Swarna's Story

  • Home
  • Swarna's Story

Swarna's Story Life is about what you make of it, so just enjoy it all.
(28)

সৃষ্টিকর্তা কাউকে কখনও ঠকান না।তিনি যাকে উজ্জ্বল গায়ের রং দেননি, তাঁকে দিয়েছেন মায়াময় চেহারা।যার ঘন কালো চুল নেই, তা...
06/10/2025

সৃষ্টিকর্তা কাউকে কখনও ঠকান না।
তিনি যাকে উজ্জ্বল গায়ের রং দেননি, তাঁকে দিয়েছেন মায়াময় চেহারা।
যার ঘন কালো চুল নেই, তাঁর চোখে বসিয়ে দিয়েছেন অনিন্দ্য সৌন্দর্য।
কাউকে দিয়েছেন প্রখর মেধা, কাউকে দিয়েছেন অদ্ভুত এক প্রতিভা।
কেউ হয়তো অর্থে ধনী নয়, কিন্তু তাঁর হৃদয় ভরা অফুরন্ত ভালোবাসায়।
আবার কেউ হয়তো কিছুই পায়নি মনে হয়, অথচ তাঁর রয়েছে এক নির্মল, শান্ত মন।
কারও আছে অসীম ধৈর্য, কারও আছে সব হারিয়েও হাসতে পারার শক্তি।

সৃষ্টিকর্তা কখনও কারও ভাগ্যে শূন্যতা রাখেন না।
এক দিক থেকে না দিলেও অন্য দিক থেকে ঠিকই পরিপূর্ণ করে দেন।
তাই আফসোস নয়, কৃতজ্ঞতা রাখুন হৃদয়ে।
বিশ্বাস রাখুন রবের প্রতিটি পরিকল্পনাই আমাদের জন্য মঙ্গলময়।

চোখের কাজল আর মনের হাসি দুটোই আমার শক্তি
28/09/2025

চোখের কাজল আর মনের হাসি দুটোই আমার শক্তি

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
26/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন।তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

জীবনে কোনোদিন পদ্ম পুকুর দেখা হয়নি আমার। প্ল্যান করেছি বহুবার, কিন্তু সমস্যা হলো এই ভোরবেলার সাথে আমার চরম বৈরিতা। এত স...
17/09/2025

জীবনে কোনোদিন পদ্ম পুকুর দেখা হয়নি আমার। প্ল্যান করেছি বহুবার, কিন্তু সমস্যা হলো এই ভোরবেলার সাথে আমার চরম বৈরিতা। এত সকালে উঠে রেডি হওয়া মানেই আমার কাছে মিশন ইম্পসিবল! ভাবো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে আবার শাড়ি পরে সাজগোজ করে রওনা হওয়া,এ যেন আমার কাছে একেবারে অলিম্পিকের মতো চ্যালেঞ্জ। তার উপর আবার বাচ্চাকাচ্চা সামলে এতো আয়োজন? উহু, সম্ভব না একেবারেই!

কিন্তু হ্যাঁ, অবশেষে আমার এই দীর্ঘদিনের অসম্ভব স্বপ্নটাকে সম্ভব করেছে জেমিনি।

সুন্দরের কোন ব্যাখ্যা হয়না,তুমি যেমন তেমনই সুন্দর❤️
16/09/2025

সুন্দরের কোন ব্যাখ্যা হয়না,তুমি যেমন তেমনই সুন্দর❤️

Address

Mirpur, Mazar Road

Alerts

Be the first to know and let us send you an email when Swarna's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swarna's Story:

  • Want your business to be the top-listed Media Company?

Share