Shamim Hossain

  • Home
  • Shamim Hossain

Shamim Hossain Live for Learn, learn is earn I work as a Senior Visualizer at Alif Group and Creative Director at Knackflair.

I specialize in brand identity design, social media post design, and Motion Graphics. I also work as an ecommerce consultant, helping businesses to develop and grow their online presence. In my free time, I love to ride my motorcycle and explore new places. I also enjoy discussing business matters and motivating others to overcome their challenges. Feel free to DM me if you ever need someone to talk to!

আসসালামু আলাইকুম,দীর্ঘদিন আমার ব্যাক্তিগত এই পেইজটিতে কোন আপডেট দেওয়া হয়নি। ব্যাক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যাস্ত হয়ে যাওয়াত...
06/01/2025

আসসালামু আলাইকুম,

দীর্ঘদিন আমার ব্যাক্তিগত এই পেইজটিতে কোন আপডেট দেওয়া হয়নি। ব্যাক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যাস্ত হয়ে যাওয়াতে নিয়মিত শিখ নিও ভিডিও বা টেক্সট কন্টেন্ট আসেনি। ইনশাআল্লাহ, আশা করছি নতুন বছরে এই দিকে কিছুটা নজর দিব। নতুন বছরে কয়েক টি পরিকল্পনার মধ্যে অন্যতম প্রচেষ্টা থাকবে নতুন কিছু শিখার এবং নতুন একটি আইটি বেজ স্কিল নেওয়ার ও সাথে আইটি বেজ স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ছোট্ট করে একটি টিম রেডি করার। যারা হাইব্রিড ক্যারিয়ারে এর সাথে নিজেদেরকে আপডেট করে মার্কেটে টিকে থাকবে।

আশা করছি এই টিমে ইতি মধ্যেই কয়েকজন যুক্ত হয়ে গেছে যাদের এই বছরের প্রথম ৬ মাস শেখানোর পাশাপাশি একটি সাসটেইনেবল ক্যারিয়ারের দিকে ফোকাস করার মনমানসিকতা তৈরীতে সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।

এই টিমে যুক্ত হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে প্রচুর শেখার ইচ্ছে ও ধৈর্য ধরে টিকে থাকা।

বিজনেস SWOT এনালাইসিস এর থ্রেট ফেক্টর থেকে সেন্টমার্টিন নিয়ে মাস ৪ এক আগে কিছুটা সময় ভাবার সুযোগ হয়েছে তাতে আমার মনে হয়ে...
22/10/2024

বিজনেস SWOT এনালাইসিস এর থ্রেট ফেক্টর থেকে সেন্টমার্টিন নিয়ে মাস ৪ এক আগে কিছুটা সময় ভাবার সুযোগ হয়েছে তাতে আমার মনে হয়েছে সেন্টমার্টিন নিয়ে যাবে বা আমেরিকার খেয়ে ফেলবে এমন ফালতু চিন্তা বা ধারনার বাহিরে কিছু বিজনেস রেস্ট্রিকশন ও বিজনেস পরিধি নিয়ে নেগেটিভ রেজাল্ট আসার পর আমাদের উদ্যোগ Sundrop Eco Resort, Saint Martin এর বিশাল ইনভেস্টমেন্ট এর চিন্তা থেকে বের হয়ে আমি আমার পার্টনারশিপ বাতিল করে বের হয়ে আসছি।

আসলে, সেন্টমার্টিন না শুধু সকল ক্ষেত্রেই রাজনৈতিক নীতির পরিবর্তন বা রাজনৈতিক অস্থিরতা একটি ব্যাপক প্রভাব ফেলে সেটা পর্যটন এরিয়াতেও পড়েছে তবে এটা ঠিক হবেও না একটি ডেমোক্রেটিক, জনমতে প্রতিষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া কোন কিছুই স্ট্যাবিলিটি পাবে না। আমার ক্ষুদ্র মগজে এইটুকু ভাবলো... এই সেক্টরে নতুন করে ইনভেস্ট নিয়ে কিছুটা নেগেটিভ ভাইভ তৈরী হবে।

