Swarna's Story

  • Home
  • Swarna's Story

Swarna's Story Life is about what you make of it, so just enjoy it all.
(28)

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, আবার তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময় দেন"। অনেক সময় অ...
03/07/2025

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, আবার তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময় দেন"।

অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা,তখন এই লেখাটা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা দেয়।আল্লাহ হয়তো একদিন দিবেন। সঠিক সময়েই দিবেন।
ইনশাআল্লাহ।

good old days
02/07/2025

good old days

আমি তাকেই সম্মান করি, যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর।
02/07/2025

আমি তাকেই সম্মান করি, যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর।

বাচ্চার সাথে কিভাবে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন!জুস, পানি ফালাচ্ছে? কোন ব্যাপার না!প্লেট ভেঙে ফেলছে? আরেকটা কিনতে প...
02/07/2025

বাচ্চার সাথে কিভাবে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন!

জুস, পানি ফালাচ্ছে? কোন ব্যাপার না!
প্লেট ভেঙে ফেলছে? আরেকটা কিনতে পারবেন !
এলোমেলো ঘর ?গোছাতে পারবেন ।

কিন্তু আপনার আচরণ !থেকে যাবে
আপনি সন্তানকে কি অনুভব করাচ্ছেন !সেটাও থেকে যাবে।

আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে মনে রাখুক, ছোটখাটো কিছু ঘটলে তাকে কতটা ভয়ে থাকতে হতো।

শান্ত থাকুন 🤍
ছোটখাটো বিষয়ে বাচ্চার উপর সবসময় চি'ৎকার- চেঁ'চামেচি এবং চাপ প্রদর্শন করবেন না।

শান্ত থাকার মাধ্যমে আপনি ব্যর্থ হচ্ছেন না ।
বরং আপনি জিতে যাচ্ছেন ।
আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনাকে ভবিষ্যতে শান্তি দিবে ‌।

আর সেটা ভাঙা কাঁচ, অগোছালো ঘরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

01/07/2025

শায়েরীর মোস্ট ফেভারিট সাজমী খালামনি শায়েরীর জন্য গিফট পাঠিয়েছে। গিফট পেয়ে শায়েরী ভিষণ খুশি।
Thank you shayerir sajmi khalamoni Fariba Sajmee

ফ্রাইডে ফানডে
01/07/2025

ফ্রাইডে ফানডে

প্রত্যেকটা মানুষের...... মেন্টালিটি আলাদা, দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ, আবার কারো কারো কাছে আপনি খুব চমৎকার মানুষ।যা...
01/07/2025

প্রত্যেকটা মানুষের......

মেন্টালিটি আলাদা, দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ, আবার কারো কারো কাছে আপনি খুব চমৎকার মানুষ।
যার যার দৃষ্টিভঙ্গি ই মূল....

বিস্কুট 😋
30/06/2025

বিস্কুট 😋

যদি তোমার একটা কন্যা সন্তান থাকেতাহলে তুমি নিশ্চিত থাকো,তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে, দু'ফোটা চোখ...
30/06/2025

যদি তোমার একটা কন্যা সন্তান থাকে
তাহলে তুমি নিশ্চিত থাকো,
তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে
যে তোমার কথা ভেবে, দু'ফোটা চোখের জল ফেলবে...!
আলহামদুলিল্লাহ।
আল্লাহ হুম্মা বারিক লাহা।

চিকেন বল🥰
29/06/2025

চিকেন বল🥰

29/06/2025

- ধোঁকা কাকে বলে?
- এই গল্পটা না পড়লে বুঝবেন না.!😔



একদিন সে আমাকে.... See more

মুখ দেখে নয়.....ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা...!
29/06/2025

মুখ দেখে নয়.....
ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা...!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Swarna's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swarna's Story:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share