছি। প্রথমেই ৩৮ জেলা পেয়ে গেছিলাম। এরপর পর্যায়ক্রমে এখন ৬৪ জেলা হয়ে গেল। কাজ চলছিল দূর্বার গতিতে। প্রত্যেক Editor ছিল অনেক বেশি আন্তরিক। আমরা একটা পরিবার হয়ে উঠলাম। প্রচুর কল আসতে থাকে, Editor এর জন্য রিকোয়েস্ট আসতে থাকে। যারা আন্তরিকতা দেখিয়েছে, আমরা তাদের স্বাদরে গ্রহন করেছি। এখন পর্যন্ত ৬৪ জেলার প্রায় দেড় শতাধিক Editor নিয়ে, তিন বছর অতিক্রম করে আজ আমাদের চতুর্থ বছরের পথ চলা চলছে। এখন আমাদের বেশ পরিশ্রমী ৭ টি টিম রয়েছে - ডিজাইন মেকিং টিম, ভিডিও মেকিং টিম, পোস্ট এডিট টিম, রি-পোস্টিং টিম, কমেন্ট রিপ্লে টিম, মেসেজ রিপ্লে টিম ও উপস্থাপক টিম। সকল এডিটর এবং সাপোর্টার দের নিকট বিশেষ ভাবে আন্তরিকতা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সকলেই এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ। নিবেদক, মোঃ ফিরোজ উদ্দিন, ফাউন্ডার, সুন্দর জীবনের জন্য স্কাউটিং।