বাংলাদেশ

  • Home
  • বাংলাদেশ

বাংলাদেশ আমার সোনার বাংলা Forever your skies,
Your air set my heart in tune
As if it were a flute. Ah, what beauty, what shades,
What an affection, and what tenderness!

আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে—
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো—
মরি হায়, হায় রে
মা, তোর বদনখানি মলিন

হলে
আমি নয়ন জলে ভাসি।।






My beloved Bengal
My Bengal of Gold,
I love you. In spring, O mother mine,
The fragrance from your mango groves
Makes me wild with joy,
Ah, what a thrill! In autumn, O mother mine,
In the full blossomed paddy fields
I have seen spread all over sweet smiles. What a quilt have you spread
At the feet of banyan trees
And along the banks of rivers! O mother mine, words from your lips
Are like nectar to my ears. Ah, what a thrill! If sadness, O mother mine,
Casts a gloom on your face,
My eyes are filled with tears!

26/10/2021
08/06/2020

করোনা মহামারীকালীন সময়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বোধহয় হয়েছে বাংলাদেশের বেকার শ্রেণী।এই শ্রেণীর না আছে পরিবারে সম্মান না আছে রাষ্ট্রের কাছে ।একজন বেকার আসলে অপদার্থ শ্রেণীর ।সে কোন কাজে আসে না।ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া ছাড়া এই শ্রেণীর পরিবারের , সমাজের বা রাষ্ট্রের কাছে কোন আলাদা পরিচিতি নেই।তাই এই বেকার শ্রেণীর জন্য কারও কোন কিছু ভাববার আছে বলে মনে হয় না।সরকারের নিজস্ব যা চিন্তা নেই তা এই গত তিনমাসের করোনা পরিস্থিতিতে বেকার যারা তারা বুঝে গেছে।আর যারা দীর্ঘদিন চাকরি করার পর এই সময়টাতে নতুন করে বেকার হচ্ছে তাদের সীমাহীন দুঃখ সে আর তার পরিবার ছাড়া আর কেউ বুঝবে কিনা সন্দেহ।এভাবে আর কিছুদিন চলতে থাকলে কি হবে সেটা আর ভাবার মত সাহস আমি পাচ্ছি না।প্রতিদিন অন্তত গড়ে পাচ থেকে ছয় হাজার যুবক সরকারি চাকরির বয়স হারাচ্ছে ।নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নেই ।এরা এখন কি করবে?এর উত্তর বোধকরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও নেই।কিছুদিন আগে সরকার যখন সরকারী কর্মচারীদের মত প্রকাশের উপর বিধিনিষেধ জারি করেছিল তখন আমার অনেক চাকুরীজীবী বন্ধু আমাকে ট্যাগ করে বলেছিল তাকে যেন সরকার বিরোধী কোন স্ট্যাটাসে ট্যাগ না করা হয়।আমি শুধু ভেবেছিলাম ট্যাগ অপশনে গিয়ে সে নিজেই তো এটা নিয়ন্ত্রণ করতে পারে।পরে বুঝলাম এটা তার একটা বিশাল যোগ্যতা যে সে বাংলাদেশে একজন সরকারী চাকুরীজীবী।তার স্ট্যাটাস এখন আলাদা।যে লোক সরকারী কর্মচারী হয়ে সামান্য একটা স্ট্যাটাসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ঐ চেয়ারে বসে জনগনকে কি করে নিয়ন্ত্রণ করবে আমার মাথায় আসে না।

বলছিলাম বেকারদের নিয়ে ,একটা দেশের দেড়কোটির মত বেকার(সূত্র : আইএলও ) ।এত বড় একটা শ্রেণিকে নিয়ে স্বাধীন দেশে কারও কোন ভাবনা নেই।অথচ সেও একটা পূর্ণাঙ্গ মানুষ।আর দশটা মানুষের মত তারও সাধ-আহ্লাদ আছে, স্বপ্ন আছে ।তাকেও তিনবেলা খেতে হয়,জামা -কাপড় পরতে হয়।ঢাকা শহরে আর দশটা সরকারি চাকুরিজীবীদের মত তারও বাসা ভাড়া আছে,বাড়ির সার্ভিস চার্জ আছে ।পেট তো আর করোনা মানে নারে ভাই।এই শ্রেণির সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে।হয়তো এই তিন মাসে তা দুই কোটি পার হয়ে গেছে।এরপরও আমরা খুব ভাল একটা সোনার বাংলা দেখতে চাই।আমরা চাই প্রতিটি ঘরে ঘরে অন্ন আসবে , আলো জ্বলবে।জীবনের প্রতি যে তীব্র ক্ষোভ নিয়ে বাংলাদেশের প্রতিটি বেকার দিনাতিপাত করছে এরা যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে তখন দেশ এদের কাছে আর কি আশা করবে?

লিখেছেন:
Mahmudul Islam Anik
Jagannath University

Address


Telephone

+8801722344616

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share