Multi Combo bd

  • Home
  • Multi Combo bd

Multi Combo bd It is a online business service page which makes u sure about your product which u want and timely home delivery service...

11/10/2025

চাচার উড়া ধুরা নাচ😄😄

04/10/2025

মনে রেখো—
🌸 হাল ছাড়লে স্বপ্ন মরে যায়,
🌸 চেষ্টা করলে স্বপ্ন বেঁচে ওঠে।

তুমি যদি এক ধাপ এগাও, আল্লাহ তোমাকে দশ ধাপ এগিয়ে দেবেন। 💫

02/10/2025

দিনশেষে আমরা সবাই মানুষ। কারো কাছে ভালো লাগবো, কারো কাছে খারাপ।
যারা সত্যিকারের আপন, তারা আপনাকে আপনার মতো করেই গ্রহণ করবে। আপনার সাফল্য বা ব্যর্থতা তাদের চোখে আপনার গুরুত্ব কমাবে না।
কিন্তু দুনিয়া সবসময়ই আপনাকে তাদের সুবিধা অনুযায়ী মাপতে চাইবে। তাই মনে রাখবেন, নিজের মূল্য নিজেকেই আগে বুঝতে হবে। 🌿
মানুষকে সাহায্য করবেন, কিন্তু নিজেকে কখনো ছোট করবেন না। নিজের গুরুত্ব নিজের কাছেই সবার আগে। 💙

27/09/2025

🌸 "মন হালকা হয় যখন আমরা ক্ষমা করি।"
ক্ষমা করো, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন।
শেষ কবে কাউকে ক্ষমা করেছেন?

25/09/2025

সন্ধ্যার সময় হলো মানুষের জন্য চিন্তা ও আত্মসমীক্ষার মুহূর্ত। এ সময় আল্লাহর জিকির করলে অন্তরে প্রশান্তি নেমে আসে।

24/09/2025

বাঁশ গাছের শিক্ষা:
=============

একজন কৃষক বাঁশের বীজ রোপণ করলেন। প্রথম বছর কোনো অঙ্কুর বের হলো না।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরেও কিছুই হলো না।
কিন্তু কৃষক নিয়মিত পানি দিতেন, আগাছা পরিষ্কার করতেন।

পঞ্চম বছরে হঠাৎ করে বাঁশ গাছ মাটি ফুঁড়ে বের হলো—আর কয়েক সপ্তাহের মধ্যেই ৮০ ফুট পর্যন্ত উঁচু হলো!

👉 আসলে আগের চার বছর গাছটি মাটির নিচে শক্ত শেকড় তৈরি করছিল।
জীবনের ক্ষেত্রেও তাই—আপনার চেষ্টা হয়তো আজ দৃশ্যমান না, কিন্তু ভেতরে ভেতরে ভিত্তি তৈরি হচ্ছে। সময় এলে আপনার সাফল্যও আকাশ ছুঁয়ে যাবে।

23/09/2025

সুখ কি পাওয়া যায়, নাকি তৈরি করতে হয়?

19/07/2025

এক কাপ চা, প্রিয়জনের হাসি আর শান্ত একটি সকাল—
শুভ সকাল প্রিয় সবাইকে।" ☕❤️

14/07/2025

আজকে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ছোট লক্ষ্যগুলো হাসিমাখা মুখে পূরণ করুন।

12/07/2025

✨ "এশার নামাজ হলো আত্মার প্রশান্তির ছোঁয়া।
দিনশেষে আল্লাহর দরবারে শেষ সেজদা—
এটাই হোক আজকের সবচেয়ে শান্তির মুহূর্ত।" 🤲

হযরত আলী রাঃ এ-র পাগরী ❣️❣️
11/07/2025

হযরত আলী রাঃ এ-র পাগরী ❣️❣️

11/07/2025

অন্ধকার রাতে যারা কান্না করে,
সুবহে সাদিকে আল্লাহ তাদের মুখে হাসি এনে দেন।

Address


1215

Alerts

Be the first to know and let us send you an email when Multi Combo bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Multi Combo bd:

  • Want your business to be the top-listed Media Company?

Share