বাংলাদেশের ইতিহাসে আপোষহীন, অন্যায়ের কাছে মাথা বিক্রি না করার মত রাজ উদাহরণ হিসেবে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে এই একটা...
07/09/2024

বাংলাদেশের ইতিহাসে আপোষহীন, অন্যায়ের কাছে মাথা বিক্রি না করার মত রাজ উদাহরণ হিসেবে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে এই একটা কারণে আমি (এবং যেকোনো সুস্থ মস্তিষ্কের বাংলাদেশি) আজীবন শ্রদ্ধা করে যাবো - নিশ্চিত কারাদণ্ড জেনেও তিনি দেশ ছেড়ে পালাননি। রায় ঘোষণার আগে থেকেই তাকে জানানো হয়েছিল যে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড তার হতে যাচ্ছে।

রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গেলে তিনি শেষ জীবনটা ছেলে আর নাতনিদের সাথে আয়েশ করে কাটাতে পারবেন। কিন্তু তিনি রাজি হননি। যেদিন উনার কারাদণ্ড হলো সেদিন বিএনপির কয়েক লক্ষ নেতাকর্মী রাস্তায় ছিল - আদালত এক প্রকার ঘেরাও করে রেখেছিল। উনি একটা নির্দেশ দিলে ঢাকা শহরে সেদিন কাকের চেয়ে লাশের সংখ্যা বেশি থাকতো। সেটাও উনি করেননি। আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে হাসিমুখে কারাবরণ করেছেন।

উনাকে সমর্থন কেউ করুক আর না করুক - অন্তরের সবটুকু দিয়ে শ্রদ্ধা করা ছাড়া উপায় নেই।

22/06/2024

বেনজির এর ইস্যুকে ১৫ লাখ টাকার ছাগলে খেয়ে রাজস্ব খাতের কিং মতিউর এর গায়ে আগুন লাগিয়ে রাসেল ভাইপার জন্ম দিলো এইদেশের বাস্তবে ঘাস খাওয়া জাতির বিবেক নামে আখ্যায়িত অতীব উন্নত জাতের বিদেশি সাংগাতিক ছাগল।

যদিও তাহাদের মূল্য বস্থা পঁচা ছাড়া কিছুই নাই।

ICT Ministry এর EDGE এ প্রজেক্ট এর "হায়ার এন্ড ট্রেইন" প্রজেক্ট এর মাধ্যমে অনেকেই বিভিন্ন কোর্স সম্পূর্ণ করেছেন আমার আওত...
21/05/2024

ICT Ministry এর EDGE এ প্রজেক্ট এর "হায়ার এন্ড ট্রেইন" প্রজেক্ট এর মাধ্যমে অনেকেই বিভিন্ন কোর্স সম্পূর্ণ করেছেন আমার আওতাধীন তিনটি প্রতিষ্ঠান এই প্রজেক্টের অন্তর্ভুক্ত কোর্স পরিচালনা করেছেন।

প্রকৃত বিষয় হচ্ছে এই কোর্সটির অরিয়েন্টেশন ক্লাসে আমি অসংখ্য বার স্টুডেন্টদের বলেছি যে এই কোর্সটি যেহেতু সরকারি অর্থায়নে হচ্ছে এবং স্টাইপেন এর ব্যবস্থা রয়েছে তাই কেউ ফ্রি কোর্স ও মাসিক হারে কিছু স্টাইপেন পাবেন এই আশায় কোর্স না করে প্রকৃতভাবে কিছু স্কিল ডেভেলপমেন্ট এর জন্য করুন, সারাজীবনের জন্য একটা এসেট হিসেবে যুক্ত করুন তারই ধারাবাহিকতায় যারা কোর্সটি কে গুরুত্ব সহকারে করেছেন তারা প্রত্যেকেই ভালো করেছে।

