Swarna's Story

  • Home
  • Swarna's Story

Swarna's Story Life is about what you make of it, so just enjoy it all.
(28)

একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন যে বন্ধুটা আ...
11/08/2025

একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না।

একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী ।কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেতে যাচ্ছেন ।

একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে । শৈশবেই সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দিবে , সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমিরাটা একটু গুছিয়ে দিতে ।কৈশরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে । ঘুমাও না কেন? খাওনা কেন? এই শাড়ীটা পরো না কেন বলা শুরু করে দিবে । যৌবনে তার পড়াশুনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠেপরে লাগবে । আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ -দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে ।

মেয়েরা মায়ের চোখের জল মুছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে । তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ।

সংগ্রহিত

টানা সাত-আট ঘণ্টা ঘুমাতে কেমন লাগে, তা যেন ভুলেই গেছি।বাচ্চা হওয়ার পর থেকে রাত আর আমার নিজের থাকে না।কখনো কান্না, কখনো খ...
10/08/2025

টানা সাত-আট ঘণ্টা ঘুমাতে কেমন লাগে, তা যেন ভুলেই গেছি।
বাচ্চা হওয়ার পর থেকে রাত আর আমার নিজের থাকে না।কখনো কান্না, কখনো খাওয়ানো, কখনো অসহায়ের মতো শুধু কোলে চরার ডাক।
তবুও মনে হয়, এই নিদ্রাহীন রাতগুলোই হয়তো জীবনের সবচেয়ে মায়াময় সময়।
আলহামদুলিল্লাহ।

08/08/2025

অন্যদিনেও খিচুড়ি ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে এই খাবারটা যেন আলাদা। প্রতিটি চামচে শুধু স্বাদ নয়, আসে আরাম, শান্তি আর একটু শৈশব।

পরিবারের সবাই মিলে খিচুড়ি খাওয়া বৃষ্টির দিনে একটুকরো বন্ধন।
বৃষ্টির দিনে একসাথে বসে খিচুড়ি খাওয়া মানেই যেন সম্পর্কের উষ্ণতা, মায়া আর একসাথে থাকার প্রশান্তি।

মা'র হাতের খিচুড়ি, ছোটবেলার ভেজা দিন, স্কুল ছুটির পর ভিজে কাপড়ে বাসায় ফেরা—সব স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে খিচুড়ির স্বাদ।

বৃষ্টির শব্দে ঘুম ভাঙা এক অন্যরকম ভালো লাগা,যেন প্রকৃতি আজ মনের সাথে কথা বলছে।শুভ সকাল 🌧️🌧️
08/08/2025

বৃষ্টির শব্দে ঘুম ভাঙা এক অন্যরকম ভালো লাগা,
যেন প্রকৃতি আজ মনের সাথে কথা বলছে।
শুভ সকাল 🌧️🌧️

03/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিত ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

সংগৃহীত

মজাদার বিস্কুট পিঠা
24/07/2025

মজাদার বিস্কুট পিঠা

Address


Alerts

Be the first to know and let us send you an email when Swarna's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swarna's Story:

  • Want your business to be the top-listed Media Company?

Share