তাদের মধ্য থেকে অনেকেই ফ্রিল্যান্সিং এ এখন ভালো করছে এটা আমাদের জন্য সুখকর। স্কলারস আইটির স্টুডেন্ট রা প্রায় সবাই এখন ফ্রিল্যান্সিং এ ভালো করেছে তাদের সংবর্ধনায় আয়োজিত হয়েছে "Freelancer Meetup - 2024" উক্ত প্রোগ্রামে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে খুব ভালো অনুভব করেছে কিন্তু প্রোগ্রামটি উপস্থিত হতে পারিনি ঢাকার বাহিরে থাকার কারনে।

ধন্যবাদ স্কলারস আইটি এর সিইও, Md Abu Ubaida Sarker কে এই সম্মাননা টি আমাকে দেওয়ার জন্য😍😍😍

শুভকামনা ও দোয়া রইলো স্কলারস আইটির জন্য।

26/04/2024

অসম্ভব ভালো লাগার একটি জায়গা আমার কাছে....❤️❤️❤️

দেখুন জীবনের সব টুকু দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি,ফ্ল্যাট, জমি,গাড়ি,ব্যাংক ব্যালেন্স সব রেখে গেলেন কিন্তুএই সকল কিছু...
19/04/2024

দেখুন জীবনের সব টুকু দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়ি,ফ্ল্যাট, জমি,গাড়ি,ব্যাংক ব্যালেন্স সব রেখে গেলেন কিন্তুএই সকল কিছুই মূল্যহীন যদি না তারা সঠিকভাবে বাচে বা বাচার মত আবহাওয়া, জলবায়ু এইসব না থাকে?

তাই আমাদের উপরোক্ত এই সকল বিষয় গুলোর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রজন্মের জন্য পরিবেশগত কিছু সাপোর্ট রেখে যাওয়া।

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটি গাছের প্রয়োজন।

এটা তো সবে শুরু! ৪৫° থেকে ৪৯° এবং ৪৯° থেকে ৫৫°, ৫৫° থেকে ৬০° 'হতে বেশি সময় লাগবে না,
এভাবে চলতে থাকলে।

৫৬° হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে প্রচুর চারা গাছ রোপন করতে হবে; কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত 'বছর সময় লাগে।

কিছুদিন পরেই বৃষ্টির সিজন শুরু হতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন। 'অন্যদের উপর সব ছেড়ে দেবেন না।

গাছ লাগান প্রাণ বাঁচান 🌳

11/04/2024

স্কুল লাইফের কিছু আবেগ, কিছু মধুর স্মৃতি এই জায়গায় টাতেই ছিলো। এই স্কুলটিতে জড়িয়ে আছে অনেক গুলো আবেগ, অনেক ভালোবাসা। এক অন্যরকম ভালো-লাগা কাজ করে এখানে এলে...

10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

I have reached 5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
05/04/2024

I have reached 5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address


Telephone

+8801835233225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim Hossain:

  • Want your business to be the top-listed Media Company?

Share

শিখবো যা, লিখবো তা...!

আসসালামু আলাইকুম, আমি মোঃ শামীম হোসাইন । আমার উল্লেখযোগ্য ভালো লাগার মধ্যে একটি কাজ হচ্ছে যা শিখবো তা শেয়ার করা, এতে জানি না কারো কোন উপকার আসবে কিনা তবে এইটুকু বলতে পারি গভীরভাবে সেই বিষয়টিতে না জানতে পারলেও অন্তত সেই বিষয়টি বলতে একটি বিষয় যে আছে তাতো জানবে। নিয়মিত নিজের কর্ম সম্পাদনের পাশাপাশি চেষ্টা করবো কিছু বিষয় তুলে ধরতে। যে বিষয় গুলো নিয়ে শিখার এবং শেয়ার করার মনস্থির করেছি, তা হচ্ছেঃ

০১। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বিষয়।(গ্রাফিক্স রিলেটেড)

০২। পজিটিভ দৃষ্টিভঙ্গি বৃদ্ধিকরণ বিষয়।